এইমাত্র
  • আমি আওয়ামী লীগের কোনো কমিটিতে নেই : এম এ মান্নান
  • দুর্গোৎসবের মঞ্চে ইসলামী সংগীত
  • ফ্লোরিডায় হারিকেন মিল্টনের তাণ্ডব, বিদ্যুৎহীন ৩০ লাখের বেশি মানুষ
  • দুর্গোৎসবে সপ্তমীতে মণ্ডপে মণ্ডপে উৎসবের বারতা
  • ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জন বিতর্কিত ম্যাজিস্ট্রেট ঊর্মির
  • প্রধান বিচারপতির বাসভবনকে সংরক্ষিত রাখা হবে পুরাকীর্তি হিসেবে
  • বাসায় ঢুকে ফ্ল্যাট দখলের চেষ্টার অভিযোগ, দীপ্ত টেলিভিশনের কর্মীকে পিটিয়ে হত্যা
  • মালয়েশিয়ায় বাংলাদেশি নির্মাণ শ্রমিককে গলা কেটে হত্যা
  • মার্কিন অর্থনীতিতে ধস, শেয়ার নামল ১৫ শতাংশের নিচে
  • ফের ৫ দিনের রিমান্ডে আ. লীগ নেতা ডাবলু, আদালতে চত্বরে ডিম নিক্ষেপ
  • আজ শুক্রবার, ২৫ আশ্বিন, ১৪৩১ | ১১ অক্টোবর, ২০২৪

    রাজধানী

    বাসায় ঢুকে ফ্ল্যাট দখলের চেষ্টার অভিযোগ, দীপ্ত টেলিভিশনের কর্মীকে পিটিয়ে হত্যা
    রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টে ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হয়েছেন ভূমি মালিকের ছেলে তানজীল জাহান ইসলাম। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ২০-২৫ জন সন্ত্রাসী তাকে বাসায় ঢুকে হত্যা করে বলে অভিযোগ পরিবারের। স্বজনদের অভিযোগ, ফ্ল্যাট দখলের জন্য বাসায় হামলা চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ মামুন ও বিএনপি নেতা শেখ রবিউল আলমের কোম্পানির লোকজন। পিটিয়ে হত্যা করে তানজীলকে।নিহত তানজীল বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দীপ্ত টেলিভিশনের ব্রডকাস্ট বিভাগের কর্মী ছিলেন।জমির মালিক বলেন, মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মামুন ভবনটির সাততলার একটি ফ্ল্যাটের বাসিন্দা। পাশে থাকা ফ্ল্যাটটি জমির মালিকের জন্য নির্ধারিত ছিল। তার দাবি, সেটিই জোরপূর্বক দখলের চেষ্টা করছিলেন মামুন। দখলে সহায়তা করছিল ডেভলপার কোম্পানিও। তাদের লোকজনের হামলায় তার ছেলে তানজীল জাহান ইসলাম গুরুতর আহত হন, মারা যান হাসপাতালে নেয়ার পথে।পরিবারের অভিযোগ, পুলিশের কাছে লিখিত অভিযোগ করেও প্রতিকার পাননি তারা। যদিও পুলিশ বলছে, হামলার খবর আসা মাত্রই ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে ডেভলপার কোম্পানির ইঞ্জিনিয়ারসহ ৩ জনকে আটকও করা হয়।এ ব্যাপারে মাদকের উপ-পরিচালক মামুনের বক্তব্য নিতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। আর ডেভলপার কোম্পানির মালিক বিএনপির নির্বাহী কমিটির নেতা দাবি করেন, হামলায় তার লোকজন জড়িত নয়।এসএফ 
    মিরপুরে অভিনব কায়দায় টাকা লুট: গ্রেফতার ৬
    রাজধানীর মিরপুরে অভিনব কায়দায় প্রতারণা করে টাকা লুটে নেয়ার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) মিরপুর বিভাগের উপ-কমিশনার মাকছুদের রহমান এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।তিনি বলেন, রাজধানীর ধানমন্ডির বাসিন্দা হারুনুর রশিদ নাফকো ডেভেলপার কোম্পানীর কাছ থেকে একটি ফ্ল্যাট কিনতে বায়নার টাকা দিতে মিরপুরের একটি বাসায় যান। এসময় দুটি ব্যাগে ৭২ লাখ টাকা নিয়ে গেলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা লুটে নেয় কয়েকজন।পরবর্তীতে এ বিষয়ে মামলা করার পর পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান পরিচালনা করে ৬ জনকে আটক করে। একইসঙ্গে ৫৭ লাখ টাকাও উদ্ধার করা হয়।পুলিশ জানায়, ডেভেলপার কোম্পানির এমডি ফয়সালের পরিকল্পনায় গ্রাহকের কাছ থেকে এভাবে টাকা লুট করানো হতো। ফ্ল্যাট বা জমির টাকা গ্রাহকের কাছ থেকে ব্যাংকে না নিয়ে ক্যাশ নেয়ার জন্য চাপ দিতো ডেভেলপার কোম্পানির অভিযুক্ত ওই এমডি। সেসব টাকা নগদ নিয়ে দলিল করে দেয়ার কথা বলে অন্য ঠিকানায় আসতে বলে, সংঘবদ্ধভাবে টাকা লুট করতো কোম্পানির লোকজন।এ ঘটনায় এ পর্যন্ত মোট ১৪ জনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। তবে এমডি ফয়সালকে এখনও ধরা যায়নি।এসএফ 
    এম. আজিজুর রহমানের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল
    জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বরের প্রতিষ্ঠাতা সাবেক সচিব, কবি, সাহিত্যিক এম. আজিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ অক্টোবর) বিকালে রাজধানীর শ্যামলীতে সময়ের কণ্ঠস্বর কার্যালয়ের হলরুমে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। এতে আম্বালা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফ সিকদার ও এম আজিজুর রহমানের কনিষ্ঠ পুত্র, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব এস এম আহসানুল আজিজ উপস্থিত ছিলেন। এছাড়া সময়ের কণ্ঠস্বর ও আম্বালা ফাউন্ডেশনের সকল কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। এর আগে সময়ের কন্ঠস্বর পরিবারের পক্ষ থেকে এম. আজিজুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় মিরপুর ১০ নম্বর সেকশনে অবস্থিত জান্নাতুল মাওয়া কবরস্থানে কবর জিয়ারত করা হয়।উল্লেখ্য, ২০২৩ সালের ০৯ অক্টোবর সবাইকে কাঁদিয়ে বার্ধক্যজনিত কারণে চিরবিদায় নেন এম. আজিজুর রহমান। গুণী এ মানুষটি দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল 'সময়ের কন্ঠস্বর' এর প্রতিষ্ঠাতা। ২০১৩ সালের ১৪ জুন 'প্রজন্মের সংবাদ মাধ্যম' স্লোগান নিয়ে যার যাত্রা শুরু করেছিলেন তিনি। তাঁর কীর্তিধন্য এ প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় পাড়ি দিয়ে আজ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে কোটি পাঠকদের মন জয় করেছে।বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী বরেণ্য এই মানুষটি মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের ইটখোলা বাজিতপুর গ্রামে ১৯৪৩ সালের ১০ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আঃ মান্নান ও মা শিরিন জাহান।প্রচারবিমুখ এই মানুষটি মাদারীপুরে মায়ের নামে স্কুল-কলেজসহ অসংখ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।এসএফ 
    পুলিশের পোষাকে সংকেত দিয়ে সয়াবিন তেলভর্তি ট্রাক লুট
    ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ব্যাংকটাউন এলাকায় ৬০ ড্রামভর্তি সয়াবিন তেলসহ ১৬ টনের একটি ট্রাক লুট হয়েছে। বুধবার ভোররাত সোয়া ৪টার দিকে ঢাকার ডেমরা এলাকার টিটি গ্রুপ কারখানা থেকে তেল নিয়ে সাভার নামাবাজারে আসার পথে এ ঘটনা ঘটে। লুণ্ঠিত তেলের মূল্য ১৯ লাখ টাকা এবং ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৪-৯৪৫৪) মূল্য ১৬ লাখ টাকা। ট্রাকের চালক সেলিম মিয়া জানান, বিশ্বনাথ ট্রেডার্স এর তেল নিয়ে সাভার নামাবাজার আসার পথে রাত ৪টার দিকে হেমায়েতপুর আলমনগর এলাকায় পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি সংকেত দিয়ে ট্রাক থামায়। তাকে গন্তব্য বলার পর পুলিশ টাউন পার হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজে উঠতেই একটি হায়েস মাইক্রো দিয়ে পথরোধ করে ট্রাকের। ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হয়। তখন ৬-৭ জনের সশস্ত্র দল চালক সেলিম ও হেলপার রাজিবকে জিম্মি করে তেল ভর্তি ট্রাক নিয়ে রওনা হয়। ধামরাই সুতিপাড়া এলাকায় মারধর করে চালক ও হেলপারকে ট্রাক থেকে নামিয়ে অস্ত্রধারী ডাকাতরা সামনের দিকে চলে যায়। বিশ্বনাথ ট্রেডার্স এর মালিক লোকনাথ ঘোষ এ ঘটনায় বুধবার সকালে সাভার থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় লুন্ঠিত মালামাল উদ্ধার বা কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।সাভার থানার ওসি জুয়েল মিয়া বলেন,  ট্রাক লুটের ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত  চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন তিনি।এসএফ 
    বাস চাপায় নারীর মৃত্যু: প্রগতি সরণি অবরোধ
    রাজধানীর প্রগতি সরণি এলাকার ফুজি ট্রেড সেন্টারের সামনে  রাস্তা পারাপারের সময় বাসের চাকায় পিষ্ট হয়ে নেক্সট ভেনচার কোম্পানির এক কর্মী নিহত হয়েছে, আহত হয়েছেন তার বোন।এ ঘটনাকে কেন্দ্র করে কোম্পানিটির কয়েকশ কর্মী ঘটনাস্থলে রাস্তা অবরোধ করে রেখেছেন। এর ফলে প্রগতি সরণি এলাকায় ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে।নিহতের নাম আইরিন (২৪)। এ ঘটনায় নারীকে চাপা দেওয়া বাসটি জব্দ করেছে পুলিশ।বুধবার (৯ অক্টোবর) ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছে গুলশান ট্রাফিক বিভাগ। পোস্টে বলে হয়, বাড্ডা ট্রাফিক জোনের অধীন ফুজি ট্রেড সেন্টারের সামনে আউটগোয়িংয়ে আকাশ পরিবহন বাসের চাকার নিচে পিষ্ট হয়ে নেক্সট ভেনচার কোম্পানির একজন নারী কর্মী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। বাসটি জব্দ করা হয়েছে। ওই কোম্পানির কর্মীরা রাস্তায় অবস্থান নেওয়ার কারণে রামপুরা থেকে যমুনা ফিউচার পার্কের দিকে এক লেনে গাড়ি চলাচল করছে। যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করার লক্ষ্যে চেষ্টা করা হচ্ছে। সড়কে অবস্থান নেওয়া লোকজন সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।এ বিষয়ে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আব্বাস বলেন, সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার পর ওই কোম্পানির কর্মীরা রাস্তায় অবরোধ করেন। তাদের অনেকেই রাস্তা ছেড়ে এখন চলে গিয়েছেন। তবে কিছু লোকজন আছে তারা সরে গেলে রাস্তায় যান চলাচল আবার স্বাভাবিক হয়ে যাবে।  এদিকে পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার এইচ এম শফিকুর রহমান বলেন, বুধবার সকাল ৯টার দিকে বাড্ডায় ফুজি ট্রেড সেন্টারের সামনে আকাশ পরিবহনের একটি বাসের চাপায় আইরিন নামের ওই নারীর প্রাণ যায়।এবি 
    শ্রেণিকক্ষের দরজা আটকে শিক্ষার্থী পেটানোর ঘটনায় আইনি ব্যবস্থা নিতে নির্দেশ
    রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর ঘটনায় ছাত্র নির্যাতনকারী শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার (৮ অক্টোবর) স্বপ্রণোদিত হয়ে এ ঘটনা তদন্তের নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।আদেশনামায় উল্লেখ করা হয়েছে, ‘সালাম পছন্দ না হওয়ায় দরজা বন্ধ করে নির্মমভাবে পেটালেন ছাত্রকে’ এই শিরোনামে শিক্ষার্থীকে পেটানোর ঘটনায় সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। যা নজরে আসে আমলি আদালতের।এ ঘটনা নজরে এলে স্বপ্রণোদিত হয়ে আদালত বলেন, পল্টন থানার ওই স্কুলে জামাল হোসাইন নামে এক শিক্ষক ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রকে কক্ষের দরজা বন্ধ করে নির্যাতন ও মারধর করেন। তার বিরুদ্ধে অন্যান্য শিক্ষার্থীকেও বিভিন্ন কারণে মারধর ও হয়রানির অভিযোগ রয়েছে। সিসি ক্যামেরায় প্রকাশ পাওয়া এ ঘটনা শিশু আইন, ২০১৩ এর ৭০ ধারা এবং পেনাল কোড ১৮৬০ এর ৩৪২ ধারাসহ অন্যান্য ধারার অপরাধকে আকৃষ্ট করে।এমন অবস্থায় পল্টন মডেল থানাকে সিসিক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ভিকটিম ও প্রয়োজনীয় সাক্ষীদের সাক্ষ্য নিয়ে ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।এসএফ
    গ্রাহক পিটিয়ে ক্ষমা চাইল স্টার কাবাব কর্তৃপক্ষ
    কাচ্চি বিরিয়ানির সঙ্গে পচা ও গন্ধযুক্ত টিক্কা দেওয়ার প্রতিবাদ করায় এক গ্রাহককে মারধরের ঘটনায় ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেছে স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। স্টার কাবাবের ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে তারা দুঃখপ্রকাশ করেছে। একইসঙ্গে পুনরায় এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর প্রতিশ্রুতিও দিয়েছে রেস্টুরেন্টটি। বিবৃতিতে তারা জানায়, রবিবার (৬ অক্টোবর) বিকেলে আমাদের বনানী স্টার কাবাবে একজন সম্মানিত কাস্টমারের (গ্রাহক) সঙ্গে একজন কর্মচারীর ভুল বোঝাবুঝি হয়েছে। যার প্রেক্ষিতে উদ্ভূত অনভিপ্রেত ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত ও লজ্জিত। সেইসঙ্গে আমরা আমাদের এই সম্মানিত কাস্টমারের কাছে প্রাতিষ্ঠানিকভাবে ক্ষমাপ্রার্থী। ঘটনার প্রতিক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মচারীকে তাৎক্ষণিকভাবে শাস্তির আওতায় নিয়ে এসে তাকে বরখাস্ত করা হয়েছে।এতে আরও বলা হয়েছে, আমরা আমাদের সম্মানিত কাস্টমারদের সর্বোচ্চ সেবা প্রদানে ঐতিহ্যগতভাবে অঙ্গীকারবদ্ধ। অনুরূপ ঘটনার পুনরাবৃত্তি নিবারণে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করছি। স্টার কাবাব সম্মানিত কাস্টমারদের সর্বাধিক মর্যাদায় মূল্যায়ন করে। ফের এমন ঘটনা না ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, সব কর্মচারীর পক্ষ থেকে সম্মানিত এই কাস্টমারের কাছে পুনরায় আমরা ক্ষমা প্রার্থনা করছি। সবার ভালোবাসা, সহানুভূতি ও সহযোগিতায় সমৃদ্ধি অর্জন, স্টার কাবাবের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। প্রসঙ্গত, রবিবার (৬ অক্টোবর) দুপুরে স্টার কাবাবের বনানী শাখায় সাংবাদিক ও কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ অলককে মারধর করা হয়। জানা গেছে, রবিবার দুপুরে অলোক তার এক বন্ধুর সামনে পরিবেশন করা খাবারে গন্ধ পাওয়ার অভিযোগ করলে স্টার কাবাবের ম্যানেজার প্রত্যুত্তরে বলেন, ‘জীবনে টিক্কা খাননি আপনি। এটা এমনই হয়। একথা শুনে গ্রাহক প্রতিবাদ করলে আরও তিনজন গ্রাহকও একই অভিযোগ করেন।এতে ম্যানেজার কলিংবেল চেপে সব স্টাফকে জড়ো করেন এবং স্টাফরা অলককে ধাক্কা দিতে দিতে দোতলা থেকে নিচতলায় নামান এবং নিচতলায় সিঁড়ির নিচে ফেলে ব্যাপক মারধর করেন। এতে স্টার কাবাবের ১৪ থেকে ১৫ জন কর্মী হামলায় অংশ নেন। পরে আহত সাংবাদিক অলককে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এবি 
    শিশু ধর্ষণকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
    রাজধানীর কদমতলী থানার বরইতলা রেললাইন এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষণকারী আব্দুল্লাহকে (২৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।সোমবার (৭ অক্টোবর) বিকেলে ওই এলাকার পাশের একটি বাজারে তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।ধর্ষণের শিকার ওই শিশুর মা জানান, আমি একটি পলিথিন কারখানায় কাজ করি। আমার বাসা কদমতলীর বরইতলা রেললাইনের পাশে। আমার একমাত্র মেয়ে গত বৃহস্পতিবার বিকেলে রেললাইনের পাশের খেলা করছিল। ওর নানি আমাকে জানায় ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে আমি অনেক খোঁজাখুঁজি করে পাচ্ছিলাম না।তিনি বলেন, আমরা আশেপাশের তিনটি মসজিদে মাইকিং করি। এর প্রায় ১০ মিনিট পরেই আমার মেয়েকে ওই রেললাইনে আবার পাই। সে সময় তার অবস্থা অনেক খারাপ ছিল। সে হেঁটে আসতে পারছিল না। ওর কাছে জানতে চাইলে সে একজন দাড়িওয়ালা ব্যক্তির কথা জানায়। এরপর যে বাসায় ঘটনাটি ঘটানো হয়েছে আমাদের ওই বাসায় নিয়ে যায়। তিনি আরও বলেন, আমরা ওই বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি এবং রাতে থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানাই। ওইদিন রাতে আমি কদমতলী থানায় একটি মামলা দায়ের করি। গত শুক্রবার ভোরের দিকে আমার মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি।শিশুটির মা বলেন, আমরা ওই লোকের পরিচয় এবং তাকে খুঁজে পাচ্ছিলাম না। সিসিটিভিতে তার ছবি দেখা গিয়েছিল। আজ সোমবার বিকেলে আমাদের এলাকার অনেক মানুষ তাকে পাশের একটি বাজারে দেখে চিনতে পারে। তাকে স্থানীয়রা হাতেনাতে ধরলে ধর্ষণের বিষয়টি স্বীকার করে। জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ তাকে আটক করে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এসেছে। বর্তমানে এসে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। আমার শিশু মেয়ের সাথে এ ধরনের জুলুম করায় উপযুক্ত সাজা হিসেবে ওই ব্যক্তির ফাঁসি চাই।এ বিষয়ে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) অশোক সরকার বলেন, গত বৃহস্পতিবার কদমতলী এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুটির মা বাদী হয়ে কদমতলী থানা একটি মামলা (মামলা নং-৮) দায়ের করেছেন। শিশুটিকে ঢাকা মেডিকেলের ওসিসিতে ভর্তি করা হয়। এ ঘটনায় ধর্ষণকারীকে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে আমাদের কাছে হস্তান্তর করে। বর্তমানে তার হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।এসএফ 
    গ্রাহককে পিটিয়ে রক্তাক্ত, স্টার কাবাবের ম্যানেজারসহ গ্রেপ্তার ১১
    রাজধানীর বনানীর স্টার কাবাবে ‘পচা টিক্কা’ দেওয়ার প্রতিবাদ করায় সালেহ মোহাম্মদ রশীদ অলক নামের এক গ্রাহককে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ঢাকার বনানীর স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় দায়ের করা মামলায় বনানী স্টার কাবাবের ম্যানেজারসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ।রবিবার (৬ অক্টোবর) বিকেলে ঢাকার বনানী স্টার কাবাব থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার।তিনি বলেন, “স্টার কাবাবে সালেহ মোহাম্মদ রশীদ অলক নামের এক ব্যক্তির ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনের নামে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আরও কেউ জড়িত থাকলে সবাইকে আইনের আওতায় আনা হবে।”ওসি আরও বলেন, “গ্রেপ্তার সবাইকে সোমবার আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”আহত সালেহ মোহাম্মদ রশীদ অলক পেশায় একজন কৃষিবিদ ও গণমাধ্যমকর্মী।অলক গণমাধ্যমকে জানান, রোববার বিকাল সোয়া ৩টার দিকে এক বন্ধুসহ বনানী স্টার কাবাব দুপুরের খাবার খেতে যান তিনি। সেখানে তিনি ওয়েটারকে মেন্যু জিজ্ঞেস করে খাসির কাচ্চি দিতে বলেন। পরে তিনি কাচ্চির ভেতরে থাকা টিক্কা খাওয়ার সময় তাতে দুর্গন্ধ পান এবং ম্যানেজারের কাছে অভিযোগ দেন। তখন ম্যানেজার টিক্কা চেক না করেই বলেন, টিক্কা এমনই হয়। টেবিলে বসে খান। টিক্কা এমনই হয়, জীবনে খান নাই টিক্কা।  তিনি আরও বলেন, ম্যানেজারের এমন কথার প্রতিবাদ করলে আরও তিনজন বিভিন্ন টেবিল থেকে একই অভিযোগ করেন। এতে ম্যানেজার উত্তেজিত হয়ে কলিংবেল চেপে হোটেলের ১২ থেকে ১৪ জন ওয়েটার ও কয়েকজন দালালকে মুহূর্তের মধ্যে ডেকে আনেন। তারা জড়ো হয়ে আমাকে ঘিরে ফেলেন এবং আমাকে আক্রমণ শুরু করেন। এ সময় দোতলা থেকে স্টাফ ও দালাল মিলিয়ে ১৫ থেকে ১৬ জন আমাকে নিচতলায় যেখানে সিসিটিভি নেই সেখানে নিয়ে যায়। আমি চলে যেতে চাইলে তারা আমাকে ধাক্কা দিয়ে ফেলে মাথায়, পেটে, বুকে, পিঠে, হাতে ও পায়ে লাথি দেয় এবং গলা চেপে ধরে। এতে আমার ডানহাতে প্রচণ্ড আঘাত পাই, কপালের ডান দিকে চোখের উপরে কেটে রক্ত পড়ে ফ্লোর ভিজে যায়।অলক আরো জানান, এই ঘটনার পর উপস্থিত মানুষজন তাকে উদ্ধার করে এবং থানায় খবর দেয়। পুলিশ এসে তার প্রাথমিক অভিযোগের ভিত্তিতে ম্যানেজারসহ ১০-১১ জনকে নজরদারিতে রাখে এবং বনানী থানা পুলিশ তাদের গাড়িতে করে তাকে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে সন্ধ্যা ৭ টায় তিনি বনানী থানায় গিয়ে মামলা করলে পুলিশ রাতে রেস্তোরাঁটির ম্যানেজারসহ ১১ জনকে গ্রেপ্তার করে।সালেহ মোহাম্মদ রশীদ অলক বর্তমানে বাসায় বিশ্রামে আছেন বলে জানান।“স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টট”-এর বনানী শাখার আগের ম্যানেজার মো. মুসলিমকে পুলিশ গ্রেপ্তার করায় সোমবার ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মো. রাসেল হাওলাদার। অভিযোগের বিষয়ে তিনি বলেন, “আমাদের কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। আমরা কাজে ব্যস্ত আছি, এই মুহুর্তে কিছু বলতে চাচ্ছি না।”এবি 
    রাজশাহীর সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ গ্রেফতার
    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করা হয়েছে।রবিবার (০৬ অক্টোবর) দুপুরে রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস গণমাধ্যমকে জানান, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় দায়েরকৃত মামলায় রাজশাহী-৩ এর সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেফতার আসামিকে রাজশাহীর বোয়ালিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।
    রাজধানীতে অপহৃত নূর পিরোজপুরে উদ্ধার, হৃদয়কে খুঁজছে র‌্যাব
    রাজধানীর সদরঘাট থেকে অপহৃত ১ম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল নূর তুষারকে (৮) পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার করেছে (র‍্যাব)। এ ঘটনায় শিশুটির মায়ের পরিচিত যুবক হৃদয়কে (৩০) গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে সংস্থাটি। রবিবার (৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার (৫ অক্টোবর) রাতে র‍্যাব ২ ও ৮- এর যৌথ আভিযানিক দল মঠবাড়িয়া থানার আমরাগাছি হোগলপাতি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে। ঘটনাস্থলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যান।  র‌্যাব জানিয়েছে, গত সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সদরঘাটের সোয়ারীঘাট এলাকায় আব্দুল্লাহ আল নূর তুষার নামে এক শিশু অপহরণের শিকার হয়। ভুক্তভোগী নূরের মায়ের সঙ্গে হৃদয় নামে এক তরুণের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের সুবাধে সোমবার শিশুটিকে নিয়ে তার মা সদরঘাটের সোয়ারীঘাট এলাকায় হৃদদের সঙ্গে দেখা করতে যান। সেখানে শিশু নূরকে চিপস কিনে দেয়ার কথা বলে কৌশলে অপহরণ করেন হৃদয়। এরপর শিশুটির মা আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ঢাকার কোতোয়ালি থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন। পরে শিশুটির বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর গত বুধবার (২ অক্টোবর) অজ্ঞাত এক ব্যক্তি শিশুটির মাকে ফোন করে মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করেন। মুক্তিপণের টাকা না দিলে শিশুটিকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এরপর শিশুটির পরিবার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের ৬ হাজার টাকা দেয়। শিশুটির বাবা র‍্যাব ২- এর কাছে নূরকে উদ্ধারের জন্য লিখিত আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে অপহৃত নূরকে দ্রুত উদ্ধার করে।র‌্যাব আরও জানায়, অপহরণকারী হৃদয় মুক্তিপণ আদায় করতে শিশুটিকে বিভিন্ন সময় শারীরিকভাবে নির্যাতন করেছে। অপহরণের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।এবি 
    রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত
    রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সোহান (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) ভোরে উত্তরা হাউজবিল্ডিং এলাকায় ঘটনাটি।  মুমুর্ষ অবস্থায় এক রিকশা চালক ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।   হাসপাতালে রিকশা চালক মো. রাকিব জানান, ভোরে উত্তরা আজমপুর ব্রিজের কাছে একটি ট্রাক থেকে ওই যুবককে নামিয়ে তার রিকশায় দেওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। পরে তাকে দ্রুত উক্তরা কুয়েতমৈত্রী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে মারা যায়।তিনি আরো জানান, আহত অবস্থায় ওই যুবকের কাছ থেকে তার নাম জানা যায় সোহান। তার বাড়ি পাবনায়। উত্তরা হাউজবিল্ডিং এলাকায় কয়েকজন ছিনতাইকারী তার বুকে ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে গেছে। এছাড়া আর কিছুই বলতে পারে নাই।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, ভোরে এক রিকশা চালক ওই যুবককে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই রিকশা চালক জানান, উত্তরা এলাকায় ওই যুবককে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করেছে। ওই যুবকের বুকের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে ওই যুবকের বিস্তারিত ঠিকানা জানা যায় নাই।এবি 
    খালেদা জিয়ার বাসভবনের সামনে বালুর ট্রাক, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনে ২০১৩ সালে বালু ও ময়লার ট্রাক দিয়ে অবরুদ্ধ করার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (০৪ অক্টোবর) রাতে কেন্দ্রীয় কৃষক দলের সদস্য শরীফুল ইসলাম বাদী হয়ে গুলশান থানায় মামলাটি করেন।সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ ৯৮ জনের নাম উল্লেখ করে মামলাটি হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে, মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে যেতে বাধা সৃষ্টির উদ্দেশ্যে এ কাণ্ড ঘটানো হয়।গুলশানের উপ-পুলিশ কমিশনার রিয়াজুল হক মামলার বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন। তিনি জানান, মার্চ ফর ডেমোক্রোসি কর্মসূচিতে ওইদিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের যোগদান করার কথা ছিল। সেই উদ্দেশ্যে তিনি গুলশানের বাসা থেকে কর্মসূচিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু আসামিরা তার বাসার সামনে বালু ও ময়লার ট্রাক দিয়ে অবরুদ্ধ করার কারণে তিনি বাসা থেকে বের হতে পারেননি। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।পুলিশ মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করবে।এজাহারে উল্লেখ করা হয়, '২০১৪ সালে একতরফা ও অগণতান্ত্রিক উপায়ে নির্বাচন আয়োজন করে আওয়ামী লীগসহ আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন নির্বাচন। এরপর প্রতিবাদে বিএনপিসহ সব বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য আন্দোলন শুরু করে। আন্দোলনের রূপরেখা হিসেবে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর ‘মার্চ অব ডেমোক্র্যাসি’ শিরোনামে সমাবেশের ডাক দেয় বিএনপি। ওই সমাবেশ পণ্ড করতে এবং বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে ২০১৩ সালের ২৮ ডিসেম্বর দিবাগত গভীর রাতে বালুভর্তি পাঁচ থেকে ছয়টি ট্রাক বেগম খালেদা জিয়ার ফিরোজা বাসভবনের গেটের সামনেসহ আশপাশে অবৈধভাবে এলোমেলো করে রাখেন উল্লিখিত আসামিরা।''তারা রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং বেগম খালেদা জিয়ার গুলশান-২-এর ফিরোজা বাসভবনের গেট বন্ধ করে দেয় উল্লেখ করে অভিযোগ করা হয়, ভয়ভীতি প্রদর্শন করে অন্যায়ভাবে আসামিরা রাস্তার ওপর অবৈধভাবে অন্তর্ঘাতমূলক কার্যক্রম করে রাস্তা বন্ধ করে দিয়ে জনসাধারণের চলাচল ও বেগম খালেদা জিয়া যেন সমাবেশে যোগ দিতে না পারেন, সেজন্য রাস্তার ওপর ত্রাস সৃষ্টি করে গণতন্ত্র অধিকারকে হরণ করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। যা সংবিধান পরিপন্থি ও গণতন্ত্রের অধিকারের ওপর হস্তক্ষেপ।'মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, 'কর্মসূচি অনুযায়ী ২০১৩ সালের ২৯ ডিসেম্বর সকাল ৯টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার সফরসঙ্গীদের নিয়ে গুলশান-২ ফিরোজা ভবন থেকে বের হওয়ার প্রস্তুতি নেন। সেদিন বেআইনি ও অবৈধভাবে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে অন্তর্ঘাতকমূলক কার্যকলাপ করার জন্য উল্লিখিত আসামিরাসহ অন্যান্য সাদা পোশাকধারী ও পুলিশের পোশাক পরা অবস্থায় অজ্ঞাত অফিসার ও সদস্যরা মিলে রাস্তায় বের হতে বাধা দেয় এবং অবৈধভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আটক করে রাস্তার আশপাশে বালুর ট্রাকসহ অন্যান্য ট্রাক দিয়ে ব্যারিকেড করে আটক করে রাখে, যাহা সংবিধান ও গণতান্ত্রিক পরিপন্থি।''শান্তিপূর্ণ সমাবেশে যোগদান করার জন্য বিএনপি চেয়ারপারসন বারবার চেষ্টা করা সত্ত্বেও আসামিরা অবৈধভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বেআইনিভাবে আটকে রাখে অভিযোগ করে বলা হয়, আসামিরা বেগম জিয়াকে শান্তিপূর্ণ সমাবেশে যেতে না দেওয়া, শান্তিপূর্ণ সমাবেশ পণ্ড করা, সংবিধান লঙ্ঘন করা ও গণতান্ত্রিক অধিকার হরণ করে অবৈধভাবে আটক রাখার অপরাধ করেছে।'
    গুলশানে জোড়া খুন, চট্টগ্রামে গ্রেফতার মূলহোতা রুমন
    রাজধানীর গুলশান এলাকায় নৃশংসভাবে গলা কেটে দুইজনকে হত্যাকাণ্ডের মূল আসামি রুমনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে চট্টগ্রামের হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানান।তিনি বলেন, রাজধানীর গুলশান এলাকায় নৃশংসভাবে গলা কেটে দুইজনকে হত্যাকাণ্ডের মূল আসামি রুমনকে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।এ বিষয়ে আজ বুধবার দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথাও জানান তিনি।গত ২৮ সেপ্টেম্বর গুলশান-২ নম্বরে অবস্থিত একটি চায়ের দোকানের ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে গুলশান থানা পুলিশ। নিহতরা হলেন- মো. রফিক (৬২) ও মো. সাব্বির (১৬)।এর মধ্যে মো. রফিকের বাড়ি বরিশাল সদরে দবদবিয়া গ্রামে এবং সাব্বিরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়।এ ঘটনায় নিহত রফিকের ছেলে বাপ্পী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন।এসএফ
    এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের ঝুলন্ত লাশ উদ্ধার
    বেসরকারি টেলিভিশন এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে শান্তিনগরের চামেলীবাগ এলাকার ২৩ নম্বর বাড়ির অষ্টম তলার বাসা থেকে ফ্যানের সঙ্গে ফাঁস দেওয়া খোকনের লাশ উদ্ধার করা হয়। সীমান্ত খোকনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নে। তিনি জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন।পরিবারের সদস্যরা জানিয়েছেন, সীমান্ত খোকন দুপুরের দিকে দরজা বন্ধ করে নিজের কক্ষে ছিলেন। অনেকক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে দুপুর দেড়টার দিকে চাবি দিয়ে দরজা খুলে তাকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।এনটিভির হেড অব নিউজ ফকরুল আলম জানান, সীমান্ত খোকনের মৃত্যুর খবর পেয়ে আমরা তার বাসায় যাচ্ছি। কিছু বিষয় নিয়ে মানসিক হতাশায় ছিলেন বলেও জানান তিনি।তবে প্রত্যক্ষদর্শীরা বলেন, সীমান্ত খোকনের লাশ যে অবস্থায় ছিল সেটা আত্মহত্যা না হয়ে অন্য কিছুও হতে পারে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।পল্টন থানার ওসি নাসিরুল আমীন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

    Loading…