এইমাত্র
  • কক্সবাজার আ'লীগের তৃণমূলে 'দ্রোহ', দুশ্চিন্তায় ভোটাররা
  • মির্জা ফখরুলের বক্তব্য আদালত অবমাননার শামিল: ওবায়দুল কাদের
  • হঠাৎ সিলেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড প্রতিনিধি
  • ওপার বাংলায় গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি
  • হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড, বাদীর ৫ বছরের কারাদণ্ড
  • গভীর সাগরে ইঞ্জিন বিকল, ভাসমান ২১ জেলেকে জীবিত উদ্ধার
  • পুলিশ প্রটোকল পেতে আবেদন করেছে যুক্তরাষ্ট্র: স্বরাষ্ট্রমন্ত্রী
  • উলিপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
  • চাঁদপুরের ছেংগারচরসহ ৮ পৌরসভায় ভোট ১৭ জুলাই
  • বরগুনায় পানিতে ডুবে ৬ বছরে ১১৬ শিশুর মৃত্যু
  • আজ বুধবার, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ৩১ মে, ২০২৩
    দেশজুড়ে

    সুনামগঞ্জে বজ্রপাতে ও পানিতে ডুবে ৩জনের মৃত্যু

    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২১ মে ২০২৩, ১১:৩৮ পিএম
    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২১ মে ২০২৩, ১১:৩৮ পিএম

    সুনামগঞ্জে বজ্রপাতে ও পানিতে ডুবে ৩জনের মৃত্যু

    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২১ মে ২০২৩, ১১:৩৮ পিএম
    ফাইল ছবি

    সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বজ্রপাতে পলাশ মিয়া (১৫) ও তোয়াসিন মিয়া (২২) নামে দুজনের মৃত্যু হয়েছে।

    নিহতরা উপজেলার জয়শ্রী ইউনিয়নে হরিপুর গ্রামের শফিকুলের ছেলে পলাশ ও শান্তিুপুর গ্রামের শামসুল হকের ছেলে তোয়াসিন।

    রবিবার বিকেলে সাড়ে চারটার দিকে ইউনিয়নের শান্তিপুর গ্রামের সামনে এ ঘটনা ঘটে।

    জানা যায়,জয়শ্রী ইউনিয়নে ওইদিন বিকেলে শান্তিপুর গ্রামের সামনে খেলার মাঠে হরিপুর বনাম শান্তিপুর গ্রামের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে হরিপুর গ্রামের শফিকুলের ছেলে পলাশ ও শান্তিুপুর গ্রামের শামসুল হকের ছেলে তোয়াসিন দুপক্ষের হয়ে খেলছিল। এ সময় হঠাৎ বজ্রপাত দুজনেই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে।

    জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    অন্যদিকে, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোঃ আলিফ নূর নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

    নিহত আলিফ নূর উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের মোঃ হেলিম মিয়ার ছেলে।

    রবিবার সকাল ১০টার দিকে উপজেলার নয়াগাঁও গ্রামের এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় বাসিন্দারা জানান,উপজেলার নয়াগাঁও গ্রামে সকালে আলিফের দাদা টয়লেটে যাচ্ছিলেন। এসময় শিশু আলিফ দাদার পিছু নেয়। তখন আলিফের দাদা আলিফকে ঘরে যাওয়ার জন্য বলে। কিন্তু টয়লেট থেকে ফিরে এসে আলিফকে তার দাদা আর দেখতে পায়নি।এরপর থেকে তাকে খোঁজাখোঁজি শুরু হলে সকাল ১০ টার দিকে বাড়ির সামনের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় আলিফকে পাওয়া যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পরে সুখাইয় উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

    এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে স্থানীয় ইউপি সদস্য লিটন চন্দ্র বর্মণ।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…