এইমাত্র
  • জনগণ জুলাইয়ের কাফেলার সঙ্গেই আছে: আদিলুর রহমান খান
  • চানখারপুলে হত্যা মামলার রায় মঙ্গলবার, সরাসরি সম্প্রচার হবে বিটিভিতে
  • বিপিএলের প্লে-অফে কে কার মুখোমুখি
  • আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন অটোরিকশা চালকরা
  • মরক্কোর স্বপ্ন ভেঙে শিরোপা পুনরুদ্ধার সেনেগালের
  • ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ ঘোষণা
  • গুম-খুন বন্ধে 'হ্যাঁ' ভোটের আহ্বান উপদেষ্টা ফাওজুল কবির খানের
  • ‘ঠিকানা খুঁজে না পাওয়ায় ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট’
  • তারেক রহমানের চলন্ত গাড়িতে লাগানো সেই ‘রহস্যময়’ খামে কিছুই ছিল না: পুলিশ
  • ইসি এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গে কাজ করছে: মির্জা ফখরুল
  • আজ সোমবার, ৬ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কিশোরগঞ্জে কোরআন খতম ও দোয়া

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১২:১৫ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১২:১৫ পিএম

    খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কিশোরগঞ্জে কোরআন খতম ও দোয়া

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১২:১৫ পিএম

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কিশোরগঞ্জে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (১৮ জানুয়ারি) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ভাটগাঁও মধ্যপাড়া এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। রশিদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়ার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    দোয়া মাহফিলে জামিয়া নিজামিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নিয়ে পবিত্র কোরআন খতম সম্পন্ন করেন। এ সময় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকার কথা স্মরণ করা হয়। দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কিশোরগঞ্জ জেলার সাবেক সভাপতি ও আহ্বায়ক মাওলানা রফিকুল ইসলাম। দোয়া মাহফিল শেষে উপস্থিত প্রায় এক হাজার মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে রশিদাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আবদুল খালেক মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ–১ (সদর–হোসেনপুর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি খসরুজ্জমান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফা এবং লতিবাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রশিদাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. মোস্তফা।

    বক্তারা বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেছেন। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন প্রবীণ রাজনৈতিক নেত্রীকে হারিয়েছে।’

    প্রধান অতিথির বক্তব্যে মো. মাজহারুল ইসলাম বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন। তার নেতৃত্বে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বেড়েছে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…