সোমবার (২৭ নভেম্বর) বিনোদন জগতের সবচেয়ে বড় খবর ছিল টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং সংগীতশিল্পী অনুপম রায়ের সাবেক স্ত্রী গায়িকা পিয়া চক্রবর্তীর বিয়ে। ঘরোয়া পরিবেশে বিয়ে সেরেছেন পরম-পিয়া। কাছের আত্মীয়স্বজন এবং বন্ধুরাই ছিলেন সেই সইসাবুদের বিয়েতে। সাদামাটা বিয়ের সাজগোজেও ছিল না আড়ম্বর। হ্যান্ডলুমের পোশাকে ছিমছাম বিয়ে সেরেছেন পরম-পিয়া। তারপর ছোটখাটো রিসেপশনের আয়োজন করা হয়েছিল। আর বিয়ের পরদিনই হাসপাতালে ছুটতে হল পরমব্রতর স্ত্রী পিয়াকে। কিন্তু কী হয়েছে তাঁর?
ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে, পিয়া নাকি আগে থেকেই বেশ অসুস্থ ছিলেন। বিয়ের পরদিন, অর্থাৎ আজ মঙ্গলবার বিকেলে অস্ত্রোপচার হবে পিয়ার।
সূত্রের খবর, তাঁর কিডনিতে পাথর হয়েছে। কিডনির পাথরটি অনেকদিন থেকে বেগ দিচ্ছিল পিয়াকে। তাই নতুন জীবন শুরু করেই পথের এই পাথরটিকেও সরিয়ে ফেলতে চেয়েছেন পিয়া।
এদিকে কিডনি স্টোন নিয়ে বিয়ে করতে গিয়ে তাঁর যথেষ্টই শারীরিক যন্ত্রণা হয়েছে বলে জানা গেছে। আর এই কঠিন সময়ে পরমব্রত সবসময়ই পাশে আছেন তাঁর।
উল্লেখ্য, পরমব্রত এতদিন ছিলেন টলিপাড়ার মোস্ট এলিজিবল ব্যাচেলরদের মধ্যে একজন। নেদারল্যান্ডের চিকিৎসক বান্ধবী ইকার সঙ্গে করোনাকালেই দীর্ঘদিনের সম্পর্কে ইতি টেনেছিলেন অভিনেতা-পরিচালক পরমব্রত। তারপর থেকেই পিয়া চক্রবর্তীর সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। পিয়ার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে গায়ক অনুপম রায়ের সঙ্গে দাম্পত্য কাটিয়েছেন তিনি।
তাঁর এবং অনুপমের সম্পর্কে ভাঙনের জন্য পরমই দায়ী বলে শোনা যাচ্ছিল। তবে পরম বা পিয়া কেউই কখনও দুজনের সম্পর্কের কথা স্বীকার করেননি। বরং পিয়াকে বরাবর 'ভাল বান্ধবী'ই বলে এসেছেন তিনি। তবে সোমবার একেবারে আইন মেনেই সমস্ত গুঞ্জনে সিলমোহর দিয়েছেন তিনি।