এইমাত্র
  • তামিমের আচরণ বাচ্চাদের মতো: সাকিব
  • তিনদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি
  • দাম কমল সোনার, কাল থেকে কার্যকর
  • বিশ্বকাপ স্কোয়াডে না থাকার সিদ্ধান্তটা তামিমই নিয়েছেন: মাশরাফি
  • দ্বিতীয় সন্তান আগমনের বার্তা দিলেন জিৎ
  • সুপারস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী!
  • বেতাগী হাসপাতালের শিশুকে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন প্রয়োগ
  • গত তিন-চার মাস যা হয়েছে সেটা পরিকল্পিত: তামিম ইকবাল
  • জবির সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. মোঃ আশরাফুল আলম
  • আমি কখনো, কোথাও বলিনি ৫ ম্যাচের বেশি খেলতে পারব না: তামিম
  • আজ বৃহস্পতিবার, ১৩ আশ্বিন, ১৪৩০ | ২৮ সেপ্টেম্বর, ২০২৩
    আইন-আদালত

    বিএনপি নেতা আমান কারাগারে

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫১ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫১ পিএম

    বিএনপি নেতা আমান কারাগারে

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫১ পিএম

    হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণের পর কারাগারে পাঠানো হয়েছে বিএনপি নেতা আমান উল্লাহ আমানকে। রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ-১ আবুল কাশেমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

    আমানের আইনজীবী নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    দুদকের মামলায় ১৩ বছরের কারাদণ্ড দিয়ে ঘোষিত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর আজ দুপুরে উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করেন আমান।

    এদিন দুপুর সোয়া ১২টার দিকে আদালতে হাজির হন আমান। এর আগেই বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী পুরান ঢাকার আদালত চত্বরে হাজির হন। এরপর পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

    পরে পুলিশ তাদের আদালত চত্বর থেকে বের করে দেয়। এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা সেখানে স্লোগান দেন।

    গত ৭ আগস্ট দুর্নীতির মামলায় আমান উল্লাহ আমানের ১৩ বছরের কারাদণ্ড এবং তার স্ত্রী সাবেরা আমানের তিন বছরের দণ্ডের রায় বহাল রাখেন হাইকোর্ট। বিচারিক আদালতে রায় পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়।

    গত ৩ সেপ্টেম্বর এ মামলায় আদালতে আত্মসমর্পণের পর আমানের স্ত্রী সাবেরা আমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামী বছরের ১৫ জানুয়ারি দিন নির্ধারণ করেন আদালত।

    প্রসঙ্গত, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান দম্পতির বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানকে ১৩ বছরের ও সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করেন।

    ২০১০ সালের ১৬ আগস্ট সেই আপিল মঞ্জুর করে তাদের খালাস দেন হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২৬ মে ওই রায় বাতিল করে হাইকোর্টকে মামলাটির আপিল পুনঃশুনানির নির্দেশ দেন আপিল বিভাগ।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…