এইমাত্র
  • 'চাপাবাজীর অস্কার অনন্য মামুন পাবেন', বলছেন শাকিব ভক্তরা
  • রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে মশাল মিছিল
  • ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ
  • শেখ হাসিনার পদত্যাগ মীমাংসিত, বিতর্ক সৃষ্টি না করার আহ্বান রাষ্ট্রপতির
  • শেখ হাসিনা কীভাবে পদত্যাগ করেছেন, জানালেন আসিফ মাহমুদ
  • শুরু হলো বরবাদ'র শুটিং, শাকিব খান যোগ দেবেন কবে?
  • মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ১১ মরদেহ উদ্ধার
  • রাষ্ট্রায়ত্ত ১০ ব্যাংকে নতুন এমডি নিয়োগ
  • কারাগারে ইমরানকে দেওয়া হয় মাটন মুরগি দই জুস আঙ্গুর
  • ঘুষের টাকা নিয়েও কাজ না করে উল্টো হুমকি যত ইচ্ছে নিউজ করেন : ভূমি সহায়ক শাহানুর
  • আজ মঙ্গলবার, ৭ কার্তিক, ১৪৩১ | ২২ অক্টোবর, ২০২৪

    খেলা

    সাকিবের পর এবার তাইজুলের ২০০
    এক ওভারেই দুই ব্যাটারকে গ্রিনরুমে ফেরালেন তাইজুল ইসলাম। টোনি ডি জোর্জির পর ম্যাথু ব্রিটজকেও শিকার বানালেন। সেই সঙ্গে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন টাইগার এই স্পিনার। এর আগে বাংলাদেশি বোলারদের মধ্যে এই কীর্তি ছিল কেবল সাকিব আল হাসানের। ঢাকায় আয়োজিত টেস্টে সাকিব না থাকায় স্পিন বিভাগে মূল দায়িত্বটা তাইজুলের ওপরই ছিল। টেস্ট শুরুর আগে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে ৪ উইকেট দরকার ছিল তার। ব্রিটজকে সাজঘরে পাঠিয়েই সেই অপেক্ষা শেষ হয়েছে তার।  অবশ্য এরই মধ্যে আরও একটি উইকেট দখলে নিয়ে ইনিংসে ফাইফার পূর্ণ করেছেন। টেস্ট ক্রিকেটে ১৩ তম বারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করলেন এই অফস্পিনার। এ নিয়ে তার উইকেট সংখ্যা দাঁড়াল ২০১।এ ছাড়া সাকিবের দখলে আছে ২৪৬টি উইকেট। সব ঠিকঠাক থাকলে ঢাকা টেস্ট দিয়েই বনেদি এই ফরম্যাটকে বিদায় বলার কথা ছিল টাইগার এই অলরাউন্ডারের। সে হিসেবে কার্যত সাকিবের সাদা পোশাকের ক্যারিয়ারে ইতি পড়ে গেছে! কানপুরেই বিদায়ী টেস্ট খেলে ফেলেছেন বলে ধারণা করা হচ্ছে। সাকিবকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে তাইজুলের।অবশ্য অন্য আরেকটা রেকর্ডে দ্রুতই সতীর্থকে ছাড়ানোর সুযোগ আছে তাইজুলের। সাকিবকে (১৬৩) ছাড়িয়ে বাংলাদেশের মাটিতে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি হতে আর মাত্র ২ উইকেট দরকার তাইজুলের (১৬২)। তবে এরই মধ্যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেছেন এই অফ-স্পিনার। টেস্টে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তৃতীয় স্থানে আছেন আরেক স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ১৮৩টি উইকেট আছে তার দখলে। প্রসঙ্গত, মিরপুর টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে ১০৬ রানেই থেমে গেছে বাংলাদেশের ইনিংস। অল্প রানে গুটিয়ে যাওয়ার পর সফরকারী দক্ষিণ আফ্রিকাকে আটকে রাখার কাজটা ভালোভাবেই সামলাচ্ছেন তাইজুলরা। যদিও প্রোটিয়া বাহিনী এরই মধ্যে লিড নিয়ে ফেলেছে, তবে ১০৮ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে তারা। এর মধ্যে ৫ উইকেটই গেছে তাইজুলের পকেটে। এবি 
    ১০৬ রানে অল আউট বাংলাদেশ
    দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রোটিয়াদের বোলিং তোপে অল্পেই অল আউট হয়েছে টাইগাররা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।ঘরের মাঠে টস জিতে ব্যাট করতে নেমে একদম শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ২১ রানের মাঝে ৩ উইকেট হারায় টাইগাররা। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন সাদমান ইসলাম।মুমিনুল হক ৪ ও নাজমুল হোসেন শান্ত ৭ রানে ফেরেন। মুশফিকুর রহিম প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ১১ রানের বেশি করতে পারেননি। লিটন দাস ১ ও মেহেদী মিরাজ ১৩ রানে ফেরেন।এ ম্যাচে অভিষিক্ত জাকের আলী আস্থার প্রতিদান দিতে পারেননি। আউট হন মাত্র ২ রানে। প্রথম সেশনে মাত্র ৬০ রানের মাঝে ৬ উইকেট হারায় টাইগাররা। ৭৬ রানে হয় অষ্টম উইকেটের পতন।তিন অঙ্কের ঘরে পৌঁছার আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। তবে তাইজুল ইসলামের দৃঢ়তায় তা আর হয়নি। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেন এ ব্যাটার। সর্বোচ্চ ৩০ রান আসে ওপেনার মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে।শেষ উইকেট হিসেবে সাজঘরে ফেরেন তাইজুল। দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা, উইয়ান মাল্ডার ও কেশভ মহারাজ প্রত্যেকে তিনটি করে উইকেট নেন। অন্য উইকেট শিকার করেন ড্যান পিয়েট।এবি 
    মাত্র ৪৫ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের
    লিটনের বিদায়ে পঞ্চম উইকেটের পতন হলো বাংলাদেশের। দলীয় ৪৫ রানে টাইগার এই উইকেটরক্ষক ব্যাটারকে ফেরায় রাবাদা। স্টাবসের উড়ন্ত ক্যাচে ফেরার আগে ১৩ বল খেলে ১ রান করেন লিটন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৯ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে মাহমুদুলের সঙ্গী মিরাজ।মুশফিকের স্ট্যাম্প উড়িয়ে রাবাদার ৩০০মুশফিকের স্ট্যাম্প উড়িয়ে টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁলেন কাগিসো রাবাদা। আর মুশফিকের বিদায়ে ৪০ রানে বাংলাদেশ হারায় চতুর্থ উইকেট। ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৪ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে মাহমুদুলের সঙ্গী লিটন।৬ ওভারে ৩ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশপ্রোটিয়া পেসার মুল্ডারে ধুঁকছে বাংলাদেশ। সাদমান-মুমিনুলের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও ফিরিয়েছেন মুল্ডার। ফ্লিক করার ব্যর্থ চেষ্টায় মহারাজের ক্যাচে ফেরার আগে ৭ বলে ৭ রান করেন শান্ত। এতে ৬ ওভারের আগেই ৩ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। বাংলাদেশকে এই বিপদ থেকে উদ্ধার করবে কে?মুমিনুলের বিদায়ে শুরুতেই চাপে বাংলাদেশপ্রথমে সাদমান, পরে মুমিনুল। দিনের শুরুতেই দুই উইকেট হারিয়ে মিরপুর টেস্টে চাপে আছে বাংলাদেশ। মুল্ডারের সুইং সামলাতে না পারায় উইকেটরক্ষক ভেরিয়েন্নের তালুবন্দি হয়ে ৪ রান করেই ফেরেন মুমিনুল।শুরুতেই সাদমানকে হারাল বাংলাদেশটস জিতে বাংলাদেশের হয়ে উদ্বোধনী জুটিতে নামেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। রাবাদার প্রথম ওভারটা কোনোমতে পার করলেও দ্বিতীয় ওভারেই উইকেট বিলিয়ে দেন সাদমান। মুল্ডারের ফুল লেন্থ ডেলিভারিতে অহেতুক শটে স্লিপে থাকা মার্করামের তালুবন্দি হয়ে খালি হাতেই সাজঘরে ফেরেন এই সাদমান।এদিকে টসের আগে বাংলাদেশের হয়ে টেস্ট দলে অভিষেক হয়েছে জাকের আলী অনিকের। দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম এদিন জাকেরকে টেস্ট ক্যাপ পরিয়ে দিয়েছেন। বাংলাদেশের হয়ে টেস্টে ১০৫তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ পেয়েছেন জাকের।বাংলাদেশ এই ম্যাচে খেলছে এক পেসার নিয়ে। তাসকিন আহমেদ এবং নাহিদ রানা দুজনেই থাকছেন একাদশের বাইরে। একমাত্র পেসার হাসান মাহমুদ। তিন স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান এবং তাইজুল ইসলাম। আর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়।বাংলাদেশের একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস (উইকেটরক্ষক), নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ এবং জাকের আলী।দক্ষিণ আফ্রিকার একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, রায়ান রিকেলটন, ম্যাথু ব্রিটজ, কাইল ভেরিয়েন্নে (উইকেটরক্ষক), উইয়ান মুল্ডার, কেশব মহারাজ, কাগিসো রাবাদা এবং ডেন পিয়েট।এবি 
    মাঠে নেমেই ড্রেসিং রুমে ফিরতে হলো সাদমান-মুমিনুল-শান্তকে
    দীর্ঘ নয় বছর পর বাংলাদেশে টেস্ট খেলতে এসেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টে মিরপুরে প্রোটিয়াদের আতিথ্য দিচ্ছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল। মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম নামেন ওপেনিংয়ে। তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি টপ অর্ডার ব্যাটাররা। ব্যর্থ হয়ে  জয়কে মাঠে রেখেই ড্রেসিং রুমে একে একে ফিরে গেছেন সাদমান ইসলাম, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। মিরপুর টেস্টের প্রথম সাত ওভারের দৃশ্য এমনটাই ছিল। তারা এলেন, চলেও গেলেন। সাজঘরে ফেরা তিন ব্যাটারই উইকেট দিয়েছেন দৃষ্টিকটুভাবে। এই প্রতিবেদন পর্যন্ত ২১ রানে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। তিনটি উইকেটই নিয়েছেন পেসার উইয়ান মুল্ডার। দীর্ঘ দিন পর দেশের মাঠে ফিরে কোনো রান না করেই আউট ছিলেন সাদমান ইসলাম। ফুল লেংথ ডেলিভারি ছিল। অফ স্টাম্পের বাইরের বলে অকারণে কাভার ড্রাইভ করার চেষ্টা ছিল বাংলাদেশের ওপেনারের। লাভ হয়নি। উল্টো ক্যাচ গিয়েছে সেকেন্ড স্লিপে। ৬ রানে বাংলাদেশের প্রথম উইকেটের পতন।  অবিজ্ঞ ব্যাটার মুমিনুল হক এদিন দেশের হয়ে সব ফরম্যাট মিলিয়ে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন। সেই ম্যাচটা স্মরণীয় করে রাখা হলো না তার। ল্ডারের ওভারে দ্বিতীয় বলে চার মেরেছিলেন। ওভারের চতুর্থ বলটা মিডল স্টাম্পে ফেলে কিছুটা সুইং করিয়েছিলেন মুল্ডার। সেই বলে একইরকম শট খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। দলের বিপর্যয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এসে থিতু হতে চেয়েছিলেন। তবে অধিনায়কের ব্যাটও হতাশ করেছে বাংলাদেশকে। নিরীহদর্শন বলে ব্লক করতে চেয়েছিলেন। কিন্তু বল চলে যায় শর্ট মিডঅফে। কেশব মহারাজের সহজ ক্যাচে ৩ উইকেট পূর্ণ করেন উইয়ান মুল্ডার। এবি 
    বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকাসহ টিভিতে আজকের খেলা
    ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখে হওয়া সম্ভব না। একটু বেছে নিলেই পছন্দ অনুযায়ী লাইভ বা সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।ক্রিকেটমিরপুর টেস্ট-১ম দিনবাংলাদেশ-দক্ষিণ আফ্রিকাসকাল ১০টা টি স্পোর্টস ও গাজী টিভি৩য় টি-টোয়েন্টিযুক্তরাষ্ট্র-নেপালসকাল ৬টা সনি স্পোর্টস টেন ৫ইমার্জিং এশিয়া কাপপাকিস্তান ‘এ’-ওমানবিকেল ৩টা স্টার স্পোর্টস ১ ও পিটিভি স্পোর্টসভারত ‘এ’-আরব আমিরাতসন্ধ্যা ৭–৩০ মিনিট স্টার স্পোর্টস ১ ও পিটিভি স্পোর্টসইংলিশ প্রিমিয়ার লিগনটিংহাম ফরেস্ট-ক্রিস্টাল প্যালেসরাত ১টা স্টার স্পোর্টস সিলেক্ট ১লা লিগাভ্যালেন্সিয়া-লাস পালমাসরাত ১টা জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইটএইচএ
    চেলসিকে হারিয়ে আবারও শীর্ষে লিভারপুল
    প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে রোববার (২০ অক্টোবর) মুখোমুখি হয়েছিলো লিভারপুল ও চেলসি। অ্যানফিল্ডে চেলসিকে ২-১ গোলে হারিয়েছে অলরেডরা। এই জয়ে আবারও টেবিলের শীর্ষে উঠল স্লটের দল।ঘরের মাঠে প্রথমার্ধে সালাহর গোলে এগিয়ে যায় লিভারপুল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই জ্যাকসনের গোলে সমতায় ফেরে সফরকারীরা। কিন্তু কার্টিস জোন্স গোল করে লিভারপুলকে জয় এনে দেয়।  প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচ হলেও, দুই দলের কেউ বেশি সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচের ২৯ মিনিটে পেনাল্টি পায় লিভারপুল। স্পট কিক থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ। নিজের সাবেক ক্লাবের বিপক্ষে এ নিয়ে ৫ গোল করলেন তিনি। এই এক গোলে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে চেলসি। ৪৮তম মিনিটে কাইসেদোর থ্রু পাস ধরে বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন চেলসির স্ট্রাইকার জ্যাকসন। তাদের সমতায় ফেরার স্বস্তি অবশ্য তিন মিনিটের বেশি স্থায়ী হয়নি। সালাহর ক্রস বক্সে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে, দ্বিতীয় ছোঁয়ায় কোনাকুনি শটে লিভারপুলকে ফের এগিয়ে নেন জোন্স।বাকিটা সময় ব্যবধান ধরে রেখে লিগে টানা চতুর্থ জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। আট ম্যাচে সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে অলরেডরা। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ছয়ে চেলসি।এমআর
    মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকের আলীর অভিষেক
    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিতব্য ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। স্থানীয় সময় সকলা ১০টায় মাঠে গড়াবে ম্যাচটি।এই ম্যাচ দিয়ে বাংলাদেশের ১০৫তম খেলোয়াড় হিসেবে ক্রিকেটের অভিজাত আঙিনায় পা রাখলেন জাকের আলী অনিক। ১৯টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলার পর টেস্ট অভিষেক হল এ ব্যাটারের।এদিকে মিরপুর টেস্ট ঘিরে স্টেডিয়ামের বাহিরে কড়া নিরাপত্তা। সেনাবাহিনীর মহড়া। জিরো ট্রাফিক। সব দোকানপাট বন্ধ।বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ।এবি 
    সেভিয়ার জালে ৫ গোল বার্সার
    লা লিগায় সেভিয়াকে ৫-১ গোলে হারিয়েছে বার্সোলোনা। জোড়া গোল করেছেন রবার্ট লেওয়ানডস্কি ও বদলি তারকা পাবলো তোরে।দুর্দান্ত জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নিয়েছে বার্সা। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে কাতালানরা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল।বড় দুটি ম্যাচকে সামনে রেখে এই জয় বার্সাকে আত্মবিশ্বাসী করে তুলেছে। আগামী বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে বার্সা। আর আগামী রোববার লা লিগায় খেলবে এলক্লাসিকো (রিয়াল বনাম বার্সা)।রোববার রাতে ঘরের মাঠে প্রথমার্ধে ১৫ মিনিটের মধ্যে ৩ গোল করে বার্সা। শুরু হয় লেওয়ানডস্কির পেনাল্টিতে দুর্দান্ত গোলে। শেষও করেন পোল্যান্ড তারকা। ২৪ মিনিটে রাফিনহাকে ফাউল করলে বার্সার পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।৪ মিনিটে দ্বিগুণ করেন পেদ্রি। স্প্যানিশ মিডফিল্ডারের গোলে ২-০ তে এগিয়ে যায় বার্সা। বিরতির আগেই (৩৯ মিনিটে) নিজের দ্বিতীয় গোল করেন লেওয়ানডস্কি। অর্থাৎ ৩-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সা।রোববার দুর্দান্ত খেলেছেন অ্যাটাকিং-ক্রয়ী লামিন ইয়ামাল, রাফিনহা ও লেওয়ানডস্কি। লা লিগায় চলতি মৌসুমে বার্সার মোট ৩৩ গোলের মধ্যে এই তিনজনই করেন ২১ গোল।লা লিগায় চলতি মৌসুমে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে সর্বোচ্চ ১২ গোল করেছেন লেওয়ানডস্কি। তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল তারকা কিলিয়ান এমবাপে ও ভিয়ারিয়ালের আয়োজে পেরেজের গোল ৬টি করে।৮২ ও ৮৮ মিনিটে বার্সার হয়ে আরও দুটি গোল করেন বদলি তারকা পাবলো তোরে। ৮৭ মিনিটে একমাত্র গোল করে সেভিয়া। বার্সার জাল খুঁজে বের করতে সক্ষম হন স্ট্যানিস আইডামবো। এতে ৫-১ গোলের জয় পায় বার্সা।এমআর
    মিরপুরে সাকিব ভক্তদের ওপর হামলা
    সাকিব আল হাসানকে দেশে ফিরে বিদায়ী টেস্ট খেলার সুযোগ দেয়ার দাবিতে আন্দোলনরতদের লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করেছে দুর্বৃত্তরা। এতে কয়েকজন সাকিবভক্ত আহতও হয়েছেন। রোববার (২০ অক্টোবর) মিরপুরে এ ঘটনা ঘটে। ঘটনার সময় স্টেডিয়ামে চলছিল দক্ষিণ আফ্রিকা দলের অনুশীলন।সাকিবের দেশের মাটিতে শেষ টেস্ট খেলা ঠেকাতে কিছুদিন ধরেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এলাকায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন সাকিববিরোধীরা। পাশাপাশি ‘সাকিবিয়ান’ ব্যানারে একদল সাকিব সমর্থক বিক্ষোভ করছেন সাকিবকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সুযোগ দেয়ার দাবিতে।আগামীকাল থেকে শুরু মিরপুর টেস্টের আগে আজও স্টেডিয়ামের সামনে সাকিব আল হাসানের পক্ষে বিভিন্ন বক্তব্য লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন সাকিবভক্তরা। বেলা দুইটার দিকে শেরেবাংলা স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে শান্তিপূর্ণভাবেই নিজেদের দাবি জানিয়ে স্লোগান দিচ্ছিলেন তারা। সাকিবকে মিরপুর টেস্টে খেলার সুযোগ না দিলে বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগেরও দাবি করে তারা।এ সময় আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকলেও সাকিবিয়ানদের শান্তিপূর্ণ অবস্থানে তারা কোনো বাধা দেননি। সাকিবিয়ানরা নিজেদের দাবিদাওয়া নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেন। কিন্তু বেলা ৩টার দিকে আচমকা সাকিবিয়ানদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করেন সাকিববিরোধী একদল তরুণ। এ সময় বেশ কয়েকজন সাকিবভক্তকে মারধর করেন তারা।হঠাৎ আক্রমণে এলোমেলো হয়ে পড়েন সাকিবের সমর্থনে আসা ভক্তরা। তারা দৌঁড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। ঘটনার খুব কাছে থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তখনো ছিলেন দর্শকের ভূমিকায়। তবে সাকিবভক্তরা একটু পর সংগঠিত হয়ে আবার স্টেডিয়ামের সামনে ফিরে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়।এ ঘটনার পর স্টেডিয়ামের বাইরে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।এসএফ 
    বাবরকে যে পরামর্শ দিলেন শেবাগ
    ব্যাট হাতে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বাবর আজমের। পাকিস্তানের এই তারকা ব্যাটার টেস্টে সব শেষ ১৮ ইনিংসেও পাননি ফিফটির দেখা। দল থেকেও বাদ পড়তে হয়েছে তাকে। আসন্ন অস্ট্রেলিয়া সফরের দলে বাবর আজমের থাকা নিয়েও রয়েছে প্রশ্ন। এই অবস্থায় বাবরকে রানে ফিরতে ঘরোয়া ক্রিকেটে ফেরার পরামর্শ দিয়েছেন ভারতীয় কিংবদন্তি ব্যাটার বীরেন্দ্র শেবাগ।পাকিস্তানের এক সময়কার রান মেশিন ও বিশ্বের নম্বর ওয়ান ব্যাটারের জন্য শেবাগের পরামর্শ নি:সন্দেহে বিব্রতকর। সম্প্রতি শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলে কথা বলার সময় বাবরকে রানে ফিরতে বিভিন্ন পরামর্শ দেন শেবাগ। সাবেক এই ক্রিকেটার বলেন, ‘বাবর আজমের এখন ঘরোয়া ক্রিকেট খেলা উচিত। তার ফিটনেস নিয়ে কাজ করা উচিত। পরিবারের সাথে কিছু সময় কাটানো উচিত। তারপর শারীরিকভাবে ফিট ও মানসিকভাবে শক্তিশালী হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসা উচিত।’বাবরের ঠিক কি সমস্যা হচ্ছে তা নিয়েও আলোচনা করেন শেবাগ। সাবেক এই ভারতীয় ওপেনারের মতে, বাবরের যতটা না সমস্যা টেকনিকাল তার চেয়েও বেশি সমস্যা মনস্তাত্ত্বিক। যা নিয়ে শেবাগ বলেন, ‘বাবরের কাছ থেকে প্রত্যাশা কমে যাওয়া এবং অধিনায়কত্ব থেকে তার পদত্যাগের ফলে, মনে হচ্ছে তিনি কৌশলগত দিকের চেয়ে মানসিকভাবে বেশি প্রভাবিত হয়েছেন। তাকে মানসিকভাবে শক্তিশালী থাকতে হবে। সে একজন প্রতিভাবান খেলোয়াড় এবং তার মতো খেলোয়াড়রা দ্রুত ফিরে আসার প্রবণতা রাখে।’এসএফ 
    সাকিবকে বিদায় দিতে না পারাকে ‘দুর্ভাগ্যজনক’ বলছেন শান্ত
    সব ঠিক থাকলে আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামতেন সাকিব আল হাসান। তবে সেটি এখন হচ্ছে না। শেষ পর্যন্ত তাকে ছাড়ায় আগামীকাল মাঠে নামতে হচ্ছে নাজমুল হোসেন শান্তর দলকে। নিরাপত্তাজনিত কারণে দেশে আসতে পারছেন না সাকিব। যা নিয়ে আক্ষেপ ঝরে পড়েছে অধিনায়ক শান্তর কণ্ঠে। সাকিবের না থাকাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন তিনি।দেশের মাটিতে সাকিবকে বিদায় না নিতে পারা নিয়ে শান্ত বলেন, ‘এটা আসলে দুর্ভাগ্যজনক। হওয়া উচিত ছিল। কিন্তু আমরা সবাই জানি কেন হয়নি। এটা নিয়ে আসলে টেস্টের আগের দিন কথা বেশি বাড়াতে চাই না। আমি চাই প্রতিটা খেলোয়াড় খেলায় ফোকাস করুক।’দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হওয়া সাকিবের নামে হত্যা মামলা হয়। সে সময় তার পাশে দাঁড়িয়েছিলেন সতীর্থ ক্রিকেটাররা। তবে এবার সেই অর্থে কোনো ক্রিকেটারকেই দেখা যায়নি ফেসবুকে সাকিবকে নিয়ে সরব হতে।এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে টাইগার অধিনায়ক শান্ত বলেন, ‘এরকম কোনো কিছুই না। আমি যেটা একটু আগে বললাম আগামীকালকে একটা টেস্ট ম্যাচ শুরু হবে। আমরা সবাই জানি যে হ্যাঁ, উনি যদি এখান থেকে শেষ করতে পারতো, খুবই ভালো হতো। ফোকাসটা পরবর্তীতে সেই জায়গায় আনা হয়েছে কীভাবে আমরা টেস্ট ম্যাচটা জিততে পারি।’এসএফ 
    মিরপুর টেস্টে সাকিবের বিকল্প হাসান মুরাদ
    মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ অক্টোবর। সেই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টেস্ট থেকে অবসর নেওয়ার কথা ছিল সাকিব আল হাসানকে। সেজন্য তাকে দলেও রাখা হয়। তবে নিরাপত্তাজনিত কারণে তার দেশে আসা হচ্ছে না। ইতোমধ্যে তার পরিবর্তে স্পিনার হাসান মুরাদকে দলে নিয়েছে বিসিবি।সাকিবের দেশে না আসার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আজ (শুক্রবার) নতুন করে হাসান মুরাদকে টেস্ট স্কোয়াডে নেওয়া হয়েছে। এর আগেও গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেয়েছিলেন ২৩ বছর বয়সী এই স্পিনার। যদিও সেবার তার জাতীয় দলে অভিষেক হয়নি। তবে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছে হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে। সেখানে দুটি ম্যাচও খেলেছেন মুরাদ।তরুণ এই বাঁ-হাতি স্পিনারের প্রথম শ্রেণির ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ৩০ ম্যাচে ১৩৬টি উইকেট শিকার করেছেন তিনি। তবে এবারও তার জাতীয় দলের একাদশে সুযোগ পাওয়া কঠিনই হবে। কারণ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের পাশাপাশি বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম ও নাঈম হাসান।ভারতের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর ঘরের মাঠে ফরম্যাটটিতে ঘুরে দাঁড়ানোর পালা বাংলাদেশের। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরুর আগমুহূর্তে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করেছে বিসিবি। ইতোমধ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী কোচ ফিল সিমন্সকে বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয়েছে।মিরপুর টেস্টে বাংলাদেশের স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
    আমার সঙ্গে খেলার চেষ্টা করবেন না: সাকিব
    বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের  জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকে যেনো ব্যস্ততা কমছেই না। বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এই তারকা ক্রিকেটার। এবার জানা গেল আসন্ন টি-টেন লিগের অষ্টম আসরে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন এই অলরাউন্ডার। টি-টেন লিগের অফিসিয়াল ফেইসবুক পেইজে সাকিবের ছবি পোস্ট করে এমনটা জানানো হয়। বাংলা টাইগার্সে আইকন প্লেয়ার হিসেবে খেলবেন সাকিব। অপরদিকে এই দলে খেলার জন্যে রশিদের সঙ্গে চুক্তি করেছে বাংলা টাইগার্স।ফ্র্যাঞ্চাইজিটি টাইগার এই অলরাউন্ডারকে নিয়ে এক ভিডিও পোষ্ট করেন। যেখানে সাকিব বলেন, 'আমাকে ঘৃনা করুন কিংবা ভালোবাসা দিন, আমি পরোয়া করি না। কিন্তু আমার সঙ্গে খেলার চেষ্টা করবেন না।ভারতের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ শেষ করেই আমেরিকায় পাড়ি জমান সাকিব। সেখানে খেলছেন ১০ ওভারের ন্যাশনাল ক্রিকেট লিগ। এনসিএলের দল লস এঞ্জেলেস ওয়েভসের অধিনায়কের দায়িত্বও পালন করছেন এই অলরাউন্ডার। আমেরিকার লিগ শেষে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় জানানোর কথা বলছিলেন তিনি। তবে তা নিয়ে শুরুতে তৈরি হয়েছিলো সংশয়। কারণ ক্রিকেটের পাশেও রাজনীতিতেও আওয়ামীলিগ সরকারে নাম লেখিয়েছিলেন টাইগার এই অলরাউন্ডার। যার ফলে রাজনৈতিক পট পরিবর্তনে তার নামের পাশে যোগ হয় হত্যা মামলা। যার জন্য শঙ্কা ছিলো তার দেশে আসা নিয়ে। এর মাঝে বিসিবি ও বর্তমান সরকার সবুজ সংকেত দিলে দেশে আশার জন্য যুক্তরাষ্ট্র থেকে দুবাই এসেই নিরপত্তা ইস্যুতে ফের চলে যেতে হচ্ছে তাকে।বাংলাদেশের টি-টোয়েন্টিতে থেকে অবসর নিলেও দাপিয়ে খেলে যাচ্ছেন বাহিরের দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। চলতি বছরের জুলাই মাসে কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টি লিগেও সাকিব খেলেছেন বাংলা টাইগার্স মিসিসাগার হয়ে। সেখানেও দলের অধিনায়ক ছিলেন তিনি। দলকে নিয়ে গিয়েছিলেন এলিমিনেটর পর্বে। এফএস
    সাকিবের দেশে না ফেরা নিয়ে যা জানালেন ক্রীড়া উপদেষ্টা
    আজ রাতে দুবাই থেকে ঢাকায় ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ২১ অক্টোবর মিরপুর টেস্টে মাঠে নামার কথা ছিল তারকা এই অলরাউন্ডারের। তবে সেটি এখন হচ্ছে না। নিরাপত্তা শঙ্কায় থাকায় আপাতত দেশে ফিরছেন না তিনি।সাকিবের দেশে না ফেরার ইস্যুতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া গণমাধ্যমকে জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দেশে না আসার পরামর্শ দিয়েছি। বিদায়ী টেস্ট খেলতে মিরপুরে আসবেন না সাকিব আল হাসান।  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার কথা থাকলেও গত কয়েক দিন ধরে কঠোর অবস্থান নিতে দেখা গেছে সাকিব বিরোধীদের। মিরপুরে স্টেডিয়াম এলাকায় মিছিল করছে তারা। স্টেডিয়াম জুড়ে হয়েছে দেয়াল লিখন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাকিবের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।আর এই পরিস্থিতিতে দেশে ফিরলে সাকিবের নিরাপত্তা নিয়ে দেখা দিতে পারে শঙ্কা। যা নিয়ে বৃহস্পতিবার একটি ‘জুম মিটিং’ করে বিসিবি। সেই মিটিংয়েই দেশে ফিরতে সাকিবকে নিষেধ করা হয়। পরে বিসিবির পরামর্শ অনুযায়ী ফ্লাইটও বাতিল করে দিয়েছেন সাকিব। যার মানে- আজ আর দেশে ফেরা হচ্ছে না বাঁহাতি অলরাউন্ডারের।এসএফ 
    ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার লাউতারো মার্টিনেজ: মেসি
    বর্তমান সময়ে ফুটবলের সবচেয়ে সম্মানজনক ব্যক্তিগত পুরস্কার মনে করা হয় ব্যালন ডি’অরকে। চলতি মাসের ২৮ অক্টোবর প্যারিসে থিয়েটার ডু শাটলেটে অনুষ্ঠিত হবে ২০২৪ ব্যালন ডি’অরের গালা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের আগে পুরস্কারটির যোগ্য দাবিদারের নাম জানালেন লিওনেল মেসি। ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশিসংখ্যক ব্যালন ডি’অর জিতেছেন মেসি। আর্জেন্টাইন মহাতারকার হাতে সর্বমোট ৮ বার শোভা পেয়েছে এই পুরস্কার। সর্বশেষ কাতার বিশ্বকাপ জয়ের পর ২০২৩ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন তিনি। তবে গত মৌসুমে বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকায় এবার আর ব্যালনের আলোচনায় নেই তিনি।ব্যালন ডি’অরের আলোচনায় মেসি নিজে না থাকলেও আছেন তার আর্জেন্টাইন দলের সতীর্থরা। আর তাদের মধ্যেই একজনকে সবচেয়ে বেশি দাবিদার মনে করছেন তিনি। মেসির চোখে এবারের ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার লাউতারো মার্টিনেজ।চলতি বছরটা দারুণ কেটেছে লাউতারো মার্টিনেজের। জাতীয় দলকে কোপা আমেরিকা জেতানোয় বড় ভূমিকা রেখেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ‘সিরি আ’য় ইন্টার মিলানকেও শিসঙ্গে জিতেছেন ইতালিয়ান সুপারকোপা।রোপা জিতিয়েছেন। এছাড়া কোপায় ৫ গোল করে গোল্ডেন বুটও জিতে নিয়েছেন তিনি। এতসব অর্জনের কারণেই লাউতারোকে এই পুরস্কারের যোগ্য মনে করছেন মেসি।লিওনেল মেসি বলেন, লাউতারো দুর্দান্ত একটি বছর কাটিয়েছে, সে ফাইনালে গোল করেছে, কোপা আমেরিকায়ও হয়েছে টপ স্কোরার। যে কারও চেয়ে তারই ব্যালন ডি’অর বেশি প্রাপ্য।আর আগে ব্যালন ডি’অরের প্রসঙ্গে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনিও নিয়েছেন লাউতারোর নাম। মার্তিনেজকে ব্যালন ডি’অরের ফেভারিট বলে মানছেন তিনি। লিওনেল স্কালোনি বলেন, অন্য সবার চেয়ে লাউতারোই সবচেয়ে বড় দাবিদার। আমি আশা করি সে ব্যালন ডি’অর পাবে। শুরু থেকেই লাউতারো আমাদের সাথে আছে। নিশ্চিতভাবে এখন না পেলেও, ভবিষ্যতে এটা সে পাবে। তার সামনে দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে।চলতি বছর ব্যালন ডি’ অর নিয়ে চলছে ব্যাপক আলোচনা। সেই আলোচনায় বাকি সবার তুলনায় অনেকটাই এগিয়ে আছেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। নিজের ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে অসাধারণ এক মৌসুম পার করেছেন তিনি। যদিও জাতীয় দলে হয়ে বিবর্ণ ভিনি। একইসঙ্গে নাম আছে স্পেন ও ম্যানচেস্টার সিটির তারকা রদ্রির। আলোচনায় আছে আর্লিং হাল্যান্ড-কিলিয়ান এমবাপ্পেদের নামও।এসএফ

    Loading…