জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশের মতো রংপুরের তারাগঞ্জ উপজেলায়ও নির্বাচনী আচরণবিধি কার্যকর করতে মাঠে নেমেছে প্রশাসন।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় তারাগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। এ সময় তারাগঞ্জ বাজার এলাকার বিভিন্ন স্থাপনা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, নির্বাচনী আচরণবিধি কার্যকরের অংশ হিসেবে আগের সব ধরনের প্রচার সামগ্রী অপসারণের বাধ্যবাধকতা রয়েছে। এরই ধারাবাহিকতায় তারাগঞ্জ উপজেলার বিভিন্ন দোকানপাট, দেওয়াল ও বিদ্যুতের খুঁটিতে লাগানো রাজনৈতিক দলের পোস্টার ও ব্যানার অপসারণ করা হয়।
এ বিষয়ে তারাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বলেন, ‘তফসিল ঘোষণার পরপরই নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’
ইখা