এইমাত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • লোহাগাড়ায় এলডিপি নেতার পদত্যাগ
  • পাবনায় বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ
  • ‘কিংবদন্তি’ পেলের মৃত্যুবার্ষিকী আজ
  • সোনারগাঁয়ে পাঁচদিনব্যাপী জয়নুল জন্মোৎসব শুরু
  • দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান
  • চট্টগ্রামকে হেসে-খেলে হারিয়ে দাপুটে শুরু রংপুরের
  • বিপাকে পড়লেন তাসনিম জারা!
  • ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মির্জা ফখরুল
  • ভারতীয়দের ‘ওয়ার্ক পারমিট’ বাতিলসহ ৪ দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ
  • আজ সোমবার, ১৫ পৌষ, ১৪৩২ | ২৯ ডিসেম্বর, ২০২৫
    রাজনীতি

    বিপাকে পড়লেন তাসনিম জারা!

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম

    বিপাকে পড়লেন তাসনিম জারা!

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম

    এনসিপি থেকে সদ্য পদত্যাগ করা নেত্রী তাসনিম জারা মনোনয়নপ্রক্রিয়ায় জটিলতার মুখে পড়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে প্রয়োজনীয় ভোটার সমর্থনের কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে তিনি এই সমস্যার কথা জানিয়েছেন।

    নির্বাচনী বিধি অনুযায়ী, বাংলাদেশে স্বতন্ত্র প্রার্থী হতে হলে প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স হতে হবে অন্তত ২৫ বছর এবং ভোটার তালিকায় নাম থাকতে হবে।

    পাশাপাশি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার মোট ভোটারের অন্তত ১ শতাংশের সমর্থন সংগ্রহ করে তা নির্ধারিত কাগজপত্রসহ জমা দিতে হয়। তবে কেউ আগে সংসদ সদস্য নির্বাচিত হলে এই শর্ত প্রযোজ্য হয় না।

    এ ছাড়া আয়কর রিটার্ন, সম্পদের বিবরণী, ছবি ও হলফনামাসহ অন্যান্য কাগজপত্রও নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়মে জমা দিতে হয়।

    এই নিয়ম অনুযায়ী তাসনিম জারা গতকাল থেকে ঢাকা-৯ আসনের অন্তর্গত খিলগাঁও এলাকায় ভোটারদের স্বাক্ষর সংগ্রহ শুরু করেন। তবে আজ তিনি জানান, ভোটারদের সিরিয়াল নম্বর সংগ্রহ করতে না পারায় তিনি সমস্যায় পড়েছেন।

    তাসনিম জারা জানান, ভোটারদের সিরিয়াল নম্বর ছাড়া সমর্থনের কাগজপত্র পূরণ করা সম্ভব নয়। অথচ নির্বাচন কমিশনের অধীনে যেসব পদ্ধতিতে ভোটার নম্বর পাওয়ার কথা (এসএমএস, অনলাইন, কল সেন্টার কিংবা কিউআর কোড) সেগুলোর কোনোটিই কার্যকর পাওয়া যাচ্ছে না।

    তিনি বলেন, ‘ভোটার নম্বর লাগবে, কিন্তু সেটা পাওয়ার কোনো কার্যকর পথ খোলা নেই। ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না, সার্ভার কাজ করছে না। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে হলে যে তথ্যগুলো দরকার, সেগুলো পাওয়া অসম্ভব করে রাখা হয়েছে।’

    এদিকে আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ভোটার সিরিয়াল নম্বর সংগ্রহ করা যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…