রাজধানী শ্যামপুরে ফুটপাত থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে শ্যামপুর থানা পুলিশ।
গতকাল শনিবার (১৭ জানুয়ারি) মধ্যরাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল সুমন জানান, শ্যামপুর ঢালকানগর এলাকায় ময়লার স্তূপ থেকে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ওই নবজাতককে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেনও জানান তিনি।
এইচএ