যশোর শহরের ঝুমঝুমপুর কলোনি মাদ্রাসা ছাত্র তামিম হোসেনের (১০) মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। মাদ্রাসার শিক্ষকের মারধরে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, খেলার সময় আহত হয়ে তামিম মারা গেছে। পুলিশ বলছে, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, ঝুমঝুমপুর ২ নম্বর কলোনিপাড়ার ইসমাইল হোসেনের ছেলে তামিম (১০) ইছালী রশিদীয়া হাফিজিয়া মাদ্রাসার নজরানা বিভাগে পড়াশোনা করত। গত ১৪ ডিসেম্বর রাতে তার শ্বাসকষ্ট দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পর দিন ১৫ ডিসেম্বর ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তামিমের বাবা ইসমাইল হোসেন জানান, গত ১১ ডিসেম্বর বিকেলে খেলতে গিয়ে তার ছেলে পড়ে পায়ে আঘাত পায়। তবে বিষয়টি সে কাউকে জানায়নি। পরে ১৩ ডিসেম্বর মাদ্রাসার শিক্ষক নুরুল আমিন বিষয়টি জানতে পারে তাকে মারধর করে। এর পর থেকেই তামিম আরও অসুস্থ হয়ে পড়ে।
তিনি আরও জানান, তামিমের দুই বছর আগে হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছিল। হার্নিয়ার কারণে তার ছেলে অসুস্থ হয়নি। তবে তামিমের মৃত্যু নিয়ে শিক্ষকের বিরুদ্ধে তাদের কোন অভিযোগ নেই।
মাদ্রাসার সুপার মাজাহারুল ইসলাম শিমুল বলেন, খেলতে গিয়ে পড়ে যাওয়ার কারণে তামিম অসুস্থ হয়েছিল। তাকে মারধর করা হয়নি। অসুস্থ অবস্থায় তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছিল। পরে তার মৃত্যু হয় বলে জানতে পারি। তাকে মারধরের অভিযোগ সঠিক নয়।
যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, তামিমের মৃত্যু নিয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসআর