এইমাত্র
  • নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসির পথে প্রধানমন্ত্রী
  • দুই সিনিয়র ভালো খেলেছেন, বাকিরা পারেননি: লিটন
  • লিভার প্রতিস্থাপনের সুপারিশ খালেদা জিয়ার
  • ভিসানীতি নিয়ে পরোয়া করি না: ওবায়দুল কাদের
  • জিয়াউর রহমানের হাত দিয়ে বাংলাদেশে গুম ও খুনের ঘটনা শুরু: মুক্তিযোদ্ধা মন্ত্রী
  • সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে আলু বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
  • বিডিইউ এর ১৭তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
  • সরকার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আছে: ত্রাণ প্রতিমন্ত্রী
  • মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে ভয়ের কিছু নেই বলছেন প্রধানমন্ত্রী
  • যুক্তরাষ্ট্র ভিসানীতি প্রয়োগ করে খুব ভালো করেছে : সালমান এফ রহমান
  • আজ রবিবার, ৯ আশ্বিন, ১৪৩০ | ২৪ সেপ্টেম্বর, ২০২৩
    শিক্ষাঙ্গন

    বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেও মামলার আসামি জবি শিক্ষার্থী!

    এস.এম শাহাদাত হোসেন অনু, জবি প্রতিনিধি প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৮ পিএম
    এস.এম শাহাদাত হোসেন অনু, জবি প্রতিনিধি প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৮ পিএম

    বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেও মামলার আসামি জবি শিক্ষার্থী!

    এস.এম শাহাদাত হোসেন অনু, জবি প্রতিনিধি প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৮ পিএম

    বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেও শরীয়তপুরের জাজিরা থানার মুলনা ইউনিয়নের দুই পক্ষের মারামারির ঘটনার এক মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. জাহিদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

    জাহিদুল ইসলাম জানান, গত ১৬ সেপ্টেম্বর রাত ৯টার দিকে জাজিরা থানার মুলনা ইউনিয়নের দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এই ঘটনা ঘটার সময় আমি আমার বিশ্ববিদ্যালয়ে ছিলাম। কিন্তু আমাকে মিথ্যা মামলায় আসামি দেওয়া হয়। সমাজিক প্রতিহিংসামূলক এই কাজ আমাকে হেনস্তা করার জন্য মামলায় দেওয়া হয়।

    তিনি আরও জানান, আমার ক্যারিয়ার যাতে খারাপ কিছু হয় সেই জন্যই এই মামলা দেওয়া হয়েছে। আমার কাছে বিশ্ববিদ্যালয়ের সিসিটিভির ফুটেজ এবং প্রমাণ রয়েছে যে আমি ক্যাম্পাসে উপস্থিত ছিলাম। আমি যেন প্রতিহিংসার শিকার না হই সেই জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনিত আবেদন জানাচ্ছি।

    মামলার বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, তাঁর কাছে যদি ক্যাম্পাসে বা হলে অবস্থান করার সুস্পষ্ট প্রমাণ থাকে তাহলে আমাদের কাছে হাজির করুক সেগুলো। আমরা তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তবে মামলা যেহেতু হয়েছে নিষ্পত্তি করতে কমপক্ষে দুমাস সময় লাগবে।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল বলেন, বিষয়টি সম্পর্কে আমি জেনেছি। এসপির সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে। ওই ঘটনার দিন ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় অবস্থান করেও কিভাবে মামলার আসামি হলো আমি বোধগম্য নয়। ভুক্তভোগী শিক্ষার্থী আমাদের সিসিটিভি ফুটেজ সহ সকল প্রমাণ হাজির করেছে।

    তিনি আরও বলেন, ক্যাম্পাসে অবস্থান করার পরেও তাঁর নামে কিভাবে মামলা হয়েছে বিষয়টি খতিয়ে দেখতে বলেছি। একজন শিক্ষার্থীকে তো মামলা দিয়ে এভাবে হয়রানি করতে পারে না।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…