সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় তদন্তপ্রাপ্ত আসামি ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ এহতেশামুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল আনুমানিক ৫ টায় ভাদেশ্বর ইউনিয়নের নালীউরি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সৈয়দ এহতেশামুল ইসলাম নালিউরী গ্রামের সৈয়দ এনামুল ইসলামের ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংশ্লিষ্ট মামলায় তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল ইসলাম। তিনি জানান, আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।
ইখা