ইনকিলাব মঞ্চের সভাপতি ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম উত্তর শাখার উদ্যোগে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান, সাবেক সভাপতি সাজিদ চৌধুরী, মিরসরাই উপজেলা শিবিরের সভাপতি সাকিব হোসাইন এবং চট্টগ্রাম উত্তর জেলার ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক হাফেজ ইমাম হোসেন। সমাবেশটি সঞ্চালনা করেন জেলা শিবিরের ক্রীড়া সম্পাদক আবদুস সালাম।
বক্তারা বলেন, জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের সভাপতি ওসমান হাদি কোনো দলের সম্পত্তি নন, তিনি দেশের সম্পদ। পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। বক্তারা আরও বলেন, স্বৈরাচারের দোসররা এখনো সক্রিয় রয়েছে এবং তারা জুলাই যোদ্ধাদের টার্গেট করে সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে।
সমাবেশ থেকে অবিলম্বে ওসমান হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এসআর