জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। তবে, তিন দিন পেরিয়ে গেলেও এখনো প্রার্থীদের ব্যালট নম্বর ঘোষণা করা হয়নি। এতে প্রার্থী ও বিভিন্ন প্যানেলের মধ্যে অনিশ্চয়তা ও ক্ষোভ তৈরি হয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যালট নম্বর প্রকাশ না করায় প্রচারণা কার্যক্রমে সমস্যার মুখে পড়ছেন প্রার্থীরা। তাদের অভিযোগ, ব্যালট নম্বর ছাড়া পোস্টার, লিফলেটসহ প্রচারসামগ্রী প্রস্তুত করা সম্ভব হচ্ছে না, যা কার্যকর প্রচারণাকে ব্যাহত করছে।
তফসিল অনুযায়ী, ১৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মোট ১৩ দিন প্রচারণার সময় নির্ধারণ করা হয়েছে। তবে প্রচারণার শুরুতেই ব্যালট নম্বর না থাকায় নির্ধারিত সময়ের বড় একটি অংশ কার্যত নষ্ট হয়ে যাচ্ছে বলে মনে করছেন প্রার্থীরা।
এ বিষয়ে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল-এর জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা বলেন, 'নির্বাচন কমিশনের অদক্ষতার কারণে পুরো নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।' তিনি দ্রুত ব্যালট নম্বর প্রকাশের দাবি জানান।
সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদের স্বতন্ত্র প্রার্থী মইনউদ্দিন হাসান বলেন, 'নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় এ ধরনের গড়িমসি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ব্যালট নম্বর ছাড়া আমরা শিক্ষার্থীদের সামনে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারছি না। এতে সুষ্ঠু ও সমান সুযোগের নীতি ব্যাহত হচ্ছে।' তিনি অবিলম্বে ব্যালট নম্বর প্রকাশ করে সব প্রার্থীর জন্য সমান মাঠ নিশ্চিত করার দাবি জানান।
তবে ব্যালট নম্বর না থাকলেও থেমে নেই নির্বাচনী প্রচারণা। বিভিন্ন বিভাগ, হল ও বাসে গিয়ে ভোটারদের কাছ ভোট চাওয়া শুরু করেছেন প্রার্থীরা।
এ বিষয়ে জকসুর প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা হাসান বলেন, 'নাম সংশোধন সংক্রান্ত একাধিক আবেদন আসায় কিছুটা সময় লাগছে।' তিনি আশ্বাস দিয়ে জানান, আগামীকালই ব্যালট নম্বর প্রকাশ করা সম্ভব হবে।
উল্লেখ্য, ভূমিকম্প আতঙ্কের কারণে জকসু নির্বাচনের তারিখ পরিবর্তন করে আগামী ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। সংশোধিত তফসিল অনুযায়ী, ওই দিনই ভোটগ্রহণ ও ভোট গণনা অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা করা হবে ৩০ অথবা ৩১ ডিসেম্বর।
আরডি