ভোলা শহরের একটি আবাসিক হোটেল থেকে আমির হোসেন তালুকদার (৩৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) মধ্যরাতে শহরের কে জাহান হোটেল ইন্টারন্যাশনালের ২০২ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আমির হোসেন ভোলার লালমোহন উপজেলার পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোডের মৃত মহসিন তালুকদারের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন এবং পেশায় ঠিকাদারি করতেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ওই হোটেলের ২০২ নম্বর কক্ষটি বুকিং নেন আমির হোসেন। এরপর শুক্রবার সন্ধ্যা থেকে হোটেল কতৃপক্ষ তার কোন সাড়াশব্দ না পেয়ে দরজায় নক করেন। কিন্তু তাতেও তার কোন সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে রুমের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠান।
সুরতাহাল প্রতিবেদনে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কোন নারীর সঙ্গে প্রেম সংক্রান্ত কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ইখা