এইমাত্র
  • বেনাপোল রেলপথে পণ্য আমদানিতে ধস
  • নওগাঁয় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • সুদানে ৬ বাংলাদেশি সেনা নিহতের ঘটনায় বাফুফের শোক
  • যবিপ্রবি সাংবাদিক সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২১ ডিসেম্বর
  • নাশকতাকারীদের দেশত্যাগ রোধে হিলি সীমান্তে বিজিবির সর্তকতা, টহল জোরদার
  • হানিমুন বাদ দিয়ে টিকিট কেটেছিলেন মেসিকে দেখতে, বিশৃঙ্খলায় সব পণ্ড
  • লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা
  • নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
  • আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
  • মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভোট কেন্দ্র পরিদর্শন ও চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের ব্লকরেইড

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ এএম
    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ এএম

    ভোট কেন্দ্র পরিদর্শন ও চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের ব্লকরেইড

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ এএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বিষয়ক মহড়া চলছে। এরই অংশ হিসেবে উপজেলার পাড়া-মহল্লায় অবস্থানরত চিহ্নিত অপরাধীদের গ্রেফতারে থানা পুলিশের ব্লকরেইড অভিযান শুরু করা হয়েছে।

    নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন চকরিয়ায় থানায় যোগদান করার পর থেকে পুলিশের একটি আভিযানিক দল নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে চিহ্নিত অপরাধী ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তারে বিশেষ ব্লকরেইড দিয়েছেন।

    চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির হোসেনের নেতৃত্বে শুরু হওয়া ব্লকরেইড অভিযানে সাধুবাদ জানিয়েছেন চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনসাধারণ। এসময় ওসি মনির হোসেন স্থানীয় এলাকাবাসীর সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা বিষয়ে কথা বলেন। এসময় এলাকাবাসী পুলিশের এধরণের অভিযান অব্যাহত রাখার জন্য ওসির কাছে অনুরোধ করেন।

    চকরিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন গতকাল উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউপি এলাকায় পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের জনগণ নির্ভয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে। সেই লক্ষ্যে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে বলে স্থানীয় এলাকাবাসীকে আশ্বস্থ করেন তিনি।

    পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুন্দর শান্তিপূর্ণ ও স্বচ্ছ করার লক্ষ্যে এবং আগাম প্রস্তুতি হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন।

    এসময় তিনি ভোট কেন্দ্রের ভৌগোলিক অবস্থান, নিরাপত্তা ও আশপাশের সার্বিক পরিবেশ ও বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নির্বিঘ্ন, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশি কার্যক্রম এবং তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…