এইমাত্র
  • নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসির পথে প্রধানমন্ত্রী
  • দুই সিনিয়র ভালো খেলেছেন, বাকিরা পারেননি: লিটন
  • লিভার প্রতিস্থাপনের সুপারিশ খালেদা জিয়ার
  • ভিসানীতি নিয়ে পরোয়া করি না: ওবায়দুল কাদের
  • জিয়াউর রহমানের হাত দিয়ে বাংলাদেশে গুম ও খুনের ঘটনা শুরু: মুক্তিযোদ্ধা মন্ত্রী
  • সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে আলু বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
  • বিডিইউ এর ১৭তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
  • সরকার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আছে: ত্রাণ প্রতিমন্ত্রী
  • মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে ভয়ের কিছু নেই বলছেন প্রধানমন্ত্রী
  • যুক্তরাষ্ট্র ভিসানীতি প্রয়োগ করে খুব ভালো করেছে : সালমান এফ রহমান
  • আজ রবিবার, ৮ আশ্বিন, ১৪৩০ | ২৪ সেপ্টেম্বর, ২০২৩

    দেবীগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের সেচ কার্যক্রম উদ্বোধন

    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ০৬:৫৪ এএম
    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ০৬:৫৪ এএম

    দেবীগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের সেচ কার্যক্রম উদ্বোধন

    সময়েরকণ্ঠস্বর প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ০৬:৫৪ এএম

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের বৈদ্যুতিক ব্লক-৩ হালকা সেচ প্রকল্পের সেচ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

    মঙ্গলবার (২৪ জানুয়ারী) পানি উন্নয়ন বোর্ডের পঞ্চগড় জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক রবি মৌসুমের সেচ কার্যক্রমের উদ্বোধন করেন।

    এইদিন সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের উপ প্রধান সম্প্রসারণ কর্মকর্তার দপ্তরের উদ্যোগে উপজেলার দেবীডুবা ইউনিয়নের তেলীপাড়া এলাকায় স্থানীয় সেবাগ্রহীতাদের অংশগ্রহণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের পঞ্চগড় জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও কার্যালয়ের উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা মো. রাফিউল বারী, ঠাকুরগাঁও যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রুবায়েত ইমতিয়াজ ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাঈম মোর্শেদ।

    পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, পঞ্চগড়ের দেবীগঞ্জের তেলিপাড়ায় বৈদ্যুতিক ব্লক-৩ হালকা পাম্প সেচ প্রকল্প নামে এই প্রকল্পটি ১৯৬৭ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নির্মাণ করে। এখানে ২৫ হর্স পাওয়ারের ১৬টি বৈদ্যুতিক মটর রয়েছে। যা দিয়ে ১৫৩০ হেক্টর আবাদি জমিতে পানি সরবরাহ করা সম্ভব।

    খরিফ-১, খরিফ-২ ও রবি মৌসুমে কৃষকদের সেচ সুবিধা দিতে তখন করতোয়া নদী থেকে বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে পানি উত্তোলন করে কৃষকদের সেচ সুবিধা বাড়ানোর জন্য এ পদক্ষেপ গৃহীত হয়। তাছাড়া অনাবৃষ্টি কিংবা খরা মোকাবেলায়ও সেচ সুবিধা প্রদান করা সম্ভব হবে এই সেচ প্রকল্প থেকে।

    উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, কৃষি নির্ভর এই দেশে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সৃষ্টিলগ্ন থেকে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সেচ সুবিধা প্রদান ছিল এই বোর্ডের প্রধান লক্ষ্য। সে লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ক্ষুদ্র ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় চাষযোগ্য এলাকায় পানি সরবরাহ করে থাকে।

    উল্লেখ্য, পঞ্চগড়ের অন্তর্ভুক্ত হলেও তেলীপাড়ার বৈদ্যুতিক বল্ক-৩ হাল্কাপাম্প সেচ প্রকল্পটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক বিভাগ।

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…