ক্রিকেটারদের বিপিএল বয়কটের পর আবারও খেলা শুরু হয়েছে। দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম রয়্যালস। টস জিতে চট্টগ্রাম প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
চট্টগ্রাম রয়্যালস এরই মধ্যে প্লে-অফে জায়গা করে নিয়েছে। তবে প্লে-অফে জায়গা পেতে এই ম্যাচে জয় পেতেই হবে নোয়াখালীর। ৭ ম্যাচে চট্টগ্রামের পয়েন্ট ১০, আর ৮ ম্যাচে নোয়াখালীর পয়েন্ট ৮।
চট্টগ্রামের একাদশ: নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, আসিফ আলী, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম, আমির জামাল, মোহাম্মদ হারিস, মাহফিজুল ইসলাম ও হাসান নাওয়াজ।
নোয়াখালীর একাদশ: হাবিবুর রহমান, হায়দার আলী, মেহেদী হাসান রানা, হাসান ইসাখিল, হাসান মাহমুদ, জাহির খান, ইহসানুল্লাহ, সৌম্য সরকার, সাব্বির হোসেন, জাকির আলী ও মুনিম শাহরিয়ার।
এমআর-২