এইমাত্র
  • ঝালকাঠির খ্রিস্টান পল্লীতে বড়দিনের উৎসব পালিত
  • ‘তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে সুসংহত করবে’
  • শুরুর আগেই প্রশ্নবিদ্ধ বিপিএল, এবার অনুশীলন রেখেই সিলেট ছাড়লেন সুজন-তালহা
  • মঞ্চে দাঁড়িয়ে ওসমান হাদিকে স্মরণ করলেন তারেক রহমান
  • মা কে দেখতে এভারকেয়ারের পথে তারেক রহমান
  • তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে যা বলছে ভারতীয় গণমাধ্যম
  • ‘একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই’
  • আপনাদের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি : তারেক রহমান
  • হাদি হত্যায় ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
  • ওজন বাড়লেই দল থেকে বাদ, গার্দিওলার হুশিয়ারি
  • আজ বৃহস্পতিবার, ১১ পৌষ, ১৪৩২ | ২৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    যশোর-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন নুরুজ্জামান লিটন

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম

    যশোর-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন নুরুজ্জামান লিটন

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম

    নানা নাটকীয়তা ও রাজনৈতিক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।

    বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও মনোনয়নপ্রাপ্ত প্রার্থী নুরুজ্জামান লিটন।

    দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্রের মাধ্যমে নুরুজ্জামান লিটনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।

    এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেন, দল থেকে চূড়ান্ত মনোনয়নের চিঠি নুরুজ্জামান লিটনকে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

    মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় নুরুজ্জামান লিটন বলেন, দল থেকে আমাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে একাধিক প্রার্থীর নাম ঘোষণা হতে পারে এটি আগেই জানানো হয়েছিল। চূড়ান্ত সিদ্ধান্তে আমাকে মনোনয়ন দেওয়ায় দলের সব পর্যায়ের নেতাকর্মীর প্রতি আমি কৃতজ্ঞ।

    উল্লেখ্য, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তিকে প্রথমে যশোর-১ আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এরপর তিনি এলাকায় গণসংযোগ, সভা-সমাবেশসহ নির্বাচনী কার্যক্রম শুরু করেন।

    তবে এই আসনে তার বিপরীতে মনোনয়ন প্রত্যাশী ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন এবং সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু।

    পরবর্তীতে চার মনোনয়ন প্রত্যাশী একসঙ্গে বসে মফিকুল হাসান তৃপ্তির মনোনয়ন বাতিলের দাবি তোলেন। তাদের অভিযোগ ছিল, আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছরের শাসনামলে তৃণমূলের বহু নেতা কর্মী নির্যাতনের শিকার হলেও তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। এছাড়া দলের দুঃসময়ে মফিকুল হাসান তৃপ্তি এলাকায় সক্রিয় ছিলেন না এবং নেতাকর্মীদের খোঁজখবর রাখেননি বলেও দাবি করা হয়।

    এই প্রেক্ষাপটে শেষ পর্যন্ত যশোর-১ শার্শা আসনে প্রার্থী পরিবর্তন করে নুরুজ্জামান লিটনকে চূড়ান্ত মনোনয়ন দেয় বিএনপি।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…