রাজধানীর দক্ষিণখানে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৫ ডিসেম্বর) রাত পৌনে ৯টায় আশকোনার নদ্দাপাড়া তালতলা এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের নাম শাহজাহান ডিলার। তিনি ইন্টারনেট সংযোগ ও ভূমি ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্ত কয়েকজনকে ব্যাবসায়ী শাহজাহানকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এক পর্যায়ে সড়কে লুটিয়ে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
চাপাতির কোপের আঘাতে তার মাথার খুলি থেকে মগজ বেরিয়ে যায়।
দক্ষিণখান থানার এসআই সাইফুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করা হবে। লাশ বর্তমানে ঘটনাস্থলে আছে। ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এসআর