বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে চার হাজার ৪৭০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দুপুর ১২টার দিকে শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এক চেকপোস্টে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মানু মিয়া(৩০)। তিনি রংপুরের গঙ্গাচড়ার এমদাদুল হকের ছেলে। র্যাবের দাবি, গ্রেফতারকৃত মানু মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। শুক্রবার রাত আটটার দিকে র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য সাংবাদিকদের জানান।
র্যাবের এই কর্মকর্তা জানান, ঢাকা হতে পঞ্চগড়গামী একটি হানিফ পরিবহনে যাত্রীবেশে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বহন করছে এমন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে তল্লাশি করে হানিফ পরিবহনে যাত্রীবেশে থাকা মানু মিয়াকে ৪ হাজার ৪৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
পিএম