এইমাত্র
  • রুমীর রহস্যজনক মৃত্যু নিয়ে যা বলল এনসিপি
  • ’আবরার ফাহাদ-আবু সাঈদের কাতারে যুক্ত হলেন ওসমান হাদি’
  • হাদির মৃত্যুতে এনসিপির শোক প্রকাশ
  • আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখতেন হাদি
  • ওসমান হাদির মৃত্যুতে বিএনপির শোক
  • ওসমান হাদি আর নেই
  • আগামী বছর ফিজিতে দূতাবাস খুলবে ইসরায়েল
  • বিমানবন্দর থেকেই এভারকেয়ারে মায়ের কাছে যাবেন তারেক রহমান
  • রোববার তিন বাহিনী ও পুলিশ প্রধানের সঙ্গে ইসির বৈঠক
  • জীবন নিয়ে ‘শঙ্কায়’ বিএনপি সমর্থিত প্রার্থী, থানায় জিডি
  • আজ বৃহস্পতিবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    রিশাদের জোড়া উইকেটেও জয় পায়নি হোবার্ট

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম

    রিশাদের জোড়া উইকেটেও জয় পায়নি হোবার্ট

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম

    বিগ ব্যাশ লিগে নিজের দ্বিতীয় ম্যাচেই বল হাতে আলো ছড়ালেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। মেলবোর্ন স্টার্সের বিপক্ষে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলতে নেমে দলের একমাত্র সাফল্য এনে দেন তিনিই। যদিও শেষ পর্যন্ত ম্যাচের ফল হোবার্টের পক্ষে আসেনি।

    মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মেলবোর্ন স্টার্স। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে হোবার্ট হারিকেন্স। দলের হয়ে একমাত্র উল্লেখযোগ্য ইনিংস খেলেন বেন ম্যাকডারমট। ৫২ বলে ৬৯ রানের ইনিংস খেলেন তিনি। টিম ডেভিড ৩১ রান করেন, ম্যাথু ওয়েড যোগ করেন ১১। এই তিনজন ছাড়া আর কেউ ব্যাটিংয়ে তেমন অবদান রাখতে পারেননি।

    শেষ দিকে নামা রিশাদ হোসেন স্বল্প সময়ের জন্য ঝলক দেখান। তিন বল খেলে ৫ রান করেন তিনি, যার মধ্যে ছিল একটি দৃষ্টিনন্দন চার।

    মেলবোর্নের বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন পিটার সিডল, নেন ৩ উইকেট। হারিস রউফ ও মার্কাস স্টয়নিস নেন দুটি করে উইকেট। গ্লেন ম্যাক্সওয়েল ও টম কারান একটি করে উইকেট পান।

    জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মেলবোর্ন স্টার্স। জো ক্লার্ক ও থমাস রজার্সের ওপেনিং জুটিতে দ্রুত রান তুলতে থাকে তারা। এই জুটিই ভাঙেন রিশাদ হোসেন। ষষ্ঠ ওভারে নিজের প্রথম ওভারেই রজার্সকে ফিরিয়ে দেন তিনি। ১৮ বলে ৩০ রান করা রজার্সকে আউট করে হোবার্টকে প্রথম সাফল্য এনে দেন রিশাদ।

    পরের ওভারেও রিশাদের হাতে আসে উইকেট। অষ্টম ওভারে আবারও আঘাত হানেন তিনি। প্রথম দুই ওভারে ১৪ রান খরচায় দুটি উইকেট নিয়ে ম্যাচে হোবার্টকে ফেরার আশা দেখান এই লেগ স্পিনার।

    তবে তৃতীয় ওভারে এসে কিছুটা ছন্দ হারান রিশাদ। দশম ওভারে ১৯ রান হজম করেন তিনি। এরপর আর বোলিংয়ে আনা হয়নি তাকে।

    রিশাদের পর আর কোনো বোলারই মেলবোর্নের ব্যাটারদের আটকাতে পারেননি। জো ক্লার্ক বিদায় নেওয়ার পর অধিনায়ক মার্কাস স্টয়নিস ও ক্যাম্পবেল কেলাওয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে সহজ লক্ষ্য হয়ে যায় হোবার্টের রান।

    স্টয়নিস ৩১ বলে অপরাজিত ৬২ রান করেন। কেলাওয়ে ২৭ বলে ৪২ রান করে তাকে দারুণভাবে সঙ্গ দেন। শেষ পর্যন্ত ২৪ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় তুলে নেয় মেলবোর্ন স্টার্স।

    হোবার্টের বোলিংয়ে একমাত্র সফল বোলার ছিলেন রিশাদ হোসেন। দলের হয়ে নেওয়া দুই উইকেটই এসেছে তার হাত থেকে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…