এইমাত্র
  • মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ১৮
  • খালেদা জিয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
  • সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে
  • তফসিল কবে ঘোষণা তা এখনো ঠিক হয়নি: ইসি সচিব
  • নতুন বাবরি মসজিদের জন্য ইট মাথায় করে আনছেন স্থানীয়রা
  • যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির
  • স্বাস্থ্যের মহাপরিচালকের সঙ্গে তর্কে জড়ানো সেই চিকিৎসককে অব্যাহতি
  • শেখ হাসিনার দেশে ফেরা ‘ব্যক্তিগত সিদ্ধান্ত’ হতে পারে না: আখতার
  • সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ১২০ চিকিৎসক
  • আজ শনিবার, ২২ অগ্রহায়ণ, ১৪৩২ | ৬ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    বন্দুকধারীদের গুলিতে দক্ষিণ আফ্রিকায় শিশুসহ নিহত ১১

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম

    বন্দুকধারীদের গুলিতে দক্ষিণ আফ্রিকায় শিশুসহ নিহত ১১

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম

    দক্ষিণ আফ্রিকার একটি হোস্টেলে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে ১১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন বছরের একটি শিশুও রয়েছে। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    শনিবার (৬ ডিসেম্বর) ভোরে রাজধানী প্রিটোরিয়ার পশ্চিমে সলসভিলে অবস্থিত সেই হোস্টেলে বন্দুকধারীরা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। খবর বিবিসির।

    পুলিশ মুখপাত্র ব্রিগেডিয়ার অ্যাথলেন্ডা ম্যাথি গণমাধ্যমকে বলেন, ‘কমপক্ষে তিনজন অজ্ঞাত বন্দুকধারী এই হোস্টেলে প্রবেশ করে। সেখানে একদল মানুষ মদ্যপান করছিল। এরপর বন্দুকধারীরা নির্বিচারে গুলি চালানো শুরু করে। এই ঘটনায় অন্তত ২৫ জন গুলিবিদ্ধ হয়েছে।’ তবে গুলিবর্ষণের কারণ এখনও জানা যায়নি এবং কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ। দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিককালে এমন এলোপাতাড়ি গুলির ঘটনার সংখ্যা বেড়েই চলেছে।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর ৪টা ৩০ মিনিটে বন্দুকধারীরা হোস্টেল প্রাঙ্গণে ঢুকে মদ্যপানরত একদল মানুষের ওপর গুলি চালায়। নিহতদের মধ্যে একটি ১২ বছর বয়সী ছেলে এবং ১৬ বছর বয়সী কিশোরীও রয়েছে।

    হোস্টেলটিকে ‘অবৈধ শেবিন’ বা লাইসেন্সবিহীন মদের আড্ডা হিসেবে বর্ণনা করে পুলিশের মুখপাত্র আরও বলেন, ‘আমরা এসব অবৈধ ও অননুমোদিত মদের দোকান নিয়ে বড় ধরনের সমস্যার সম্মুখীন। নিরপরাধ মানুষও এসব স্থানে ক্রসফায়ারে পড়ে।’ এলোপাতাড়ি গুলির ঘটনাগুলো এসব মদের দোকানগুলোকে ঘিরেই বেশি ঘটে বলেও উল্লেখ করেন তিনি।

    জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তরের ২০২৩-২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী, খুনের হারের দিকে দিয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্বে শীর্ষে রয়েছে। দেশটিতে প্রতি লাখে ৪৫ জন হত্যার শিকার হন।

    পুলিশের তথ্য অনুযায়ী, শুধু গত এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে প্রতিদিন গড়ে ৬৩ জনকে হত্যা করা হয়েছে।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…