দিনাজপুর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নেমেছিল শাফিউল মুজনবীন দীপ্ত (২৫)। বাস থেকে নামার পরপরই হঠাৎ আরেকটি পরিবহনের চাপায় নিহত হন দীপ্ত। বাবা মায়ের কাছে ফিরতে সময় লাগতো পাঁচ মিনিট।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১ টার দিকে মির্জাপুর নতুন বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কিছুক্ষণ আগেও মুঠোফোনে নিজেকে মির্জাপুরের কাছাকাছি পৌছেছে বলে পরিবারকে জানিয়েছিলেন দীপ্ত।
শাফিউল মুজনবীন দীপ্ত মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন সহকারি অধ্যাপক মো. শহীদুল্লাহর একমাত্র পুত্র ও মির্জাপুর পৌরসভা এলাকার বাইমহাটি কবরস্থান এলাকায় বাসিন্দা। সম্প্রতি দেশের খ্যাতনামা একটি প্রাইভেট প্রতিষ্ঠানে দিনাজপুর অঞ্চলে কর্মজীবন শুরু করে দীপ্ত।
শুক্রবার বাদ জুমা মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে দীপ্ত’র জানাজা নামাজ শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর অকাল মৃত্যুতে শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
এসআর