মুন্সিগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ৩৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলার শ্রীনগর উপজেলার পোদ্দারপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন— শ্রীনগর উপজেলার পোদ্দারপাড়া গ্রামের মৃত মুরারী পোদ্দারের ছেলে মিঠুন পোদ্দার (৩১) এবং যুশুরগাঁও গ্রামের সুরিত হোসেনের ছেলে অংকন ইসলাম (২৬)।
র্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া পরিচালক তাপস কর্মকার বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
অভিযানকালে তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ হাজার ৬৬০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী শ্রীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এনআই