এইমাত্র
  • কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
  • দীর্ঘ প্রবাস জীবন শেষে ঢাকা ফিরছেন বেবী নাজনীন
  • শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
  • রাজধানীতে বেড়েছে সবজির দাম, পেঁপে ছাড়া বেশ কিছু সবজি ১০০ টাকা ছাড়িয়ে
  • কথিত সেই ব্যক্তি আমুর আইনজীবী নন: পিপি ফারুকী
  • নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল
  • ট্রাম্পের জয়কে ‘ন্যায্য ও স্বচ্ছ’ বললেন বাইডেন
  • সুইজারল্যান্ডের বিমানবন্দরে হেনস্তার শিকার আসিফ নজরুল
  • ধূমপানের পর নামাজ আদায় করলে কি তা কবুল হবে?
  • নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • আজ শুক্রবার, ২৪ কার্তিক, ১৪৩১ | ৮ নভেম্বর, ২০২৪

    প্রবাস

    মালয়েশিয়ায় ৪৮ বাংলাদেশি আটক
    মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোটাভারুতে ইমিগ্রেশনের অভিযানে আটক হয়েছেন ৪৮ বাংলাদেশি। বুধ ও বৃহস্পতিবার দুই দিনের অভিযানে রাজ্যের কোটা ভারু এবং মাচাং শহরের চারপাশে এনফোর্সমেন্টের অভিযানে ৪৮ বাংলাদেশিসহ ৫৬ জন অবৈধ অভিবাসীকে আটক করে ইমিগ্রেশন বিভাগ।বৃহস্পতিবার স্টেট ইমিগ্রেশনের উপ-পরিচালক (ব্যবস্থাপনা), নিক আখতারুল হক নিক আবদুল রহমান এক বিবৃতিতে জানান, আটকদের মধ্যে ৪৮ বাংলাদেশি ছাড়াও, ৪ ইন্দোনেশিয়ান পুরুষ ও ৩ জন নারী এবং একজন নেপালি পুরুষ নাগরিক রয়েছেন।নিক বলেন, কেলান্তান জিআইএম ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিভিশনের বিভিন্ন পদমর্যাদার ১৮ জন অফিসারের সমন্বয়ে গোয়েন্দা তথ্যেও ভিওিতে অপ্স মাহির/সাপু নামে  কোটা ভারু শহরের কাম্পুং কোক পাসির, কাম্পুং টেম্পোয়াক, কাম্পুং বেটিং লেবার কেমুমিন কোটা ভারু, কাম্পুং মেরবাউ চোন্ডং, পুলাই চোনডং এবং মাচাংসহ বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হয়।আটক ২৩ থেকে ৫০ বছর বয়সি অভিবাসীদের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানিয়েছে রাজ্যের ইমিগ্রেশন বিভাগ।এদিকে বিদেশিদের কোনো অবৈধ কার্যকলাপ এবং অবৈধ অভিবাসীদের সম্পর্কে তথ্য দিতে রাজ্যের জনসাধারণকে আহ্বান জানিয়েছে। এছাড়া অবৈধ অভিবাসী রক্ষায় মাস্টারমাইন্ড, সহায়তাকারীর বিরুদ্ধে আপস ছাড়াই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।এসএফ  
    যুক্তরাষ্ট্রের নির্বাচনে ৫ বাংলাদেশির জয়
    যুক্তরাষ্ট্রের নির্বাচনে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য থেকে পাঁচ বাংলাদেশি নির্বাচিত হয়েছেন। বেসরকারি নির্বাচনী ফলাফল এবং স্থানীয় কমিউনিটি এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। পরেরদিন বুধবার ফলাফল প্রকাশিত হয়। বিজয়ী বাংলাদেশিরা হলেন- জর্জিয়া স্টেট সিনেটর পদে ডেমোক্রাট প্রার্থী শেখ এম. রহমান, একই স্টেটের অপর ডিস্ট্রিক্ট থেকে সিনেটর নাবিলা ইসলাম, কানেকটিকাট স্টেট সিনেটর মাসুদুর রহমান এবং নিউ হ্যাম্পশায়ার স্টেট রিপ্রেজেনটেটিভ আবুল খান এবং নিউজার্সি প্লেইন্স বরো টাউনশিপ থেকে কাউন্সিলম্যান ড. নুরান নবী।নিউজার্সি প্লেইন্স বরো টাউনশিপ থেকে পঞ্চম মেয়াদে নির্বাচিত হয়েছেন কাউন্সিলম্যান ড. নুরান নবী। তিনি ২০০৭ সাল থেকে টানা ১৪ বছর ধরে এ পদে আছেন। তার টাউনশিপে একজন মেয়র এবং ৫ জন কাউন্সিলম্যান রয়েছেন। তিনি কাউন্সিলম্যান হিসাবে কালচারাল এবং হেরিটেজ বিষয়ের দায়িত্বে রয়েছেন। নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের আইনসভার সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আবুল বি খান। এ নিয়ে ছয়বার আইনসভার সদস্য নির্বাচিত হলেন তিনি।আবুল খান বলেন, ‘আমি খুবই আপ্লুত। মানুষ আমাকে ছয়বারের মতো সর্বোচ্চ ভোটে নির্বাচিত করেছে। আমি রিপাবলিকান থেকে পাস করলেও এখন আমি সর্বস্তরের, সব দলের মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করব। আমাদের সরকার সব সময়ই কর না বাড়ানোর পক্ষে। শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতির পক্ষে। আমরা সেই লক্ষ্যেই কাজ করব।এর বাইরে পেনসিলভেনিয়া, মিশিগান, নিউজার্সিসহ অন্যান্য অঙ্গরাজ্যের বেশ কয়েকজন বাংলাদেশি-আমেরিকান কাউন্টি ও অন্যঅন্য পর্যায়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে তদের ফলাফল এখনো জানা যায়নি।এইচএ
    মালয়েশিয়ায় মানব পাচারের শিকার ৬ বাংলাদেশি উদ্ধার
    মালয়েশিয়ায় মানব পাচারের শিকার ৬ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার (৪ নভেম্বর) সেলাঙ্গর রাজ্যের ক্লাং সেন্ট্রালে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা করা হয়।গোয়েন্দা ও স্পেশাল অপারেশন ডিভিশনের অভিযানে পুত্রজায়া ইমিগ্রেশন সদর দফতর মানব পাচার সিন্ডিকেটের সাথে জড়িত ৩০ বছর বয়সী এক বাংলাদেশিকেও গ্রেফতার করেছে।জেআইএম এক বিবৃতিতে বলেছে সিন্ডিকেট ভুক্তভোগীদের পর্যটক হিসেবে নিয়ে আসে। এরপর তাদেরকে নেয়া হয় একটি ‘ট্রানজিট হাউজে’।আরও জানানো হয়, সিন্ডিকেটটি প্রতিটি মানুষের কাছ থেকে চার্জ ফি হিসেবে ১৫ হাজার রিঙ্গিত এবং ভুক্তভোগীকে ‘ট্রানজিট হাউজ’ থেকে ছেড়ে দেয়ার জন্য জনপ্রতি আরও ৫ হাজার রিঙ্গিত নিতো।উদ্ধার হওয়া বাংলাদেশিরা ১৮ থেকে ৪১ বছর বয়সী। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি দেশটির ইমিগ্রেশন বিভাগ। পরবর্তী পদক্ষেপের জন্য তাদেরকে মালাক্কার তানজুং ক্লিং-এর একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।এবি 
    ইতালিতে বাংলাদেশি যুবকদের উদ্যোগে ওয়াজ মাহফিল
    ইতালির থিয়েনে প্রবাসী বাংলাদেশি যুবকদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ নভেম্বর) থিয়েনে বাইতুল মামুর জামে মসজিদ কমিটি ও যুব সম্প্রদায়ের উদ্যোগে এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ইতালিতে বেড়ে ওঠা ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে তাদেরকে ইসলামী মূল্যবোধ, ইসলাম সম্পর্কে ধারণা দেয়া এবং ওয়াজ এর মাধ্যমে দেশে যেভাবে ইসলাম প্রচার ও প্রসারের ক্ষেত্রে ভূমিকা রাখা হয় তারই আদলে যেন এ দেশের বেড়ে ওঠা ছেলে মেয়ের যেনো ইসলামী পথে চলতে পারে দ্বীন ও ইসলামের জ্ঞান আরোহন করতে পারে সেই লক্ষ্য নিয়ে প্রতিবছরের ন্যায় ৯ম বছরের আয়োজন ছিল এ ওয়াজ ও দোয়া মাহফিল। বাংলাদেশের মত করে বাহিরে বিশাল বড় প্যান্ডেল সাজিয়ে এ ওয়াজের আয়োজন করা হয়।ছোট ছোট কচিকাঁচা বাচ্চাদের পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার মধ্য দিয়ে বাদ আসর অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এবং কোরআন প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী সকলের মাঝে করা হয় পুরস্কার বিতরণ।মাগরিবের নামাজ শেষে ওয়াজ ও দোয়া মাহফিলের মূল পর্ব শুরু হয়। বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক কাজী সাত্তার ও অত্র মসজিদের সম্মানিত ইমাম মাওলানা ইসরাফিল সাহেবের যৌথ পরিচালনায় বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত সভাপতি সুলতান সরকারের সভাপতিত্বে মাওলানা ইসরাফিল সাহেবের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মানিত অতিথিরা আসন গ্রহণ করেন এবং বিশেষ বক্তা হিসেবে হাফেজ মাওলানা জুবায়ের সাহেব মূল্যবান বয়ান শুরু করেন।ওয়াজ দোয়া মাহফিলে দ্বীন ও ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তারা তাদের আলোচনায় তুলে ধরেন। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে গুরুত্বপূর্ণ বক্তা হিসেবে আরো বয়ান করেন হযরত হাফেজ মাওলানা মুফতি আসাদ ফাহিম, ইসলামিক স্কলার শায়খ ইমরানী (মরক্কো) ইমাম খতিব বেরগামো জামে মসজিদ, ইসলামিক স্কলার শায়খ আদিল (ফিলিস্তিন)।ওয়াজ মাহফিলের শেষ অংশে প্রধান বক্তা শায়খ ডঃ মাহমুদুল হাসান যুক্তরাজ্য থেকে আগত যুক্তরাজ্য এনটিভির জীবন জিজ্ঞাসা প্রোগ্রামের আলোচক উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। নিকটবর্তী কমিউনির মুসল্লীগণের পাশাপাশি আলতে, আরজিনিয়ানো, ভিছেন্সা, এসকিও, মালো, পিউভেনে, লুগো, জুলিয়ানো, সহ আশপাশের প্রভিন্স থেকে ও দ্বীনি মূল্যবান বয়ান শোনার জন্য অনেক মুসল্লিরা উপস্থিত হন।গুরুত্বপূর্ণ আলোচনা শেষে শায়খ ডঃ মাহমুদুল হাসান মুসল্লিদেরকে নিয়ে আল্লাহর দরবারে মোনাজাতে প্রবাসের মাটিতে যেন ছেলে সন্তানদেরকে ইসলামী পরিবেশে ইসলামী মূল্যবোধের বিশ্বাসী নেক সন্তান হিসেবে গড়ে তোলা যায় এবং নেক সন্তান হিসেবে আল্লাহ কবুল করেন সেজন্যে ও বিশ্বময় অস্থিরতা নিরসনে এবং ফিলিস্তিন-লেবানন ইয়েমেন নির্যাতিত ভাই-বোনদের জন্য সাথে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে সব অরাজকতা কাটিয়ে আল্লাহ যাতে সবাইকে শান্তির পথে রাখে শান্তির পথ দেখায় সেজন্য মহান রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত করেন। মোনাজাত শেষে উপস্থিত সকল মুসল্লিদের জন্যে তবারক ও নৈশভোজের আয়োজন করা হয়।সবশেষে মসজিদ কমিটি ও থিয়েনে বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে মসজিদের সাধারণ সম্পাদক কাজী সাত্তার আগত অতিথি মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একটি সফল ইসলামী অনুষ্ঠান আয়োজনের জন্য যারা নিরলস পরিশ্রম করেছেন থিয়েনে যুব সম্প্রদায়ের সকল স্বেচ্ছাসেবক দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের নিকট দোয়া চান যাতে একটি সুন্দর ইসলামী মূল্যবোধের সুন্দর সমাজ ব্যবস্থা চালু করা যায়। সবার প্রতি পুনরায় কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান এর মন্তব্য ঘোষণা করেন। মসজিদের সভাপতি ও ওয়াজ দোয়া মাহফিলের সভাপতি করা সুলতান সরকার।এআই 
    লেবাননে বিমান হামলায় বাংলাদেশির মৃত্যু
    লেবাননে ইসরায়ে‌লি বিমান হামলায় আক্রান্ত হয়ে প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন মারা গেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া বাসিন্দা।লেবাননের স্থানীয় সময় শনিবার (২ নভেম্বর) রাতে বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।দূতাবাস জানায়, অতীব দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে লেবানন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন, বয়স ৩১ বছর ১১ মাস (পাসপোর্ট নম্বর: EF0620043) শনিবার (২ নভেম্বর) বিকেল ৩টা ২৩ মিনিটে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে (একটি কফি শপে অবস্থানকালে) বিমান হামলায় আক্রান্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মোহাম্মদ নিজাম উদ্দিনের বাবা মোহাম্মদ আবদুল কুদ্দুস এবং মা মোসা. আনোয়ারা বেগম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খারেরা এলাকার বাসিন্দা।লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।এমআর
    দক্ষিণ আফ্রিকায় কমপ্লেক্সে আগুন, ২ বাংলাদেশির মৃত্যু
    দক্ষিণ আফ্রিকার ডারবানের পিটারমেরিজবার্গের একটি কমপ্লেক্সে আগুনে পুড়ে দেলোয়ার হোসেন ও বেলাল হোসেন নামে ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে।বুধবার রাতে পিটারমেরিজবার্গের একটি কমপ্লেক্সে আগুনে লেগে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তার মধ্যে দুটি দোকান বাংলাদেশি মালিকানাধীন। একটি দোকানে রাত্রিযাপনকালে দেলোয়ার হোসেন ও বেলাল হোসেন পুড়ে মারা যান। ফায়ার সার্ভিস বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে এনে পুড়ে ছাই হয়ে যাওয়া ২টি কংকাল উদ্ধার করে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কারণ জানা যায়নি।দেলোয়ার হোসেন ফেনীর মহিপালের বাসিন্দা ও বেলাল হোসেন নোয়াখালী বেগমগঞ্জের আলীপুরের বাসিন্দা বলে জানা যায়।এ ঘটনায় আর কেউ নিহত কিংবা আহত হয়েছেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফরেনসিক বিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি খতিয়ে দেখছেন।এসএফ 
    মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবক নিহত
    মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে মো. আলাল উদ্দিন (২৮) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে মালয়েশিয়ার শাহ আলম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. আলাল উদ্দিন (২৮) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল গ্রামের মো. গোলাপ মিয়ার ছেলে।  স্থানীয় সূত্রে জানা গেছে, গত চার মাস আগে পরিবারের মো. আলাল উদ্দিন মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানে ভালোভাবেই চলছিল আলালের প্রবাস জীবন। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে মালয়েশিয়ার শাহ আলম এলাকায় কাজ করার সময় একটি ভবন থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে সেখান থেকে আলালের মৃত্যুর খবর বাড়িতে জানানো হয়। এ খবর জানার পর থেকে পারিবারে চলছে শোকের মাতম।আলাল উদ্দিনের ছোট ভাই মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এবি 
    কুয়েতে বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা
    কুয়েতের আবু হালিফা এলাকায় আনোয়ার হোসাইন (৪১) নামে এক প্রবাসী বাংলাদেশির লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। রোববার (২৭ অক্টোবর) আমানকো কোম্পানির একটি ভবনের ছাদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। যাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।আনোয়ার হোসাইন যশোরের সদর উপজেলার কোতোয়ালী থানার চাঁদাপাড়া গ্রামের মিকাইল মোল্লার ছেলে। নিহত আনোয়ার কুয়েতের আমানকো কোম্পানিতে কর্মরত ছিলেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি।নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছার আগেই ছুরিকাঘাতে আহত ব্যক্তি মারা যান। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদের জন্য সাময়িকভাবে আটক করা হয়। হামলাকারী প্রথমে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরে আইন প্রয়োগকারী সংস্থার হাতে ধরা পড়ে। তবে তার পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। অপরাধের পেছনের উদ্দেশ্য এবং ঘটনার সঙ্গে সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানতে তদন্ত চলছে।এ বিষয়ে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) আবুল হোসেন জানান, তিনি বাংলাদেশি নিহতের বিষয়ে জেনেছেন। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।এসএফ 
    ইতালিতে শহর পরিষ্কার করে প্রশংসায় ভাসছে বাংলাদেশিরা
    ইসমাইল হোসেন স্বপন, ইতালি: ইতালির ভিচেন্সায় শহর পরিষ্কার-পরিচ্ছন্নের উদ্যোগ নিয়ে প্রশংসায় ভাসছে প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ কমিউনিটি ভিচেন্সা সিটির উদ্যোগে শহরের পথঘাট পরিষ্কার করেন প্রবাসীরা। প্রবাসীদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রাও তাদের সঙ্গে যোগ দেয়। গত রবিবার (২৭ অক্টোবর) শহরের মেইন পয়েন্ট, গুরুত্বপূর্ণ রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করেন প্রবাসীরা। তাদের এই উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেছে স্থানীয় বিভিন্ন সংগঠন ও ইতালিয়ান নাগরিকরা। শহর সুন্দর করার উদ্যোগে স্থানীয় মেয়রের পক্ষ থেকেও বাংলাদেশিদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হয়েছে। জানা গেছে, ১৬ অক্টোবর ভিচেন্সা কমুনের vicesindaco - isabella sala এর উপস্তিতিতে একটি প্রতিনিধি দল বাংলাদেশ কমিউনিটি ভিচেন্সা সিটির সদস্যবৃন্দর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ভিচেন্সা কমুনেকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে ভিচেন্সায় বসবাসরত বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন তারা। বাংলাদেশিদের সকল প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন মেয়রের প্রতিনিধি দলটি। ভিচেন্সায় প্রবাসী বাংলাদেশিদের শহর পরিষ্কারে অংশগ্রহণ করেন,  বাংলাদেশ কমিউনিটি ভিচেন্সা সিটির প্রধান উপদেষ্টা আফিল উদ্দিন, সংগঠনটির সভাপতি এমদাদুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তারেক আহমেদ,  সাংগঠনিক সম্পাদক রনি শেখ, প্রচার সম্পাদক মাসুদ আলী, দপ্তর ও আইন সম্পাদক  জাহাঙ্গীর হুসেন বাবলু, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল হালিম, ক্রীড়া সম্পাদক মো. জামাল উদ্দিন , যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, সহসাধারণ সম্পাদক মহিন উদ্দিন, সহ ক্রীড়া সম্পাদক মনজুর রহমান, কার্যকরী পরিষদ সদস্য বিজয় বেপারী। এছাড়াও অনেক প্রবাসী বাংলাদেশিরাও এই সুন্দর উদ্যোগে অংশ নেয়। 
    মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক
    মালয়েশিয়ার সেরেম্বানে ২৭ বাংলাদেশিসহ ১৫১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে নেগেরি সেম্বিলানের অভিবাসন বিভাগ। নেগেরি সেম্বিলানের অপারেশন ইস্ট ২.০ নামে  রাজ্যের চারটি জেলায় একযুগে পরিচালিত অভিযানে অভিবাসন আইনের পাশাপাশি ইমিগ্রেশন রেগুলেশনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য অভিবাসীদের আটক করা হয়। আটককৃত অভিবাসীদের মধ্যে ৫৩ জন পুরুষ, ১৭ জন মহিলা এবং দুইজন ইন্দোনেশিয়ান ছেলে। এর মধ্যে ২৭ বাংলাদেশি, ১৫ জন পুরুষ, দুই নারী এবং একজন মিয়ানমারের ছেলে। এছাড়াও আটক একজন ইয়মেনি, একজন আফগান নাগরিক; ১৯ পাকিস্তানি পুরুষ; দুই ভারতীয় পুরুষ; নয়জন থাই পুরুষ এবং দুইজন নারী। আটক অভিবাসীদের বয়স ১ থেকে ৫২ বছরের মধ্যে।মঙ্গলবার রাজ্যের জিআইএমএনএসের পরিচালক কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে বলেছেন, ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া ২০ অক্টোবর পর্যন্ত, চার দিনে কুয়ালা পিলাহ, জেলেবু, জেমপোল জেমেনচেহ, ট্যাম্পিন এবং গেমাসের আশপাশের ৫৬টি পৃথক স্থানে বিভিন্ন জাতীয়তার ৪১১ জন ব্যক্তির কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।  অভিযানের সময় অবৈধ অভিবাসীরা পালানোর বিভিন্ন চেষ্টা করেও ব্যর্থ হয়। এ সময় কিছু মুক্তির আবেদনও করেছিলেন। তাদের আরও তদন্তের জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানিয়েছেন কেনিথ তান আই কিয়াং।এসএফ
    সৌদিতে গাড়িচাপায় রেমিট্যান্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যু
    সৌদি আরবে গাড়িচাপায় মো. শাকিল মাঝি (২৩) নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে । রবিবার (১৩ অক্টোবর) সকালে দেশটির আভা খামিজ মোসাইদ শহরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো.শাকিল মারা যান।নিহত শাকিল লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাওলাদার স্টেশন এলাকার মাঝি বাড়ির, কৃষক আলিম উদ্দিন মাঝির ছেলে। ৮ ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট।নিহত শাকিলের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৭ লাখ টাকা ঋণ নিয়ে ৬ মাস আগে শাকিলকে সৌদি আরব কাজের সন্ধানে পাড়ি জমান । সেখানে সে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন। ঘটনার দিন সে গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ালে গাড়ি পেছনে নেওয়ার সময় চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ আভা শহরের সরকারি হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা রয়েছে।পিএম
    সৌদিতে এক সপ্তাহে বাংলাদেশিসহ প্রায় ২৩ হাজার প্রবাসী গ্রেপ্তার
    সৌদিতে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২২ হাজার ৯৯৩ জন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের  প্রবাসীদের  গ্রেপ্তার করা হয়েছে। গত ৩ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অভিযান চালিয়ে সৌদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব প্রবাসীদের গ্রেপ্তার করেন।সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে জানা গেছে,আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৪ হাজার ৭৩১ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের কারণে ৫ হাজার ২৩০ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৪৯৪ জন প্রবাসীদের গ্রেপ্তার হয়েছে ।সৌদি সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় এক হাজার ৩৭৮ জনকে গ্রেপ্তার করা হয়। যার মধ্যে ৪১ শতাংশই ইয়েমেনের নাগরিক রয়েছে ।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মোট ১৫ হাজার ১৩৬ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গেছে। এর মধ্যে ১ হাজার ৬১৬ জন নারী।সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিববহন সুবিধা দিলে তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে ।এইচএ 
    মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
    iমালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে জিদান (২২) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন পাকিস্তানি নাগরিক।শুক্রবার (১২ অক্টোবর) মালয়েশিয়ার সময় বিকেলে দেশটির মেলাকা রাজ্যের বান্দা হিলিরের জালান বুকিত সেনজুয়াং-এর একটি নির্মাণাধীন তিনতলা ভবন ধসে এ দুর্ঘটনা ঘটে।সেন্ট্রাল মেলাকা জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার ক্রিস্টোফার প্যাটিট জানান, সন্ধ্যা ৬টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে উদ্ধারকারী দলের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে, ৩২ এবং ৪৯ বছর বয়সী দুই পাকিস্তানি নাগরিককে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং ৮টা ৪৫ মিনিটে ভবনের প্রথম তলার ধ্বংসস্তূপ থেকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।পুলিশ প্রধান জানান, ঘটনার সময় ওই তিন বিদেশি শ্রমিক ধ্বংসস্তূপে আটকা পড়ার আগে কংক্রিটের কাজ করছিলেন।এদিকে মেলাকা ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর আর. সাইফুল ইসওয়ান্দি আর হাসান বলেছেন, ঘটনাস্থলে পৌঁছে ফায়ার ব্রিগেড দেখতে পায় যে, ৬০ থেকে ৮০ ফুটের একটি বিল্ডিংয়ের পুরো প্রথম তলাটি নীচের তলায় ভেঙে পড়ে, যা নির্মাণাধীন ছিল।এমআর
    যুক্তরাষ্ট্রে সড়কে প্রাণ গেল বাংলাদেশি বাবা-ছেলের
    যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত দেড়টার দিকে দেশটির হামট্রামিক শহরে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তারা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সুনামগঞ্জের ছাতকের বুরাইরা গ্রামের নুর মিয়া ও তাঁর ছেলে এম মাহিদুল ইসলাম সুজন। তথ্যটি জানিয়েছেন মাহিদুলের মামাতো ভাই নাভেদ আহমদ।নাভেদ বলেন, মাহিদুল বিবাহ সূত্রে বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে বসবাস করছিলেন। মাস দুয়েক আগে বাবাসহ পরিবারের সদস্যদের সেখানে নিয়ে যান।বৃহস্পতিবার রাতে মাহিদুল তাঁর বাবাকে নিয়ে প্রাইভেটকারে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। এফএস
    মালয়েশিয়ায় বাংলাদেশি নির্মাণ শ্রমিককে গলা কেটে হত্যা
    মালয়েশিয়ার ইপুহ জেলায় বাংলাদেশি এক নির্মাণ শ্রমিককে জঙ্গলে নিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে দেশটির ইপুহ জেলার তেলুক ইন্তানের কাছে তামান লেজেন্ডা ফেজ ৩ শেয়ার্ড হাউসের পেছনে একটি জঙ্গলে এক বাংলাদেশি নির্মাণশ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ।এ ঘটনায় সন্দেহভাজন তিন বাংলাদেশি শ্রমিককে আটক করে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে নিহত ওই বাংলাদেশি এবং এ ঘটনায় আটক তিনজনের নাম ঠিকানা প্রকাশ করেনি পুলিশ।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পেরাক পুলিশের প্রধান দাতুক আজিজি মাত আরিস বলেছেন, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার সময় ২৭ বছর বয়সি বাংলাদেশি এক নির্মাণ শ্রমিকের লাশ পাওয়া যায়। স্থানীয় এলাকার একটি জঙ্গলে রয়েছে বলে স্থানীয়দের পক্ষ থেকে একটি ফোন কল পেয়ে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের ভিত্তিতে গত রাত সাড়ে আটটার দিকে ভিকটিমের তিনজন সহকর্মী নিখোঁজ ছিল।তিনি আরও বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত ব্যক্তি তার সহকর্মী বন্ধুদের সঙ্গে গত রাত সাড়ে আটটার সময় রাতের খাবার খেতে ও একসময় জামাতে নামাজ পড়তে দেখা গেছে। বৃহস্পতিবার পেরাক পুলিশ কন্টিনজেন্ট (আইপিকে) সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরিদর্শনে দেখা গেছে এই এলাকায় প্রায় ৩৪ জন বিদেশি পৃথক পৃথক ছোট ছোট রুমে বাস করত।আজিজি বলেন, তদন্তে সহায়তা করার জন্য পুলিশ ৩২ থেকে ৩৯ বছর বয়সি তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে। ঘটনার পেছনের উদ্দেশ্য শনাক্ত করতে আমরা তিনটি মোবাইল ফোনও জব্দ করেছি। পুলিশ এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন ব্যক্তির ব্যবহৃত অস্ত্র শনাক্ত করেছে।এদিকে, তেলুক ইন্টান ম্যাজিস্ট্রেট আদালত তিন বাংলাদেশিকে একজন স্বদেশীকে হত্যার তদন্তে সহায়তা করার জন্য সাত দিনের রিমান্ডে রাখার অনুমতি দিয়েছে। ম্যাজিস্ট্রেট নাইদাতুল আথিরাহ আজমান ৩২ থেকে ৩৯ বছর বয়সি তিন সন্দেহভাজনকে আজ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত রিমান্ডে নেওয়ার জন্য পুলিশ কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন।এসএফ

    Loading…