আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে ম্যাচ না খেলার বিষয়ে নিজেদের অবস্থানে অনড় থাকার কথা আইসিসির প্রতিনিধি দলের কাছে স্পষ্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়েছে বোর্ড।
শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেয় বিসিবি।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের লক্ষ্যে গ্রুপ পরিবর্তনের প্রস্তাবও দিয়েছে বিসিবি।
ক্রিকবাজের তথ্য অনুযায়ী, বিসিবি চায় আয়ারল্যান্ডের পরিবর্তে বাংলাদেশকে গ্রুপ সি–তে অন্তর্ভুক্ত করা হোক। এতে বাংলাদেশের গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা সম্ভব হবে। বর্তমানে গ্রুপ সি–তে থাকা আয়ারল্যান্ড কলম্বোতে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ওমানের বিপক্ষে খেলবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি তারা খেলবে ক্যান্ডিতে জিম্বাবুয়ের বিপক্ষে।
অন্যদিকে বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশ রয়েছে গ্রুপ বি–তে। এই গ্রুপে বাংলাদেশকে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলতে হবে। এরপর মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।
বৈঠক শেষে সন্ধ্যায় এক বিবৃতিতে বিসিবি জানায়, আইসিসির কাছে তারা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে বাংলাদেশ দল, সমর্থক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট অন্যদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকারের উদ্বেগ ও মতামত তুলে ধরা হয়েছে।
আরডি