জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ স্থগিত করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৮:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এবিষয়টিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
সিন্ডিকেটের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। সিন্ডিকেট সভা শেষে তিনি বলেন, ‘শোকাবহ এই সময়ে আমরা নির্বাচনের উৎসব চাই না। এ জন্য জকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হচ্ছে।’
জকসু স্থগিত করার প্রতিক্রিয়ায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এই সময় তারা ভিসি ভবনের সামনে অবস্থান করে এবং বিভিন্ন স্লোগান দেয়। 'জকসু আমার অধিকার, জ্বালো রে জ্বালো আগুন জ্বালো, প্রশাসনের গদিতে আগুন জ্বালো একসাথে, সিন্ডিকেটের গদিতে আহুন জ্বালো একসাথে,জকসু দিতে হবে দিতে হবে'।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ মাহমুদ বলেন, 'শোকের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে, কিন্তু একটি গণতান্ত্রিক অধিকার বারবার স্থগিত করা কোনো সমাধান হতে পারে না। জকসু নির্বাচন শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি।'
ইতিহাস বিভাগের শিক্ষার্থী সামিয়া ইসলাম বলেন, 'নির্বাচনের তারিখ আগে থেকেই নির্ধারিত ছিল। হঠাৎ করে স্থগিতের সিদ্ধান্ত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা না করেই নেওয়া হয়েছে, যা হতাশাজনক।'
এসআর