এইমাত্র
  • 'চাপাবাজীর অস্কার অনন্য মামুন পাবেন', বলছেন শাকিব ভক্তরা
  • রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে মশাল মিছিল
  • ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ
  • শেখ হাসিনার পদত্যাগ মীমাংসিত, বিতর্ক সৃষ্টি না করার আহ্বান রাষ্ট্রপতির
  • শেখ হাসিনা কীভাবে পদত্যাগ করেছেন, জানালেন আসিফ মাহমুদ
  • শুরু হলো বরবাদ'র শুটিং, শাকিব খান যোগ দেবেন কবে?
  • মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ১১ মরদেহ উদ্ধার
  • রাষ্ট্রায়ত্ত ১০ ব্যাংকে নতুন এমডি নিয়োগ
  • কারাগারে ইমরানকে দেওয়া হয় মাটন মুরগি দই জুস আঙ্গুর
  • ঘুষের টাকা নিয়েও কাজ না করে উল্টো হুমকি যত ইচ্ছে নিউজ করেন : ভূমি সহায়ক শাহানুর
  • আজ মঙ্গলবার, ৭ কার্তিক, ১৪৩১ | ২২ অক্টোবর, ২০২৪

    রাজধানী

    এই স্বাধীনতাকে কখনো ব্যর্থ হতে দেওয়া যাবে না: আমানউল্লাহ
    বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারকে পতন মাধ্যমে নতুন করে স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে কখনো ব্যর্থ হতে দেওয়া যাবে না।সোমবার (২১ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জের আটি বাজার ও হযরতপুরে নির্মাণাধীন ব্রিজের অসমাপ্ত কাজের পরিদর্শনকালে এসব কথা তিনি। আমানউল্লাহ আমান বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে যাওয়ার পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার আগামীতে যে নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। বিএনপি ক্ষমতায় আসলে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমলের বিডিআর হত্যা মামলা, গুম-খুনসহ সকল অপকর্মের বিচার করা হবে এদেশে। তিনি আরও বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশে দীর্ঘ ১৬ বছর বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে। স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় এদেশের বিএনপি নেতাকর্মীসহ অনেক মানুষকে গুম-খুন, কারাবন্দি করে রেখেছিল। আর পালিয়ে যাওয়ার দুইদিন আগেও স্বৈরাচারী শেখ হাসিনা বলেছিলো শেখ মুজিবের মেয়ে পালায় না।পরিদর্শনে ঢাকা সার্কেলের সড়ক ও জলপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাইফুদ্দিন আহমেদ, সড়ক ও জনপথ বিভাগের বিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র সহসভাপতি হাজী শামীম আহসান, নাজিম উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির উপস্থিত ছিলেন।এমআর
    মোহাম্মদপুরে দিনের বেলায় চাপাতি-ছুরি ঠেকিয়ে ছিনিয়ে নিলো ১২ লাখ টাকা
    রাজধানীর মোহাম্মদপুরে অস্ত্রের মুখে নেসলে কোম্পানির গাড়ি থেকে প্রায় ১২ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় নিয়ে যাওয়া হয় কোম্পানির কর্মীর কাছ থেকে ৭০ হাজার টাকার চেক।রোববার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে মোহাম্মাদী হাউজিং লিমিটেড এলাকায় নেসলে কোম্পানির পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। এরপরই ঘটে ছিনতাইয়ের ঘটনা।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গাড়ি নিয়ে ব্যাংকে টাকা জমা দেয়ার উদ্দেশ্যে রওনা দেন নেসলের কর্মীরা। পথে গাড়িটি ৩ নম্বর সড়কে পোঁছালে দুটি মোটরসাইকেল পথরূদ্ধ করে। তাতে ছিলেন ৬ ব্যক্তি। চাপাতি-ছুরি দিয়ে গাড়ির গ্লাস ভাঙচুর করে।পরে অস্ত্রের মুখে জিম্মি করে নেসলে কোম্পানির নগদ টাকা ও চেক ছিনতাই করা হয়। এ ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছে পুলিশ।এসএফ 
    মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১
    রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গোলাগুলিতে শাহনেওয়াজ ওরফে কাল্লু (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নারায়ণগঞ্জে একটি চাপের দোকানে কাজ করতেন।বুধবার (১৭ অক্টোবর) রাত সাড়ে এগারোটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।জেনেভা ক্যাম্পের সামির নামে একজন জানান, ক্যাম্পে প্রায়ই মাদক ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি এবং হত্যার মতো ঘটনাও ঘটে। বুধবার রাতে জেনেভা ক্যাম্পে আবারও মাদকের আধিপত্যকে কেন্দ্র করে গোলাগুলি শুরু করে শীর্ষ মাদক কারবারি ভূইয়া সোহেল গ্রুপ ও মাদক কারবারি পারমনু গ্রুপ। এ সময় ভূইয়া সোহেল গ্রুপের গুলিতে শাহ নেওয়াজ কাল্লু নামের যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান। ভূইয়া সোহেল বর্তমানে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি। সোহেল, তার ভাই রানা ও টুনটুনের হাতে নিয়ন্ত্রিত হয় পুরো ক্যাম্প এলাকার হেরোইন কারবার৷ তাদের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর ধরা ছোঁয়ার বাইরেই থেকে যান তারা। তিনি আরো জানান, শাহ নেওয়াজ কাল্লু জেনেভা ক্যাম্পের আরেক মাদক কারবারি লালনের বড় ভাই। লালন ভেনেভা ক্যাম্পের মাঝারি পর্যায়ের একজন মাদককারবারি। তার নামেও রয়েছে বেশ কয়েকটি মাদক মামলা। তিনি আরেক মাদককারবারি পারমনুর বিশ্বস্ত সহযোগী। জানা যায়, নিহত শাহ নেওয়াজ ওরফে কাল্লু মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে ছিলেন। তিনি জেনেভা ক্যাম্পের ৮ নম্বর ব্লকে থাকতেন।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী ইফতেখার হাসান বলেন, গোলাগুলিতে জেনেভা ক্যাম্পে কাল্লু নামে একজন গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা গুলি করেছে প্রাথমিকভাবে তিনি সেটা বলতে পারেননি।তিনি আরো বলেন, সন্ধ্যার দিকে আমি র‍্যাব এবং পুলিশ পাঠিয়েছি জেনেভা ক্যাম্পে যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে। আপনারা জানেন এই ক্যাম্পের ভিতরে নানা ধরনের অপকর্ম হয়। কিছুদিন আগেও আমরা সেনাবাহিনীসহ যৌথ অভিযান করেছি। সরকারের পক্ষ থেকে এটিকে উদ্যোগ না নিলে এরকম ঘটনা ঘটতেই থাকবে। সামাজিকভাবে তাদেরকে পুনর্বাসন করা দরকার। আপনাদের মাধ্যমে এই বিষয়টি সরকারের দৃষ্টি আকর্ষণ করা দরকার। আমরা এযাবৎ কালের মধ্যে এখানে সবচেয়ে বড় যৌথ অভিযান করেছি।প্রসঙ্গত, গত ৫ আগস্ট সরকার পতনের দিনে মোহাম্মদপুর ও আদাবর থানার অস্ত্রাগার লুট করে জেনেভা ক্যাম্পের মাদককারবারিরা। সে অস্ত্র হাতে ওই দিন থেকেই মাদক নিয়ে অভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত হয় তারা। ৬ আগস্ট গুলিতে নিহত হয় একজন। সেপ্টেম্বরে প্রাণ যায় আরও দুইজনের।এমআর
    ৮৭ দিন পর চালু হলো মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন
    ৮৭ দিন পর চালু হলো কোটা সংস্কার ও বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের সময় ভাঙচুর-হামলায় বন্ধ হয়ে যাওয়া মেট্রো রেলের মিরপুর-১০ নম্বর স্টেশন। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল থেকে এ স্টেশন থেকে যাত্রীরা মেট্রোরেলে ওঠানামা করতে পারছেন। জুলাই আন্দোলনে রাজধানীতে মেট্রোরেলের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি স্টেশন কাজীপাড়া ও মিরপুর-১০ ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিগত সরকারের পক্ষ থেকে বলা হয়েছিলো, স্টেশন দুটি রক্ষণাবেক্ষণ শেষে চালু করতে অন্তত এক বছর সময় লাগবে।তবে এক বছর নয়, দুমাসের মাথায় গত ২০ সেপ্টেম্বর চালু হয় কাজীপাড়া মেট্রোস্টেশনটি। এরপর থেকেই নগরবাসীর প্রতীক্ষা, কবে সচল হবে ব্যস্ততম স্টেশন মিরপুর-১০।অবশেষে আনুষ্ঠানিকভাবে সুখবর দিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। গত ১৯ জুলাই বন্ধ হওয়ার দুই মাস ২৭ দিনের মাথায় আজ মঙ্গলবার থেকে মিরপুর-১০ স্টেশনে ফের শুরু হয়েছে যাত্রী ওঠানামা। শুধু তাই নয়, এখন থেকে শুক্রবার মেট্রোরেলের হেডওয়ে বা দুই ট্রেনের মধ্যে বিরতির সময় ১২ মিনিট থেকে কমিয়ে ১০ মিনিটে নামিয়ে আনার সিদ্ধান্তও নিয়েছে কর্তৃপক্ষ।কিন্তু কীভাবে সম্ভব হলো এতো দ্রুত ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি সচল করা? ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলছেন, কোনো সরঞ্জাম আমদানি না করে দেশীয় সম্পদের ব্যবহার করেই এটি সচল করা হয়েছে। এছাড়া, যাত্রীচাপ তুলনামূলক কম থাকায় তিনটি স্টেশনে কিছু যন্ত্রপাতি প্রতিস্থাপন করা হয়েছে।মিরপুর ১০ মেট্রো স্টেশন চালুর পর স্বস্তির কথা জানালেন নগরবাসী। বেসরকারি চাকরিজীবী সুরাইয়া নাজনীন জানান, সকালে অফিসে আসার জন্য তিনি ১১ নম্বর থেকে মেট্রোরেলে উঠেন। আজ ট্রেনটি মিরপুর-১০ স্টেশনে থামে এবং সেখানে যাত্রী ওঠানামা করে। এ সময় সেখান থেকে উঠা যাত্রীরা সবাই স্বস্তি প্রকাশ করেন। 
    মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইউল্যাব শিক্ষার্থী আহত
    রাজধানীর মোহাম্মদপুরে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ  (ইউল্যাবের) কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের শিক্ষার্থী নাফিউল হাসান নাবিল ছিনতাইকারীর এলোপাথাড়ি ছুরিকাঘাতে আহত হয়েছেন। সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর বন্ধু মিলন শিকদার সময়ের কন্ঠস্বরকে বিষয়টি  নিশ্চিত করেছেন।ভুক্তভোগীর সহপাঠী মিলন শিকদার সময়ের কন্ঠস্বরকে বলেন,  আনুমানিক সন্ধ্যা ৬ ঘটিকার সময় নাফিউল হাসান নাবিল ক্লাস শেষ করে বাসার ফেরার সময় মোহাম্মদপুর বেড়িবাঁধ অটো স্ট্যান্ডে ছিনতাইকারীরা তার উপর অতর্কিতভাবে এলোপাথাড়ি  হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি আরো বলেন, চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হাতের কবজি এবং পা জখম করেছে। এতে তার হাতে পায়ে মোট ২০ টা সেলাই দেয়া হয়েছে। নাবিলের সাথে থাকা নগদ অর্থ ও মোবাইল নিয়ে গিয়েছে ছিনতাইকারীরা।এ ব্যাপারে কোন মামলা করা হয়েছে কিনা জানতে চাইলে মিলন শিকদার বলেন, আগে আমাদের বন্ধু সুস্থ হোক।তারপর সে বিষয়টি দেখা যাবে। এসএফ 
    অপহৃত ৮ মাসের শিশু সাইফানকে ৮ ঘন্টায় উদ্ধার
    ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর এলাকা থেকে চুরি হওয়া ৮ মাস বয়সী শিশু সাইফানকে উদ্ধার করেছে র‍্যাব। রবিবার (১৩ অক্টোবর) সকালে আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে দোকানে গিয়ে আর ফিরে আসেনি। এর আগে শিশুটি চুরির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সাইফান মজুমদারকে (৮ মাস) চুরির অভিযোগে তানজিলা আক্তার পারভীনকে (৩৫) গ্রেফতার করা হয়। সোমবার (১৪ অক্টোবর) বিকেলে শিশু সাইফানকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর সহকারী মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ কর্মকর্তা (এএসপি) তাপস কর্মকার। তিনি বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর এলাকার বাসিন্দা সাকিলা এনাম ও এনামুল হক মজুমদার দম্পতির তিনটি পুত্র সন্তান। গত ১২ অক্টোবর তানজিলা শিশুটির মা সাকিলার বাসায় এসে তার অসহায়ত্বের কথা বলে শুধু থাকা-খাওয়ার বিনিময়ে বাসায় কাজের জন্য আশ্রয় দিতে আকুতি-মিনতি জানায়। তার অসহায়ত্বের কথা শুনে সরল বিশ্বাসে মানবিক দিক বিবেচনা করে তানজিলাকে আশ্রয় দেয়। তার পরের দিন গত ১৩ অক্টোবর ১১টার দিকে সাকিলার মেজো ছেলে আহনাফ (৬) আইসক্রিম খাওয়ার জন্য কান্নাকাটি করলে তানজিলা আহনাফ ও সাকিলার ছোট ছেলে সাইফান (৮ মাস)’কে নিয়ে আইসক্রিম আনার জন্য তাদের বাসার কাছে একটি দোকানে যায়। তার কিছুক্ষণ পর আহনাফ আইসক্রিম নিয়ে একা বাসায় গেলে আহনাফের মা সাকিলা আহনাফকে জিজ্ঞাসা করে যে, তানজিলা ও সাইফান কোথায়। আহনাফ তার মাকে জানায় যে, পারভীন আহনাফকে আইসক্রিম কিনে দিয়ে বলেছে তুমি বাসায় যাও আমি সাইফানকে নিয়ে আসতেছি। সাকিলা অনেকক্ষণ আপেক্ষা করার পর তানজিলা ও সাইফানের কোনো খোঁজখবর না পেয়ে সম্ভাব্য আশপাশের সকল জায়গায় খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পেলে দিশেহারা হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। অনেক খোঁজাখুঁজির পরও সাইফানের কোনো সন্ধান না পেলে সাকিলা বুঝতে পারে যে, পারভীন সাইফানকে অপরহণ করেছে। পরবর্তীতে সাকিলা তার স্বামী ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় তানজিলার বিরুদ্ধে মামলা দায়ের করেন। র‍্যাব-১০ এর এ কর্মকর্তা বলেন, ইতিমধ্যে অপহরণের বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি দল অপহৃত ভিকটিম সাইফান (৮ মাস)’কে দ্রুত উদ্ধারে মাঠে নামে। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে র‌্যাব-১০ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ এর সহযোগিতায় শরীয়তপুর জেলার পালং থানার চরলক্ষী নারায়ণ এলাকায় একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ৮ অপহরণকারী তানজিলা আক্তার পারভীন (৩৫) গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানজিলা শিশু সাইফানকে অপহরণের বিষয়টি স্বীকার করে। তার দেখানো মতে ঘটনাস্থলে একটি বাসা থেকে অক্ষত অবস্থায় শিশু সাইফান মজুমদার (৮ মাস)’কে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি র‍্যাবকে জানায়, আসামি তানজিলার বাবা-মা নেই। প্রায় ১২ বছর পূর্বে ময়মনসিংহে এক ব্যক্তির সাথে তানজিলার বিবাহ হয়। ঐ স্বামীর ঘরে আরেকজন স্ত্রী ছিল। সেখানে সতীনের একই সংসারে বেশ কিছুদিন থাকার পর তানজিলার বাচ্চা না হওয়ার কারণে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। পরবর্তীতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর এলাকায় ভাড়াটিয়া বাসায় বসবাসকারী প্রবাসী আশরাফুল আলমের সাথে পুনরায় পারভীনের বিবাহ হয়। আশরাফুলও বিবাহিত ছিল তার প্রথম স্ত্রী পাগল হয়ে নিরুদ্ধেশ ছিল এবং ঐ স্ত্রীর ঘরের একটি প্রতিবন্ধী ছেলে সন্তানও রয়েছে যার দেখাশোনা তানজিলা করত। বিয়ের কয়েক মাস পর তানজিলার বাচ্চা না হওয়ার কারণে তাদের সংসারে প্রায়ই ঝগড়া-বিবাধ লেগেই থাকত। অতঃপর আশরাফুল প্রবাসে চলে গেলে তার কিছুদিন পর তানজিলা আশরাফুলকে জানায় যে সে অন্তসত্ত্বা হয়েছে এ কথা শুনে আশরাফুল অনেক খুশি হয়। পরবর্তীতে তার বছর খানেক পর আশরাফুল দেশে আসার সিদ্ধান্ত নেয় এবং বিষয়টি তার স্ত্রী কে জানায়। আশরাফুল দেশে এশে যদি জানতে পারে যে, তানজিলা আশরাফুলকে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি মিথ্যা বলেছে তাহলে পুনরায় তার সংসার ভেঙে যাবে। তাই সে ৮ থেকে ১০ মাস বয়সের একটি শিশু অপহরণ করার মতো জঘন্য সিদ্ধন্ত গ্রহণ করে। তানজিলা শিশু সাইফানের মা সাকিলার ভাড়াটিয়া প্রতিবেশী হওয়ার সুবাদে সে সাইফানের সম্পর্কে পূর্ব হতে সবকিছু জানতো। তাই সে সাইফানকেই অপহরণ করার পরিকল্পনা করে। অতঃপর পরিকল্পনা মোতাবেক সাকিলার বাসায় যায় এবং সাকিলাকে অসহায়ত্বের মিথ্যা কথা বলে সাকিলার সরলতার সুযোগ নিয়ে প্রথমে তার বাসায় আশ্রয় নেয় এবং পরবর্তীতে সাইফানকে অপহরণ করে বলে জানা যায়।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
    ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ, সড়কে তীব্র যানজট
    টানা চার দিন ছুটি শেষে সোমবার (১৪ অক্টোবর) থেকে খুলেছে সব অফিস-আদালত, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার। ফলে রাজধানীর সড়কে বেড়েছে গাড়ির চাপ, দেখা দিয়েছে তীব্র যানজট।রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখে গেছে, আগের মতোই তীব্র যানজট শুরু হয়েছে সড়কে। সকাল থেকে গাড়ির চাপ বাড়ায় রাস্তায় ট্রাফিক সামলাতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। এতে ভোগান্তি পোহাতে হয়েছে অফিসগামী মানুষকে।বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আরাফ হোসেন বলেন, সকাল সাড়ে ৭টায় কাজলা থেকে বাসে উঠেছি। অথচ এখনও সায়েদাবাদই পার হতে পারলাম না। অফিস ৯টায়, তবে কখন পৌঁছাবো জানি না। শিমুল নামে আরেকজন জানান, চার দিনের ‍ছুটিতে ঢাকার সড়কগুলো পুরোই ফাঁকা ছিল। কিন্তু আজ অফিস-আদালত খুলতেই সেই পুরোনো রূপ। এত যানজটে সত্যিই বিরক্ত লাগে। এক থেকে দেড় ঘণ্টা আগে বাসা থেকে বের হই তবুও সময়মতো অফিসে পৌঁছাতে পারি না।  এদিকে কচুক্ষেত এলাকায় রাস্তা অবরোধ করায় সেখানে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এই পথে যাত্রা করা ইফতেখার মাহমুদ নাইম নামের এক ব্যক্তি জানান, পোশাক শ্রমিকরা অবরোধ করায় এই রাস্তায় যানবাহন চলা বন্ধ রয়েছে।এছাড়াও মিরপুর ১৪ নম্বর সড়কও অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। ফলে এই সড়কেও যানবাহন চলাচল করতে পারছে না।এর আগে, ১০ অক্টোবর থেকে দুর্গাপূজার ছুটি শুরু হয়। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী পূজার ছুটি ১৩ অক্টোবর থাকলেও নির্বাহী আদেশে ১০ অক্টোবরও ছুটি ঘোষণা করেছিল সরকার। এরমধ্যে ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল।  অন্যান্য বছর শুধুমাত্র বিজয়া দশমীর দিন সরকারি ছুটি থাকলেও এবার নির্বাহী আদেশে সপ্তমীর দিন অর্থাৎ গত বৃহস্পতিবারও সরকারি ছুটি ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এতে শুক্র ও শনিবারসহ মোট চারদিনের ছুটি ভোগ করলেন চাকরিজীবীরা।এবি 
    প্রতিমা বিসর্জন দিতে যাওয়ার সময় ওসিসহ আহত ২
    শাঁখারী বাজার থেকে সদরঘাটে প্রতিমা বিসর্জন দিতে নিয়ে যাওয়ার সময় পুরান ঢাকার পাটুয়াটুলির নূর সুপার মার্কেটের উপর থেকে ইট মারাকে কেন্দ্র করে এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রবিবার (১৩ অক্টোবর) নূর সুপার মার্কেটের সামনে রাত ১১:২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।সনাতনীরা ওই মার্কেটে ঢুকতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে, এক পক্ষের সাথে আরেক পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পুলিশের বাধার মুখে দুই জন আহত হয়। বর্তমানে তারা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন।  ঘটনা নিয়ন্ত্রণে নিয়ে আসতে গেলে কোতোয়ালি থানার ওসির উপর অতর্কিত হামলা চালানো হয়। এতে আহত হন তিনি।কোতোয়ালি থানার ওসি এনামুল হাসান বলেন, ঘটনা শুনার পর আমি ঘটনাস্থলে যাই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করি। একপর্যায়ে আমার উপর অতর্কিত আক্রমণ চালানো হয়। আমি প্রাথমিক চিকিৎসা নিয়েছি। পরবর্তীতে সেনাবাহিনী এসে ছত্রবঙ্গ করে দেয়।এমআর
    সেনাবাহিনী-র‍্যাবের পোশাক পরে ব্যবসায়ীর বাসায় ডাকাতি, গ্রেফতার ১১
    রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরিধান করে ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব। এর মধ্যে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাব এবং তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর (গোয়েন্দা) পুলিশ।শনিবার ও রোববার দুই দিন মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জানান, গত শুক্রবার দিনগত রাতে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় বেড়িবাঁধ এলাকায় ব্যবসায়ী বাসায় ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান এখনো চলমান আছে।অন্যদিকে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, আটজনকে গ্রেফতার করেছেন। এর পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত ও তিনজন সাধারণ মানুষ। এছাড়াও এ ঘটনায় কোনো বাহিনীর কেউ জড়িত থাকলে গ্রেফতার করা হবে বলে জানান তিনি।প্রসঙ্গত, গত শুক্রবার (১১ অক্টোবর) গভীর রাতে মোহাম্মদপুরে তিন রাস্তা মোড়ের কাছে একটি বাড়িতে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে। একপর্যায়ে তারা ওই বাসা থেকে সাড়ে ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে বাড়িটিতে কয়েকজন ডাকাত প্রবেশ করে। এরপর সিড়ি বেয়ে তারা ওপরে উঠে। এ সময় তাদের মুখে মাস্ক ছিল।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানিয়েছেন, মুখে মাস্ক লাগিয়ে সেনাবাহিনীর পোশাক পরে আসা লোকজনকে দেখে দারোয়ান গেট খুলে দেয়। এরপর তারা তিনতলায় আবু বকরের ফ্ল্যাটে যায়। র‌্যাবের জ্যাকেট পরা ও সাদা পোশাকের লোকজনও ছিল তাদের সঙ্গে।তিনি বলেন, সেনাবাহিনীর পোশাক পরা যে কয়জন এসেছিলেন, তারা এমনভাবে এসেছিলেন যে বোঝার উপায় নেই তারা সেনাবাহিনীর সদস্য নন।ভুক্তভোগী আবু বকর বলেন, তারা বাসায় ঢুকে আমার বৈধ অস্ত্র থানায় জমা দেইনি বলে অস্ত্র নিতে আসার কথা জানায়। অস্ত্র থানায় জমা দেওয়া হয়েছে জানালেও তারা কোনো কথা না শুনে অস্ত্র খোঁজার নাম করে আলমারিগুলো খুলে তছনছ করে এবং টাকা স্বর্ণালংকার নেয়।তিনি জানান, পরে তারা ফ্ল্যাটের একপাশে আমার অফিসে যায় এবং একইভাবে অস্ত্র আছে বলে সিন্দুক ও আলমারি খুলে টাকা নিয়ে নির্বিঘ্নে চলে যায়। তারা প্রায় ঘণ্টাখানেক অবস্থান করে ভোর সোয়া ৪টার দিকে বের হয়ে যায়।
    মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬
    রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এর আগে ১১ অক্টোবর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরে গভীর রাতে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় একটি বাসা থেকে ৮৫ লাখ টাকা ও ৫০ ভরি স্বর্ণ ও কয়েকটি মোবাইল ফোন লুটপাট করে নিয়ে যায় তারা।জানা যায়, পাঁচতলা বাড়ির মালিক পাঁচ ব্যক্তি। তারা আপন পাঁচ ভাই, একই বাড়িতেই থাকেন। তাদের মধ্যে এক ভাইয়ের নাম আবু বক্কর সিদ্দিক। তিনি বাড়িটির তিন তলার একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকেন। ডাকাতরা তার ফ্ল্যাটেই ডাকাতি করেন। আবু বক্কর সিদ্দিকের ইট, কয়লা ও জমির ব্যবসা রয়েছে। সিদ্দিক বলেন, শনিবার ভোররাত সাড় ৩টার দিকে সেনা ও র‍্যাবের পোশাক পরে ২০ থেকে ২৫ জন একটি গাড়িতে করে বাড়ির সামনে আসেন। গেটের সামনে এসে গেট ধাক্কাধাক্কি করেন। বাসার কেয়ারটেকার ভয়ে গেট খুলে দেন। এরপর কেয়ারটেকারকে নিয়ে তারা আমার ফ্ল্যাটে আসেন। দরজা খুলে দেখি তাদের সবার শরীরে র‍্যাব ও সেনা সদস্যের পোশাক। তারা আমার বাসায় অস্ত্র আছে বলে তল্লাশি করতে চায়। আমি বলি, আমার লাইসেন্স করা অস্ত্র জমা দিয়ে দিয়েছি। কোনো অস্ত্র নেই। এরপর তারা ফ্ল্যাটের সব কক্ষের আলমারি ও ড্রয়ার ভেঙে খুলে ফেলে, যা পায় তাই তারা বস্তায় ভরে। এভাবে তারা সব আলমারি খুলে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।তিনি বলেন, চক্রের একজনের কাছে একটি অস্ত্র ছিল। বাকিদের হাতে কিছু ছিল না। তবে তাদের চুল ছোট ছোট ছিল। তাদের দেখে মনে হয়নি তারা র‍্যাব বা সেনাবাহিনীর সদস্য নয়। তবে তারা যখন আলমারি ভেঙে টাকা ও স্বর্ণালংকার নিতে থাকে তখন একটু সন্দেহ হয়। তবে ভয়ে কিছু বলতে পারিনি।এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার বলেন, ডাকাতরা এমনভাবে এসেছে, তাদের দেখলে মনে হবে না তারা ভুয়া। চক্রের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।এবি 
    বাসায় ঢুকে ফ্ল্যাট দখলের চেষ্টার অভিযোগ, দীপ্ত টেলিভিশনের কর্মীকে পিটিয়ে হত্যা
    রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টে ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হয়েছেন ভূমি মালিকের ছেলে তানজীল জাহান ইসলাম। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ২০-২৫ জন সন্ত্রাসী তাকে বাসায় ঢুকে হত্যা করে বলে অভিযোগ পরিবারের। স্বজনদের অভিযোগ, ফ্ল্যাট দখলের জন্য বাসায় হামলা চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ মামুন ও বিএনপি নেতা শেখ রবিউল আলমের কোম্পানির লোকজন। পিটিয়ে হত্যা করে তানজীলকে।নিহত তানজীল বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দীপ্ত টেলিভিশনের ব্রডকাস্ট বিভাগের কর্মী ছিলেন।জমির মালিক বলেন, মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মামুন ভবনটির সাততলার একটি ফ্ল্যাটের বাসিন্দা। পাশে থাকা ফ্ল্যাটটি জমির মালিকের জন্য নির্ধারিত ছিল। তার দাবি, সেটিই জোরপূর্বক দখলের চেষ্টা করছিলেন মামুন। দখলে সহায়তা করছিল ডেভলপার কোম্পানিও। তাদের লোকজনের হামলায় তার ছেলে তানজীল জাহান ইসলাম গুরুতর আহত হন, মারা যান হাসপাতালে নেয়ার পথে।পরিবারের অভিযোগ, পুলিশের কাছে লিখিত অভিযোগ করেও প্রতিকার পাননি তারা। যদিও পুলিশ বলছে, হামলার খবর আসা মাত্রই ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে ডেভলপার কোম্পানির ইঞ্জিনিয়ারসহ ৩ জনকে আটকও করা হয়।এ ব্যাপারে মাদকের উপ-পরিচালক মামুনের বক্তব্য নিতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। আর ডেভলপার কোম্পানির মালিক বিএনপির নির্বাহী কমিটির নেতা দাবি করেন, হামলায় তার লোকজন জড়িত নয়।এসএফ 
    মিরপুরে অভিনব কায়দায় টাকা লুট: গ্রেফতার ৬
    রাজধানীর মিরপুরে অভিনব কায়দায় প্রতারণা করে টাকা লুটে নেয়ার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) মিরপুর বিভাগের উপ-কমিশনার মাকছুদের রহমান এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।তিনি বলেন, রাজধানীর ধানমন্ডির বাসিন্দা হারুনুর রশিদ নাফকো ডেভেলপার কোম্পানীর কাছ থেকে একটি ফ্ল্যাট কিনতে বায়নার টাকা দিতে মিরপুরের একটি বাসায় যান। এসময় দুটি ব্যাগে ৭২ লাখ টাকা নিয়ে গেলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা লুটে নেয় কয়েকজন।পরবর্তীতে এ বিষয়ে মামলা করার পর পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান পরিচালনা করে ৬ জনকে আটক করে। একইসঙ্গে ৫৭ লাখ টাকাও উদ্ধার করা হয়।পুলিশ জানায়, ডেভেলপার কোম্পানির এমডি ফয়সালের পরিকল্পনায় গ্রাহকের কাছ থেকে এভাবে টাকা লুট করানো হতো। ফ্ল্যাট বা জমির টাকা গ্রাহকের কাছ থেকে ব্যাংকে না নিয়ে ক্যাশ নেয়ার জন্য চাপ দিতো ডেভেলপার কোম্পানির অভিযুক্ত ওই এমডি। সেসব টাকা নগদ নিয়ে দলিল করে দেয়ার কথা বলে অন্য ঠিকানায় আসতে বলে, সংঘবদ্ধভাবে টাকা লুট করতো কোম্পানির লোকজন।এ ঘটনায় এ পর্যন্ত মোট ১৪ জনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। তবে এমডি ফয়সালকে এখনও ধরা যায়নি।এসএফ 
    এম. আজিজুর রহমানের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল
    জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বরের প্রতিষ্ঠাতা সাবেক সচিব, কবি, সাহিত্যিক এম. আজিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ অক্টোবর) বিকালে রাজধানীর শ্যামলীতে সময়ের কণ্ঠস্বর কার্যালয়ের হলরুমে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। এতে আম্বালা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফ সিকদার ও এম আজিজুর রহমানের কনিষ্ঠ পুত্র, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব এস এম আহসানুল আজিজ উপস্থিত ছিলেন। এছাড়া সময়ের কণ্ঠস্বর ও আম্বালা ফাউন্ডেশনের সকল কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। এর আগে সময়ের কন্ঠস্বর পরিবারের পক্ষ থেকে এম. আজিজুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় মিরপুর ১০ নম্বর সেকশনে অবস্থিত জান্নাতুল মাওয়া কবরস্থানে কবর জিয়ারত করা হয়।উল্লেখ্য, ২০২৩ সালের ০৯ অক্টোবর সবাইকে কাঁদিয়ে বার্ধক্যজনিত কারণে চিরবিদায় নেন এম. আজিজুর রহমান। গুণী এ মানুষটি দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল 'সময়ের কন্ঠস্বর' এর প্রতিষ্ঠাতা। ২০১৩ সালের ১৪ জুন 'প্রজন্মের সংবাদ মাধ্যম' স্লোগান নিয়ে যার যাত্রা শুরু করেছিলেন তিনি। তাঁর কীর্তিধন্য এ প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় পাড়ি দিয়ে আজ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে কোটি পাঠকদের মন জয় করেছে।বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী বরেণ্য এই মানুষটি মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের ইটখোলা বাজিতপুর গ্রামে ১৯৪৩ সালের ১০ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আঃ মান্নান ও মা শিরিন জাহান।প্রচারবিমুখ এই মানুষটি মাদারীপুরে মায়ের নামে স্কুল-কলেজসহ অসংখ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।এসএফ 
    পুলিশের পোষাকে সংকেত দিয়ে সয়াবিন তেলভর্তি ট্রাক লুট
    ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ব্যাংকটাউন এলাকায় ৬০ ড্রামভর্তি সয়াবিন তেলসহ ১৬ টনের একটি ট্রাক লুট হয়েছে। বুধবার ভোররাত সোয়া ৪টার দিকে ঢাকার ডেমরা এলাকার টিটি গ্রুপ কারখানা থেকে তেল নিয়ে সাভার নামাবাজারে আসার পথে এ ঘটনা ঘটে। লুণ্ঠিত তেলের মূল্য ১৯ লাখ টাকা এবং ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৪-৯৪৫৪) মূল্য ১৬ লাখ টাকা। ট্রাকের চালক সেলিম মিয়া জানান, বিশ্বনাথ ট্রেডার্স এর তেল নিয়ে সাভার নামাবাজার আসার পথে রাত ৪টার দিকে হেমায়েতপুর আলমনগর এলাকায় পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি সংকেত দিয়ে ট্রাক থামায়। তাকে গন্তব্য বলার পর পুলিশ টাউন পার হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজে উঠতেই একটি হায়েস মাইক্রো দিয়ে পথরোধ করে ট্রাকের। ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হয়। তখন ৬-৭ জনের সশস্ত্র দল চালক সেলিম ও হেলপার রাজিবকে জিম্মি করে তেল ভর্তি ট্রাক নিয়ে রওনা হয়। ধামরাই সুতিপাড়া এলাকায় মারধর করে চালক ও হেলপারকে ট্রাক থেকে নামিয়ে অস্ত্রধারী ডাকাতরা সামনের দিকে চলে যায়। বিশ্বনাথ ট্রেডার্স এর মালিক লোকনাথ ঘোষ এ ঘটনায় বুধবার সকালে সাভার থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় লুন্ঠিত মালামাল উদ্ধার বা কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।সাভার থানার ওসি জুয়েল মিয়া বলেন,  ট্রাক লুটের ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত  চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন তিনি।এসএফ 
    বাস চাপায় নারীর মৃত্যু: প্রগতি সরণি অবরোধ
    রাজধানীর প্রগতি সরণি এলাকার ফুজি ট্রেড সেন্টারের সামনে  রাস্তা পারাপারের সময় বাসের চাকায় পিষ্ট হয়ে নেক্সট ভেনচার কোম্পানির এক কর্মী নিহত হয়েছে, আহত হয়েছেন তার বোন।এ ঘটনাকে কেন্দ্র করে কোম্পানিটির কয়েকশ কর্মী ঘটনাস্থলে রাস্তা অবরোধ করে রেখেছেন। এর ফলে প্রগতি সরণি এলাকায় ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে।নিহতের নাম আইরিন (২৪)। এ ঘটনায় নারীকে চাপা দেওয়া বাসটি জব্দ করেছে পুলিশ।বুধবার (৯ অক্টোবর) ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছে গুলশান ট্রাফিক বিভাগ। পোস্টে বলে হয়, বাড্ডা ট্রাফিক জোনের অধীন ফুজি ট্রেড সেন্টারের সামনে আউটগোয়িংয়ে আকাশ পরিবহন বাসের চাকার নিচে পিষ্ট হয়ে নেক্সট ভেনচার কোম্পানির একজন নারী কর্মী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। বাসটি জব্দ করা হয়েছে। ওই কোম্পানির কর্মীরা রাস্তায় অবস্থান নেওয়ার কারণে রামপুরা থেকে যমুনা ফিউচার পার্কের দিকে এক লেনে গাড়ি চলাচল করছে। যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করার লক্ষ্যে চেষ্টা করা হচ্ছে। সড়কে অবস্থান নেওয়া লোকজন সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।এ বিষয়ে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আব্বাস বলেন, সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার পর ওই কোম্পানির কর্মীরা রাস্তায় অবরোধ করেন। তাদের অনেকেই রাস্তা ছেড়ে এখন চলে গিয়েছেন। তবে কিছু লোকজন আছে তারা সরে গেলে রাস্তায় যান চলাচল আবার স্বাভাবিক হয়ে যাবে।  এদিকে পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার এইচ এম শফিকুর রহমান বলেন, বুধবার সকাল ৯টার দিকে বাড্ডায় ফুজি ট্রেড সেন্টারের সামনে আকাশ পরিবহনের একটি বাসের চাপায় আইরিন নামের ওই নারীর প্রাণ যায়।এবি 

    Loading…