এইমাত্র
  • নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য, থাকছে ড্রোন-ডগ স্কোয়াড
  • ঈশ্বরদীতে চিরকুট লিখে অপরিচিত নারীর কোলে শিশু রেখে পালালেন মা
  • শাকসু নির্বাচন স্থগিত
  • মাস্তুল ফাউন্ডেশনের যাকাত কনফারেন্স অনুষ্ঠিত
  • জমে উঠেছে ইউরোপের শীর্ষ ৫ লিগের শিরোপা লড়াই
  • দেবীগঞ্জে বৈধ ওয়ারিশ বাদ দিয়ে সনদ প্রদানের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
  • চাটমোহরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
  • জনগণ জুলাইয়ের কাফেলার সঙ্গেই আছে: আদিলুর রহমান খান
  • চানখারপুলে হত্যা মামলার রায় মঙ্গলবার, সরাসরি সম্প্রচার হবে বিটিভিতে
  • বিপিএলের প্লে-অফে কে কার মুখোমুখি
  • আজ সোমবার, ৬ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    আনোয়ারায় বাসে তল্লাশি, কোটি টাকার ইয়াবাসহ আটক ২

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০২:৪৭ পিএম
    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০২:৪৭ পিএম

    আনোয়ারায় বাসে তল্লাশি, কোটি টাকার ইয়াবাসহ আটক ২

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০২:৪৭ পিএম

    চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী বিশেষ অভিযানে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। আটক ব্যক্তিদের একজন রোহিঙ্গা নাগরিক।

    রোববার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার সরকারহাট গরুর বাজার এলাকায় চট্টগ্রাম-বাঁশখালী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশির সময় এই মাদক উদ্ধার করা হয়।

    র‍্যাব সূত্র জানায়, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে একটি যাত্রীবাহী বাসযোগে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম নগরীর দিকে পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসানো হয়। পরে চেকপোস্টে আসা একটি সন্দেহভাজন বাস থামিয়ে তল্লাশি চালানো হলে বাসে থাকা দুই যাত্রীকে আটক করা হয়।

    আটকরা হলেন কক্সবাজারের মহেশখালী এলাকার ইউনুসের স্ত্রী মোছা. শমসিদা (৩২) এবং রোহিঙ্গা নাগরিক মো. তৈয়ব (৪৫)। তাদের দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬টি বান্ডেলের ভেতরে থাকা ১৫০টি পলিজার প্যাকেট থেকে মোট ৩০ হাজার ৯২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    চট্টগ্রাম র‍্যাব সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৩ লাখ টাকা। আটক রোহিঙ্গা নাগরিক মো. তৈয়বের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা ও লোহাগাড়া থানায় মাদক সংক্রান্ত দুটি মামলা রয়েছে।

    এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, 'র‍্যাবের অভিযানে আটক দুই আসামি ও উদ্ধার করা মাদক আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…