নেত্রকোনায় গত দুই দিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। ঘন কুয়াশায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়েছে এবং একই সঙ্গে বইছে মৃদু ঠান্ডা হাওয়া। গততকাল বুধবার থেকে সকাল গড়িয়ে দুপুর পর্যন্তও সূর্যের দেখা মিলছে না। ফলে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি।
শীত নিবারণের জন্য সাধারণ মানুষ আগুন জ্বালিয়ে ও মোটা কাপড় পরে ঠান্ডা মোকাবিলা করার চেষ্টা করছেন। কুয়াশার কারণে দিনের বেলাতেও সড়কে ছোট-বড় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে।
তীব্র শীত উপেক্ষা করে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ ভোর থেকেই কাজে বের হচ্ছেন। এদিকে শীত বাড়ায় পুরোনো কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে।
চিকিৎসকদের মতে, প্রতি বছর শীত মৌসুমে নিউমোনিয়া ও ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রকোপ বেড়ে যায়, এতে সবচেয়ে বেশি আক্রান্ত হয় শিশুরা। তারা শিশুদের গরম কাপড় পরানো এবং পুষ্টিকর খাবারের দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন।
শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এসআর