এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    গাজীপুরে মায়ের উপর নির্যাতন, ছেলেকে মাটিতে পুঁতে দিল ক্ষুব্ধ জনতা

    মো. আলমগীর ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম
    মো. আলমগীর ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম

    গাজীপুরে মায়ের উপর নির্যাতন, ছেলেকে মাটিতে পুঁতে দিল ক্ষুব্ধ জনতা

    মো. আলমগীর ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম

    গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাগাতার নির্যাতনে অতিষ্ঠ হয়ে এক অসহায় মা প্রতিবেশীদের কাছে বিচার চান। পরে ক্ষুব্ধ এলাকাবাসী ওই যুবককে আটক করে মারধর করে এবং শাস্তিস্বরূপ কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখে।

    শনিবার (১৩ ডিসেম্বর ) সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টেপিরবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত যুবকের নাম খলিল (৩২)। তিনি ওই গ্রামের নুরু উদ্দিনের সন্তান ।

    এ বিষয়ে খোদেজা বেগমে (৬৫) বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই আমাকে মারধর করে। আজ সকালে টাকা দিতে না পারায় আবারও মারধর করে। আমি নিরুপায় হয়ে প্রতিবেশীদের কাছে বিচার চাই। আমি একজন মা, ছেলের শাস্তি চাই না আমি চাই সে সুস্থ হোক, মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক।

    স্থানীয়রা জানান , দীর্ঘদিন ধরে মাদকাসক্ত খলিল নেশার টাকার জন্য নিয়মিতভাবে তার মা খোদেজা বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। শনিবার সকালে টাকা না পেয়ে তিনি মাকে মারধর করলে অসহায় মা প্রতিবেশীদের কাছে বিচার প্রার্থনা করেন।

    এ বিষয়ে স্থানীয় সচেতন মহল জানান, মাদকাসক্তদের বিরুদ্ধে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করা জরুরি। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসনের আরও কঠোর ও কার্যকর ভূমিকা দাবি করেন তারা।

    এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাছির আহমেদ বলেন, ঘটনাটি আমাদের নজরে এসেছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। মাদকাসক্ত যুবক ও এলাকাবাসী উভয় পক্ষের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান ও মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়েও আমরা গুরুত্ব দিচ্ছি।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…