কক্সবাজারের টেকনাফে উপকুলীয় ইউনিয়ন সেন্টমার্টিনের গভীর সাগরে আলাদা ভাবে দুটি অভিযান চালিয়ে অবৈধ পন্থায় মিয়ানমারে পাচারকালে দেশীয় তৈরি বিপুল পরিমাণ সিমেন্ট, লুঙ্গির চালানসহ ২২ জন চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়েছে কোস্টগার্ড।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলের দিকে, কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সময়ের কণ্ঠস্বরকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের তথ্য মোতাবেক বৃহস্পতিবার মধ্যরাতের দিকে, সেন্টমার্টিনের গভীর সাগরে অবস্থানরত কোস্ট গার্ড জাহাজ
''অপূর্ব বাংলা'' সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ এলাকা সংলগ্ন দক্ষিণ-পশ্চিম সাগরে একটি বিশেষ অভিযান চালিয়ে সন্দেহজনক ১টি ফিশিং ট্রলার তল্লাশি করে অবৈধ পন্থায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রলারের ভিতর থেকে ৭০০ বস্তা সিমেন্টসহ ১১ জন পাচারকারীকে আটক করে।
অপরদিকে একই দিন ভোর রাতের দিকে উক্ত জাহাজে দায়িত্বরত কোস্টগার্ড সদস্যরা অপর একটি সন্দেহজনক ফিশিং ট্রলারে তল্লাশি অভিযান পরিচালনা করে। এরপর মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ১২০০ পিস বার্মিজ লুঙ্গিসহ সেদেশের ১১ জন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত মালামাল, বহনকারী দুটি ফিশিং ট্রলার ও আটককৃত দেশী-বিদেশী ২২ চোরাকারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।
এসআর