ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গণঅধিকার পরিষদ থেকেই দুইজন প্রার্থী এই আসনে মনোনয়ন জমা দিয়েছেন। মঙ্গলবার পটুয়াখালীর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী এ তথ্য জানান।
জানা যায়, সোমবার গলাচিপা সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহামুদুল হাসানের কার্যালয়ে বিকাল ৫ টায় মনোনয়ন দাখিল করেন গণঅধিকার পরিষদের সভাপতি (বিএনপি সমর্থিত) ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও বিকাল সাড়ে ৪ টার দিকে জামায়াতে ইসলামী থেকে বরিশাল বিভাগীয় টিম সদস্য অধ্যাপক মুহা. শাহ আলম মনোনয়ন জমা দেন। দশমিনা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলামের কার্যালয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. হাসান মামুন ও বিকাল ৩ টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিষয়ক সমন্বয়ক মাওলানা আবু বকর সিদ্দিকী। এছাড়া পটুয়াখালী-১ আসনে নির্বাচন করার কথা থাকলেও শেষদিনে গণঅধিকার পরিষদদের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম পটুয়াখালী-১ ও পটুয়াখালী-৩ দুটি আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন। বিকাল ৩টায় পটুয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তা ও পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ প্রসঙ্গে ফাহিম বলেন, একজন প্রার্থী একাধিক আসনে মনোনয়নপত্র জমা দিতে পারেন এটি নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী বৈধ। পটুয়াখালী যেহেতু তার নিজ জেলা, সে কারণেই তিনি এই আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন
তবে নুরুল হক নুর বলেন, আমার দলের কোনো প্রার্থী এখানে মনোনয়নপত্র দাখিল করেছেন কিনা সে বিষয়টি আমার জানা নেই। করলে আলোচনা করা হবে, মনোনয়ন প্রত্যাহারের তো সুযোগ রয়েছে।
অন্যদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে খেলাফত মজলিশ থেকে মো. দেলোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মিজানুর রহমান বাবু ও দশমিনা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক ডেপুটি এটর্নি জেনারেল এস. এম. ফজলুল হক মনোনয়ন জমা দিয়েছেন। ফজলুল হক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে তিনি তখন মনোনয়ন পান নাই। এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হলেন।
মনোনয়ন দাখিলের শেষ দিনে আসনটিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
উল্লেখ্য, পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপায়) দুই উপজেলা মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৮৭১ জন। সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি আর প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এসআর