এইমাত্র
  • ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা?, প্রশ্ন পরীমণির
  • বাংলা একাডেমি পুরস্কারের নামের তালিকা স্থগিত
  • জন সম্পৃক্ত এবং গুরুত্ব বুঝে প্রকল্প নিতে হবে: উপদেষ্টা ফারুক
  • কাঁচা শাক-সবজি খেয়েই ১০ বছর ধরে বেঁচে আছেন ‘সিরাজী’
  • মহিলা লীগ নেত্রী পাখি গ্রেফতার
  • নওগাঁয় মিলছে না মেনিনজাইটিস টিকা, দুশ্চিন্তায় হজ যাত্রীরা
  • মিছিল করে আতঙ্ক সৃষ্টির অভিযোগ: নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী আটক
  • বিএনপি দেশের প্রতিটি ক্লান্তি লগ্নে হাল ধরেছে: নাজমুল হাসান অভি
  • ভাই ইমোশনাল হয়ে পোস্ট দিয়েছে, অভিনয় ছাড়বো বলিনি: তামিম মৃধা
  • রাব্বি হত্যায় জড়িতদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম অন্যথায় থানা ঘেরাও
  • আজ রবিবার, ১২ মাঘ, ১৪৩১ | ২৬ জানুয়ারি, ২০২৫

    শিক্ষাঙ্গন

    কৃষি গুচ্ছ থেকে বের না হওয়ার কারণ জানালেন বাকৃ‌বি উপাচার্য
    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া জানান, আমা‌দের ইচ্ছা ছিল কৃষি গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার। তবে দেশের সামগ্রিক অবস্থা এবং শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনা করে কৃষি গুচ্ছ থেকে বের হয়নি। আগামী বছর অবশ‌্যই চেষ্টা করব কৃ‌ষি গুচ্ছ থে‌কে বের হ‌য়ে যাওয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মতো আলাদা আলাদা বিভাগে ভর্তি পরীক্ষা আয়োজনের প‌রিকল্পনা র‌য়ে‌ছে।” শনিবার (২৫ জানুয়ারি) ঢা‌বির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা, আইন এবং সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।উপাচার্য আরও বলেন, “কৃষি গুচ্ছ ব্যবস্থা চালু করা হয়েছিল যাতে শিক্ষার্থীরা কম খরচে এবং কম কষ্টে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। তবে পরীক্ষার তারিখ বিলম্ব হওয়ায় অনেক শিক্ষার্থী অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যায়, যার ফলে পরীক্ষায় উপস্থিতির হার কিছুটা কমে যায়। তবে যারা কৃষিবিদ হতে চায়, তারা অবশ্যই পরীক্ষায় অংশ নেয়।এফএস
    শিক্ষকদের অবহেলায় বন্ধ ক্লাশ পরীক্ষা, শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ
    যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানে এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি (এপিপিটি), প্রস্তাবিত ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা এক অভিনব প্রতিবাদ জানিয়েছেন।শনিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় দিবসে বিভিন্ন বিভাগের পিঠার স্টল দেখা গেলেও এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি (এপিপিটি), প্রস্তাবিত ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য বরাদ্দকৃত স্টলে দেখা যায় একটি সাদা ব্যানারে লাল রঙের লেখায় অর্থাৎ রক্তাক্ত লেখায় 'আমাদেরও অধিকার ছিল বিশ্ববিদ্যালয় দিবস পালন করার'।জানা যায়, ক্লাস-পরীক্ষা বর্জন ও পিঠা উৎসবে উদযাপন থেকে বঞ্চিত করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিনব প্রতিবাদের মাধ্যমে নিজেদের হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।এ বিষয়ে জানতে চাইলে এক শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করার অধিকার আমাদেরও ছিল। বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন হচ্ছে অথচ আমরা উক্ত আয়োজন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আমরাও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এসব আয়োজনে অংশগ্রহণ করার ইচ্ছা, আকাঙ্ক্ষা, অধিকার সবটাই আমাদের ছিল। কিন্তু সেই অধিকার থেকেও শিক্ষকরা আমাদের বঞ্চিত করেছেন।ভিসি স্যারের কথায় আমরা আশ্বস্ত হয়ে ক্লাসে ফিরলেও বিভাগের শিক্ষকদের নাটকীয় দাবি শুরু হয়। যার জন্য ক্লাস পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেন তাঁরা। দফায় দফায় আমরা ক্লাসে ফেরার জন্য চেষ্টা করি, কিন্তু স্যাররা আমাদের ক্লাসে ফেরার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। আমরা চেয়েছিলাম ক্লাসে ফিরে শিক্ষক-শিক্ষার্থী মিলে বিশ্ববিদ্যালয়ের উদযাপন করব। কিন্তু উক্ত উদযাপনের বিষয়ে ডিপার্টমেন্ট থেকে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি।শিক্ষকরা আমাদের ক্যারিয়ার নিয়ে ছেলেখেলা শুরু করেছে, যা নিয়ে আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের জীবন নিয়ে আতঙ্কিত।শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে এপিপিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, 'ডিপার্টমেন্টের নাম ও সাটিফিকেট পরিবর্তন নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে একটি সমস্যা চলছে দীর্ঘদিন ধরে। তবে সমস্যা রিজেন্ট বোর্ডে প্রায় সমাধান হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিভাগের একজন শিক্ষককে দায়িত্ব দিয়েছিলাম। তিনি শিক্ষার্থীদের সঙ্গে বারবার চেষ্টা করেন। তবে এপিপিটি বিভাগের স্টলে শিক্ষার্থীদের লাগানো বিষয়ে আমি অবগত নই।'তবে বিশ্ববিদ্যালয় দিবসে অংশগ্রহণের জন্য কোনো শিক্ষককে দায়িত্ব দিয়েছেন, সে বিষয়ে ওই শিক্ষকের নাম উল্লেখ করেননি।উল্লেখ্য, ডিগ্রি-সংক্রান্ত জটিলতায় গণঅভ্যুত্থানের পর থেকেই ক্লাস পরীক্ষা বন্ধ রেখে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ ১৮ ডিসেম্বর ডিগ্রি ও বিভাগের নাম ফুড ইঞ্জিনিয়ারিং করার আশ্বাসে ক্লাসে ফেরার ঘোষণা দেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা জানায়,জানুয়ারি থেকে ক্লাস হওয়ার কথা থাকলেও একদিন ক্লাস নিয়ে আন্দোলনের জন্য মাফ চাওয়ার কথা বলা হয়। শিক্ষার্থীরা মৌখিকভাবে মাফ চাইলেও নিজেদের নিরপরাধ এবং অধিকার আদায়ের জন্য এ আন্দোলন ছিল বলে লিখিত মাফ চাওয়ার বিষয়ে আপত্তি জানায়। যার ফলে ক্লাসে না ফেরার ঘোষণা দেন শিক্ষকরা।এফএস
    নানা আয়োজনে যবিপ্রবির জন্মদিন পালিত
    বর্ণিল পথ আল্পনা, কেক কাটা, পিঠা উৎসব, পোস্টার প্রেজেন্টেশন, বেলুন উড়ানো, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।সকাল ৯ টায় প্রশাসনিক ভবনের সম্মুখে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ জাতীয় পতাকা এবং মাননীয় কোষাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচী শুরু হয়। সকাল ১০.৩০ মিনিটে প্রধান ফটক থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন যবিপ্রবির মাননীয় উপাচার্য।উদ্বোধন শেষে যবিপ্রবি উপাচার্য ও কোষাধ্যক্ষ মহোদয়সহ আগত অন্যান্য অতিথিরা বিভিন্ন বিভাগের পোস্টার প্রেজেন্টেশন, পিঠা উৎসবের স্টল ও পথ আল্পনাসমূহ পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ের ২৭টি বিভাগ, ভেটেরিনারি মেডিসিন অনুষদ, অ্যালামনাই এ্যাসোসিয়েশন, বিল্পব-২৪, উদ্যোক্তা স্টলসহ পিঠার বাহারী নামকরণ করে। স্টলগুলোতে নানা ধরণ, বাহারী আকৃতি ও ঋতু বৈচিত্র অনুযায়ী সুস্বাদু পিঠার পসরা দেখে সবাই চমৎকৃত হন।দুপুর ১ টায় যবিপ্রবির কেন্দ্রীয় মাঠে বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, যবিপ্রবি প্রত্যন্ত অঞ্চলের বিশ্ববিদ্যালয় হয়েও দেশ ও বিদেশের মধ্যে আলোকবর্তিকা হওয়ার গৌরব অর্জন করেছে। বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মিলিত চেষ্ঠায় জ্ঞান ও বিজ্ঞানে যবিপ্রবি বিশে^র দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। গবেষণায় নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশ ও বিশ্বকে নতুন অনেক কিছু দিবে এই বিশ্ববিদ্যালয়। এজন্য সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের এক হয়ে কাজ করার আহবান জানান তিনি।যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ আরোও বলেন, জুলাই বিপ্লবে শহীদের রক্ত এখনো শুকিয়ে যায়নি। আমরা একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে একসাথে কাজ করে যাবো। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় যাঁরা অগ্রণী ভূমিকা রেখেছে তাদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমরা দক্ষ জনবল তৈরির মাধ্যমে এই দেশকে আরো এগিয়ে নিয়ে যাবো। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হোসাইন আল মামুন বলেন, অতি সম্প্রতি শীর্ষে আরোহন করা বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আজ ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কর্ম, প্রতিটি অবদান বিশে^র উপর প্রভাব পড়বে, সেই অগ্রযাত্রায় যবিপ্রবি শামিল হয়েছে এবং এই বিশ্ববিদ্যালয় আরোও এগিয়ে যাবে বলে তিনি আশ্বাস দেন।ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মীর মোশারফ হোসেনের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম, ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ জাফিরুল ইসলাম, বিশিষ্ঠ শিক্ষাবিদ ও সম্মানিত রিজেন্ট বোর্ড সদস্য অধ্যাপক নার্গিস বেগম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ আমজাদ হোসেন, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের আহ্বায়ক রাশেদ খান।এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, দপ্তর প্রধানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক এ. এইচ. এম শাহারিয়ার। বিকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।উচ্চ শিক্ষার মাধ্যমে আধুনিক জ্ঞান চর্চা ও গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২০০৭ সালের ২৫ জানুয়ারি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের সাজিয়ালী মৌজায় ৩৫ একর জায়গা জুড়ে বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে আটটি অনুষদের অধীনে ২৭ টি বিভাগ রয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ে প্রায় ৪ হাজার ৬২২ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকসহ মোট ৩৪৯ জন শিক্ষক, বিভিন্ন গ্রেডের ১৬৩ জন কর্মকর্তা এবং ৩৪৬ জন কর্মচারী কর্মরত আছেন।এফএস
    বাকৃবি কেন্দ্রে ঢাবির ভর্তি পরীক্ষার উপস্থিতি শতকরা ৯৩.৮ শতাংশ
    বাংলা‌দেশ কৃ‌ষি বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে (বাকৃ‌বি) ঢাকা বিশ্ব‌বিদ‌্যালয়ের (ঢা‌বি) ২০২৪-২৫ শিক্ষাব‌র্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভ‌র্তি পরীক্ষা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।শ‌নিবার (২৫ জানুয়া‌রি) সকাল ১১টায় ভর্তি পরীক্ষা শুরু হয় এবং দুপুর সাড়ে ১২ টায় পরীক্ষা শেষ হয়। ঢাবির ভর্তি পরীক্ষার বাকৃবি কেন্দ্রে   ৯৩.৮ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন।ভর্তি পরীক্ষা পরিচালনার সুবিধার্থে বাকৃবি কেন্দ্রে আসন বিন্যাস মোট ১৮ টি অঞ্চলে বিভক্ত করা হয়। ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৮ হাজার ২ শত ৭১ জন।ভর্তি পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের  বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছেন বাকৃবির উপাচার্য  অধ্যাপক ড. এ কে ফজলুল  হক ভূঁইয়া। এসময়  উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক , রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)   ড. মো হেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো আব্দুল আলীম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির, নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড.মো আরিফুল ইসলাম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দসহ প্রশাসনিক বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিবর্গ।বাকৃবির ডিন কাউন্সিলের আহবায়ক এবং ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করেছে। পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিলে শতকরা ৯৩.৮ শতাংশ।ভর্তি পরীক্ষা উপলক্ষে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, বাকৃবি কেন্দ্রে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষার জন্যে প্রতিটি কেন্দ্রেই সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থীরা সুন্দর ভাবে পরীক্ষা সম্পন্ন করে যেনো নিজেদের ভর্তি নিশ্চিত করতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করছি।এফএস
    ববিতে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
    বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আঞ্চলিক কেন্দ্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান (খ) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় মোট উপস্থিতির হার ছিল ৯৩ দশমিক ৪৩ শতাংশ।শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টা থেকে  শুর হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষাটি সম্পন্ন হয়। এ সময় ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, ট্রেজারার অধ্যাপক ড. মো. মামুন আর রশিদসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।উল্লেখ্য, এ বছর ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪১৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ফলে প্রতি আসনের জন্য ৪৩ জন শিক্ষার্থী লড়াই করবেন। ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৭৮৭ জন।পিএম
    ঢাবির ভর্তি পরীক্ষা শুরু, আসন প্রতি লড়ছেন ৪৩ শিক্ষার্থী
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪১৮ শিক্ষার্থী লড়াইয়ে বসেছেন। এ ইউনিটে প্রতি আসনের জন্য ৪৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিচ্ছেন।শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় এই পরীক্ষা শুরু হয়, যা ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাটি একযোগে অনুষ্ঠিত হচ্ছে।শিক্ষার্থীরা সকাল সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়েছেন। ইতোমধ্যে শিক্ষার্থীদের আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।পরীক্ষার বিষয়ে প্রবেশপত্রে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূলকপি সঙ্গে নিয়ে আসতে হবে। প্রশ্ন ও উত্তরপত্রে সব লেখায় কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে। সব ধরনের পেন্সিলের ব্যবহার নিষিদ্ধ।এ ছাড়া সব ধরনের ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ফোন, ব্লু-টুথ বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র পরীক্ষার হলে নেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে এমন ডিভাইস পাওয়া গেলে তার ভর্তি-পরীক্ষা সরাসরি বাতিল হবে।কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪১৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৩ শিক্ষার্থী।বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের ওপর ১০০ মার্কের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে এমসিকিউ অংশে ৬০ মার্ক এবং লিখিত অংশে ৪০ মার্ক থাকবে।এর আগে, গত বছরের ৪ নভেম্বর ভর্তি আবেদন শুরু হয়ে তা ২৭ নভেম্বর রাত ১২টায় শেষ হয়।
    ববির ছাত্রলীগ কর্মীকে দরজা ভেঙে ছাড়িয়ে নিয়ে বিজয় মিছিল
    ছাত্রলীগ কর্মীর অভিযোগে এক শিক্ষার্থীকে আটকিয়ে রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একদল শিক্ষার্থীরা। আটক হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীকে মারধরের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নিরাপত্তা কক্ষে দেড়ঘন্টা ধরে আটকিয়ে রাখেন তারা। পরে দরজা ভেঙে ছাড়িয়ে নিয়ে বিজয় মিছিল করে তার সহপাঠীরা। শিক্ষার্থীদের অভিযোগ, তারা সহপাঠী না, বিগত সময়ে তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলো। ওই ছাত্রলীগ কর্মীর নাম শাহরিয়ার সান। শাহরিয়ার আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে অভিযোগ তোলেন একদল শিক্ষার্থী।  শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের হাতে আটক হয় এই ছাত্রলীগ কর্মী।রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব আহমেদ বলেন, জুলাইয়ে ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করে এই শাহরিয়ার সান। সে ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় জড়িত ছিলো। সাধারণ শিক্ষার্থীরা তাকে পুলিশে সোপর্দ করার জন্য আটকিয়ে রেখেছিলো। কিন্তু তার সহপাঠীর নাম করে কিছু ছাত্রলীগ কর্মীরা তালা ভাঙার চেষ্টা করে। এক পর্যায়ে দরজা ভেঙে তাকে (শাহরিয়ার) ছাড়িয়ে নিয়ে যায়। যেটা দুঃখজনক। ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীদের অবস্থান এই ক্যাম্পাসে হবেনা।ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী মো. মোশাররফ হোসেন বলেন, সাধারণ শিক্ষার্থীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী শাহরিয়ারকে আটক করে রাখে । পরবর্তীতে ছাত্রলীগের সাথে জড়িত তার সহপাঠীরা তাকে নিরাপত্তা কক্ষের দরজা ভেঙে ছাড়িয়ে নিয়ে যায়। যাকে আটক করে রেখেছিলো সে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলা চালিয়েছিলো।বাংলা বিভাগের শিক্ষার্থী আশিক আহমেদ জানান, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিলো শাহরিয়ার । তবে তাকে কারা ছাড়িয়েছে তা ভিডিও ফুটেজ দেখে বের করলে বোঝা যাবে।এছাড়া এর আগে যারা ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিলো তাদের উপর্যুক্ত শাস্তি চাই।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ টি এম রফিকুল ইসলাম জানান, আমরা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি।পিএম
    রুটিন পুনর্বহালের দাবিতে ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
    ঢাবি অধিভুক্ত সাত কলেজের পরীক্ষার নতুন রুটিন বাতিল করে পূর্বের রুটিন অনুযায়ী পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) রাত ৯টা ৩০ মিনিটে ঢাকা কলেজের হলপাড়া থেকে মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে নিউমার্কেট হয়ে নিলক্ষেত ঢাবির গণতন্ত্র তোরণ এর সামনে বক্তব্যের পর ক্যাম্পাস এসে সমাপ্ত হয়। এসময় তারা সিন্ডিকেটের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন,  সিন্ডিকেটের রুটিন মানি না মানবো না, অবৈধ রুটিন মানি না মানবো না, বাহালুলের গদিতে আগুন জ্বালো একসাথে, শিক্ষা নিয়ে বানিজ্য মানি না মানবো না, প্রহসনের রুটিন মানি না মানবো না, বাহালুলের চামড়া তুলে নেবো আমরা এবং ঢাকা কলেজ আসছে রাজপথ কাপছে ইত্যাদি স্লোগান দেয়।ঢাকা কলেজের শিক্ষার্থী আবিদ হাসান বলেন, ঢাবি আমাদের মূল্যায়ন না করলেও আমরা তাদের মূল্যায়ন করি। কিছু দিন পর আমাদের সাত কলেজের ক্যাম্পাসে ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। যদি এই রুটিন সংশোধন না করে তাহলে সাত কলেজের ক্যাম্পাসে ঢাবির ভর্তি পরীক্ষা হতে দেওয়া হবে না।পিএম
    তৃতীয়বারের মতো আন্তর্জাতিক কনফারেন্স হবে বুটেক্সে
    বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) তৃতীয়বারের মতো আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ২০২৫’ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হবে চলতি বছরের ২৪ মে। এবার ফ্যাশন ইনোভেশন ও টেকসই অ্যাপারেল প্রোডাকশনের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আন্তর্জাতিক এ কনফারেন্সটির পরিচালনায় থাকবে ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং অনুষদ। কনফারেন্সে অংশগ্রহণকারীরা ফ্যাশন ইনোভেশন, ব্র্যান্ডিং ও রিটেইলিং, টেক্সটাইল ইন্ডাস্ট্রি ৪.০ ও ৫.০, ফাংশনাল টেক্সটাইলস অ্যান্ড ওয়্যারএবেল টেকনোলজি, টেকনোলজি অব ফাইবার প্রসেসিং, রোবটিক্স অ্যান্ড অটোমেশন ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল, ক্লথিং কমফোর্ট, সারফেস ফাংশনালাইজেশন অ্যান্ড কোটিং, অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড কনজিউমার সায়েন্স, টেকনোলজি অব এডিটিভ ম্যানুফ্যাকচারিং, নেক্সট-জেন ফাইবারস অ্যান্ড ম্যাটেরিয়ালস, ফাইবার-রিইনফোর্সড কম্পোজিট ম্যাটেরিয়ালস, বায়োপলিমারস অ্যান্ড টেক্সটাইল পলিমার কেমিস্ট্রি, ন্যানো-সায়েন্স ইন টেক্সটাইলস, কেমিস্ট্রি অব ডাইস অ্যান্ড কেমিক্যালস, টেক্সটাইল মেশিনারিজ অ্যান্ড মেইনটেন্যান্স, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, রিসাইকেলিং, লাইফ সাইকেল অ্যানালাইসিস, সাসটেইনেবিলিটি অ্যান্ড সার্কুলারিটি, টেক্সটাইল ইকোনমি অ্যান্ড সাসটেইনেবল সাপ্লাই চেইন, ওয়েস্ট অ্যান্ড ওয়েস্ট-ওয়াটার ম্যানেজমেন্ট, রিনিউএবল এনার্জি, কমপ্লায়েন্স অ্যান্ড কমার্শিয়াল ইস্যুস অব অ্যাপারেল ইন্ডাস্ট্রি, টেক্সটাইল রিসার্চ অ্যান্ড এডুকেশন ইত্যাদি বিষয়ে গবেষণাপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন। উল্লেখ্য, বুটেক্সে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল গত বছর ২৩ মে। ওই সম্মেলনে প্রায় ১০০টি গবেষণাপত্র জমা পড়েছিল। রেজিস্ট্রেশন ফি ও বিস্তারিত তথ্যের জন্য: https://www.butex.edu.bd/conference-2025/
    'জরুরি সেবা' চালু করলো যবিপ্রবি
    শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক সকলের জন্য 'জরুরি সেবা' চালু করলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি)।বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় জরুরি সেবা কক্ষ উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ। এ সময় তিনি বলেন, এখানে প্রাথমিক পর্যায়ে সার্বক্ষনিক একজন ইলেক্ট্রিশিয়ান, একজন এম্বুলেন্স ড্রাইভার ও একজন প্লাম্বার থাকবে। যাতে উক্ত সেবাগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অর্থাৎ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের জন্য নিশ্চিত করা যায়। পর্যায়ক্রমে আরো বেশ কিছু সেবা এর আওতায় আসবে। যবিপ্রবিকে বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়তে যা যা প্রয়োজন তাঁর সবকিছু করা হবে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. হোসাইন আল মামুন, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, প্রধান প্রকৌশলী ড. এইচ এম জাকির হোসেন, পরিবহন প্রশাসক ড. মো. শিমুল ইসলাম, হিসাব দপ্তরের পরিচালক মো. জাকির হোসেনসহ আরো অনেকে।এছাড়া জরুরি সেবা পেতে পিএবিএক্স (টেলিফোনে) ৬০১ ডায়াল করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে একটি হটলাইন নাম্বার  চালু করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।পিএম
    রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ চলমান
    স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ২য় দিনের মতো বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থীরা সকল প্রকার ক্লাস পরীক্ষা বর্জন করে একাডেমিক ভবনে তালা লাগিয়ে দেয়।বুধবার (২২ শে জানুয়ারি) সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর ক্যাম্পাস- ৩ এর সামনে দুপুর সাড়ে ১২টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ শুরু করে। দুপুর ১টায় শিক্ষার্থীরা মহাসড়কে বসে অবরোধ শুরু করে। অবরোধের ফলে বগুড়া নগরবাড়ি মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী মাহফুজ আলম সমুদ্র জানায়, আজ আমরা মহাসড়কে ক্লাস করবো সেই সাথে শিক্ষার্থীদের একটি দল ভিসি ড. হাসান তালুকদারের সাথে সাক্ষাৎ করতে যাবে। অবরোধ আনুমানিক বিকাল ৪টা পর্যন্ত চলবে।আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, প্রতিষ্ঠার ৮ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ভাড়া ভবনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম গ্রহণ করতে হয়। এটা একজন শিক্ষার্থীর কাছে লজ্জা এবং অপমানজনক তাই আমরা সকল বৈষম্য দূর করে দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানাই। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দৃশ্যমান অগ্রগতি না হলে আমাদের আন্দোলন চলমান থাকবে।উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বগুড়া নগরবাড়ি মহাসড়ক সাড়ে চার ঘন্টা অবরোধ করে রাখে। পরে বিকাল ৪টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এস‌এম হাসান তালুকদার শিক্ষার্থীদের আশ্বস্ত করলে বিকাল সাড়ে ৪টায় শিক্ষার্থীরা মহাসড়ক থেকে উঠে গেলে যানচলাচল স্বাভাবিক হয়এমআর
    ববি ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হাসিবুল, সেক্রেটারি মাসুম বিল্লাহ
    ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে । এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছে রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিবুল হোসেন , সহ-সভাপতি হিসেবে উপকুলবিদ্যা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সালেহ মুহাম্মাদ হাসিবুল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে মৃত্তিকা পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মাদ মাসুম বিল্লাহ।  মঙ্গলবার ( ২১ জানুয়ারি) দুপুর ২:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের অপজিটে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন এ কমিটির অনুমোদন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, আমরা ৪৭, ৫২, ৭১ এ বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম কিন্তু বৈষম্য দূর হয়নি। ২৪ এসে আবারো রক্ত দিলাম কিন্তু এখনো রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে আগের মতোই দূর্নীতি চলমান। বৈষম্য দূরীকরণের লক্ষ্যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নাই। তিনি আরো বলেন, এদেশে সাম্প্রদায়িকতার দোহায় দিয়ে কেবল মুসলমানদের ধর্মীয় অধিকার হরণ করা হয়, দাড়ি টুপি তথা ইসলাম পোশাকের দিকে বাঁকা চোখে তাকানো হয়। বোরকা পরে জুলাই অভ্যুত্থানে আন্দোলন করা গেলে টকশোতে কেনো বোরকা পরা যাবে না প্রশ্ন তোলেন তিনি। জুলাই আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকার প্রশংসা করে ছাত্রদের পড়াশোনার পাশাপাশি খোদাভীতি অর্জনের মাধ্যমে নৈতিক চরিত্র গঠনের আহবান জানান। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ.এস.এম হাসিবুল্লাহ'র সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএম কলেজের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ও ইসলামী আন্দোলন বরিশাল মহানগরীর সভাপতি প্রফেসর মুহাম্মদ লোকমান হাকিম, ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় পাবলিক বিশ্বিবদ্যালয় সম্পাদক মাহবুব হোসেন মানিক, কেন্দ্রীয় সূরা সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, কেন্দ্রীয় শুরার সাবেক সদস্য এসএম তৌহিদ বাশার, ববি শাখার সাবেক সভাপতি শাহীন মাহমুদ, বরিশাল মহানগর শাখার সভাপতি গাজী রেদোয়ান সহ প্রমুখ নেতৃবৃন্দ।এমআর
    বাকৃবিতে রিকশাচালকদের দৌরাত্ম্যের অভিযোগ
    অ‌নেকটা অস্বাস্থ‌্যকর প্রতি‌যো‌গিতায় নে‌মে‌ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক‌্যা‌ম্পাসে রিকশাচালকরা। শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ, রাতে অতিরিক্ত ভাড়া আদায়, টানাহেঁচড়া, মুখের ওপর টাকা ছুড়ে মারা এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার বিষয়ে অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।শিক্ষার্থীদের মতে, রিকশাচালকদের কোনো আইডি কার্ড বা নির্দিষ্ট পোশাক নেই। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ভাড়া নির্ধারণ না করা এবং হয়রানির পর দ্রুত পদক্ষেপ না নেওয়ায় এ সমস্যাগুলো বাড়ছে।ভে‌টে‌রিনারি অনুষ‌দের দ্বিতীয় ব‌র্ষের শিক্ষার্থী রা‌শেদ। মধ‌্যরা‌তে বা‌ড়ি থে‌কে হ‌লে ফির‌ছি‌লেন। ক্যাম্পাস নিরিবিলি থাকায় রিকশাচালক হলের নিকটবর্তী স্থা‌নে না‌মি‌য়ে দেয়। এরপর স্বাভাবিক ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি দাবি করে। অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে টানাহেঁচড়া করে এবং ব্যাগ কেড়ে নেয়। মারধ‌রের শিকার হ‌য়ে অব‌শে‌ষে অ‌তি‌রিক্ত অর্থ দি‌তে বাধ‌্য হয়। শুধু যে ছে‌লে শিক্ষার্থীরা এমন ঘটনার শিকার হ‌চ্ছে এই রকম নয়। নারী শিক্ষার্থীরাও এমন ঘটনার শিকার হচ্ছেন।এই বিষ‌য়ে শিক্ষার্থী তাসনিম আদিবা জানান, "ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার দিন দিন বাড়ছে। বিশেষ করে সন্ধ্যা ও শুক্রবারের দিকে রিকশাচালকদের অশোভন আচরণ বেড়ে যায়। অতিরিক্ত ভাড়া না দিলে তারা পথ আটকে দেয়। রাতে যাতায়াত করতে ভয় লাগে। তর্কবিতর্ক ও টাকা ছুড়ে ফেলার ঘটনা এখন নিত্যদিনের ব্যাপার।অ‌ভি‌যো‌গের বিষ‌য়ে প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম জানান, শিক্ষার্থীদের স্বার্থে আমরা নির্দিষ্ট  মা‌নের ভাড়ার নির্ধারণ করে দিব। ওই ভাড়ায় রিকশাচালকদের রুটি-রুজিগা‌রের কোন সমস্যা হ‌বে না। এই মুহূ‌র্তে সব রিকশা বা অ‌টো চালকদের আইডি কার্ড দেওয়া সম্ভব নয়। কারণ আমাদের ক্যাম্পাস উন্মুক্ত হওয়ায় বা‌হি‌রের চালকরা এক-দুজন যাত্রী নিয়ে এখান‌ে চল আসেন। ত‌বে তা‌দের জন্য নির্দিষ্ট পোশাক চালু করার কথা ভাবছি, যাত‌ে তাদের সহজই শনাক্ত করা যায় । আমরা চাই শিক্ষার্থীরা নিরাপদ ও সাচ্ছন্দ্যে থাকুক। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় কাজ করে যাচ্ছি।"এবি 
    ঢাকা কলেজের অধ্যক্ষের সঙ্গে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়
    ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতা-কর্মীরা।মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে অধ্যক্ষের কার্যালয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান ও সদস্য সচিব মিল্লাদ হোসেনের নেতৃত্বে এ শুভেচ্ছা বিনিময় হয় ।শুভেচ্ছা বিনিময়কালে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন।এসময় পিয়াল হাসান বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ভ্যানগার্ড খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিবাচক কাজের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকবে । কোনো ধরনের সহিংসতা প্রশ্রয় দেওয়া হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করবে ছাত্রদল।সদস্য সচিব মিল্লাদ হোসেন বলেন, বিগত সময়ে শত জুলুম নির্যাতন সহ্য করেও শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদলের নেতাকর্মীরা। আগামীতেও শিক্ষার্থীদের পাশে থাকবেন নেতাকর্মীরা। সেই সাথে ক্যাম্পাসে নানা ধরনের শিক্ষামূলক কর্মসূচি  পরিচালনা করবে ছাত্রদল।এফএস
    ৩১ আসনে ভর্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নজরুল বিশ্ববিদ্যালয়
    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ৩১ আসনে ভর্তির গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়। ১০টি বিভাগ থেকে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ১, দর্শন ৫, ইতিহাস ১, ইইই ১, ফোকলর ১৩, নৃবিজ্ঞান ৬, পপুলেশন সায়েন্স ১, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন ১, ব্যবস্থাপনা ১, ও মার্কেটিং বিভাগের ১টি আসনসহ মোট ৩১টি শূণ্য আসনের বিপরিতে ভর্তি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গুচ্ছভুক্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) বিএ/বিএসসি (ইঞ্জি.)/বিএসএস/বিবিএ/ এলএলবি/বিএফএ শ্রেণির এ. বি এবং সি ইউনিটে শূণ্য আসনে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে শিক্ষার্থীদের নামের পাশে উল্লিখিত বিভাগে আগামী ২২ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রিপোর্ট গ্রহণ পূর্বক মেধাক্রম ও বিভাগের পছন্দক্রম অনুযায়ী দুপুর ২.০০-৪.০০ ঘটিকার মধ্যে স্ব-স্ব বিভাগে উপস্থিত হয়ে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।এ ছাড়া কোটা সংক্রান্ত আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) বিএ/বিএসসি (ইঞ্জি.)/বিএসএস/বিবিএ/এলএলবি/বিএফএ শ্রেণির এ, বি এবং সি-ইউনিটের সংযুক্ত তালিকা অনুযায়ী কোটার শূণ্য আসনে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে আগামী ২২ জানুয়ারি সকাল ১০.৩০ টা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ পূর্বক ফলাফল প্রকাশ করা হবে। উল্লেখ্য, এর আগে ৬ষ্ঠ মেধাতালিকা প্রকাশ এবং অভ্যন্তরীণ মেরিট ঈ মাইগ্রেশনের পর ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ৮৭তম সিন্ডিকেট সভায় গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত গৃহিত হয়। এমআর

    Loading…