এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    দৌলতদিয়ায় ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, ভোগান্তিতে চালক ও যাত্রীরা

    লুৎফর রহমান, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম
    লুৎফর রহমান, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম

    দৌলতদিয়ায় ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, ভোগান্তিতে চালক ও যাত্রীরা

    লুৎফর রহমান, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম

    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এদিকে ৭ নম্বর ফে‌রিঘাট‌টি বন্ধ থাকলেও সচল রয়েছে ৩ ও ৪ নম্বর ফে‌রিঘাট।

    শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ৭নং ফেরিঘাটটি বন্ধ করে দেয় কতৃপক্ষ। এতে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে যানবাহন ও যাত্রীরা এসে পড়তে হচ্ছে ভোগান্তিতে।

    সাত নাম্বার ফেরিঘাটে আসা মায়া নামে একজন নারী যাত্রী বলেন, দুই তিনটা ব্যাগ নিয়ে ৭ নং ফেরিঘাটে এসেছি। এখন শুনতেছি ফেরিঘাট টি বন্ধ রয়েছে। এই ব্যাগগুলো নিয়ে অন্য ঘাটে যাও আমার জন্য কষ্টকর এবং ভোগান্তি হতে হলো।

    কুদ্দুস নামে একজন গাড়ির চালক বলেন, ৭ নম্বর ফেরিঘাটে এসেছি। এসে এখানে দেখেছি ফেরিঘাটটি বন্ধ। এখন গাড়িটি নিয়ে ঘুরে অন্য ঘাটে যেতে হচ্ছে। সেখানে গিয়ে কতক্ষণ পর ফেরি পাব তা জানা নেই অযথা ভোগান্তি।

    বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ৭নং ফেরিঘাটের পন্টুন ইনচার্জ (সারিং) হুমায়ন কবির বলেন, আজ সকাল ৯টা থেকে ৭নং ফেরিঘাটে ড্রেজিং হচ্ছে, সে কারণে ঘাটটি বন্ধ রয়েছে। কখন এ ঘাটটি সচল হবে সেটা আমি বলতে পারছি না।

    বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ড্রেজিংয়ের কারণে সকাল ৯টা থেকে ৭নং ফেরিঘাট বন্ধ রয়েছে। ড্রেজিং কার্যক্রম চলমান আছে। ড্রেজিং কার্যক্রম শেষ হলে আবার ফেরিঘাটটি সচল হবে।

    বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় মিলে মোট ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…