দলবদলের আলোচনা পেছনে ফেলে জোড়া গোল করলেন উসমান দেম্বেলে এবং দুই ম্যাচের জয়খরা কাটাল প্যারিস সেন্ট জার্মেই। গতকাল (শুক্রবার) ঘরের মাঠে তারা লিলকে ৩-০ গোলে হারিয়ে লিগ ওয়ানের শীর্ষস্থান ফিরে পেয়েছে।
গত সপ্তাহে ফরাসি গণমাধ্যম প্রতিবেদন করেছিল, ২০২৫ সালের ব্যালন ডি’অর জয়ী একটি নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তার কোচ লুইস এনরিকে একে অপপ্রচার বলেছিলেন। দেম্বেলেরও যে মনোযোগ সরেনি, তার প্রমাণ দিলেন জোড়া গোল করে।
১২তম মিনিটে ২০ মিটারের বেশি দূরত্ব থেকে জাল কাঁপান দেম্বেলে। লিল গোলকিপার কোনো সুযোগ ই পাননি। দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে তিনি মনে করিয়ে দেন, কেন তার হাতে উঠেছে ব্যালন ডি’অর। তার সামনে ছিল চার ডিফেন্ডার। তবুও জায়গা খুঁজে বের করেন দেম্বেলে, তারপর বল বাতাসে ভাসান। গোলকিপার বার্কে ওজারও হতভম্ব হয়ে পড়েন। ক্রসবারের ঠিক নিচ দিয়ে বল জালে জড়ায়।
পিএসজির হয়ে শেষ পাঁচ ম্যাচে এটি ছিল ফরাসি ফরোয়ার্ডের চতুর্থ গোল। তার আগের আট ম্যাচে কোনো গোল ছিল না তার। বদলি নামা ব্রাডলি বার্কোলা ইনজুরি টাইমে দলের তৃতীয় গোল করেন।
নগরপ্রতিদ্বন্দ্বী প্যারিস এফসির কাছে ফরাসি কাপে হারের পর ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা দারুণ এক জয় পেল। এই জয়ে পিএসজি লেন্সের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে উঠল। ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলেছে দ্বিতীয় স্থানে থাকা লেন্স। লিল ১০ পয়েন্ট পেছনে থেকে চারে।
এবি