এইমাত্র
  • বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার
  • জামিন না পেয়ে আদালতেই বিচারককে জুতা নিক্ষেপ আসামির
  • সিরাজগঞ্জে মহাসড়কে মধ্যরাতে পিকআপে আগুন
  • আজ ইসির সঙ্গে বৈঠকে বসবে ইইউ
  • ১৭ দিন পর ৪১ শ্রমিককেই জীবিত উদ্ধার
  • আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেয়: পরীমণি
  • স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় সাবেক সভাপতিকে কার্যালয়ে বসতে দিলেন না সম্পাদক
  • স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরম তুললেন প্রতিমন্ত্রী ও তার ছেলে
  • তফসিল বাতিল চেয়ে ৩ প্রস্তাব দিলো ইসলামী আন্দোলন
  • লক্ষ্মীপুরে অটিজম শিশুদের মানসিক ও শারিরীক বিকাশে কাজ করছে নন্দন
  • আজ বুধবার, ১৫ অগ্রহায়ণ, ১৪৩০ | ২৯ নভেম্বর, ২০২৩
    দেশজুড়ে

    নারায়নগঞ্জে একসাথে ধসে পড়েছে ১০টি বৈদ্যুতিক পিলার

    সময়ের কণ্ঠস্বর টিম প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ১১:৫১ পিএম
    সময়ের কণ্ঠস্বর টিম প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ১১:৫১ পিএম

    নারায়নগঞ্জে একসাথে ধসে পড়েছে ১০টি বৈদ্যুতিক পিলার

    সময়ের কণ্ঠস্বর টিম প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ১১:৫১ পিএম

    ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়নগঞ্জের মদনপুরে হঠাৎ করে এক সাথে ধসে পড়েছে ১০টি বৈদ্যুতিক পিলার।

    সোমবার রাত ১০টার দিকে হঠাৎ করে বিকট শব্দে পিলার গুলো ধসে পড়ে। এতে করে ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কয়েকটি যানবাহন।

    দুর্ঘটনার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।

    কিভাবে বৈদ্যুতিক পিলারগুলো ধসে পড়েছে এ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।

    স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, হঠাৎ করে বিকট শব্দে বৈদ্যুতিক পিলার গুলো একের পর এক ধসে পড়ে। কোনো কোনো পিলারে আগুন ধরে যায়। এ সময় অনেক পিলার বাস ও মালবাহী গাড়িতে পড়ে ক্ষতিগ্রস্ত হয়।

    পিলার ধসে পড়ার কারণ হিসেবে স্থানীয়রা জানায়, রাস্তা সংস্কারের কাজ চলছে। অনেক পিলারে নিচ থেকে মাটি সরানোর ফলে দুর্ঘটনা ঘটে।

    তবে ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১০টার পর একটি গাড়ি সজোরে ধাক্কা দেয় মহাসড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটিতে। এ সময় সেটি সড়কে পড়ে গেলে সেটার তারে যুক্ত আরো ১০টি খুঁটিও সড়কে পড়ে যায়। এতে বাস, প্রাইভেটকার ও কাভার্ডভ্যানসহ অন্তত ৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ হতাহত হয়নি।

    এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ। দুর্ঘটনার পর মহাসড়কে যানজট দেখা দেয়।

    এতে সড়কে যান চলাচল বন্ধ হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে অন্তত ৫টি যানবাহন এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে আশপাশের গ্রামগুলো।

    এদিকে মহাসড়কের মদনপুর এলাকায় এ ঘটনার পর খবর পেয়ে পুলিশসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

    ট্রাফিক পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ (টিআই) শরফুদ্দিন জানান, একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খুঁটিতে ধাক্কা দেয়ায় এ ঘটনা ঘটে। ১০টি খুঁটি সড়কে পড়েছে। এ সময় সেখানে কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। আশপাশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঢাকা সিলেট সড়কে ডাইভারশন করে যান চলাচল করানোয় এখন পর্যন্ত যানজট তেমন হয়নি।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…