এইমাত্র
  • সব হত্যাকাণ্ডের দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি ফখরুলের
  • যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের রাষ্ট্রদ্রোহ আইনে বিচারের দাবি
  • রংপুরে পৃথক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩
  • কলেজছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন করায় লজ্জায় আত্মহত্যা
  • তালেবানের চোখ এড়িয়ে অলিম্পিকে মানিজা
  • পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় শীর্ষ দশে ঢাকা
  • বাংলাদেশের জনগণ সহিংসতার শিকার হওয়ায় আমরা মর্মাহত: কানাডা হাইকমিশন
  • দুর্নীতির অভিযোগে রাশিয়ার সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী গ্রেপ্তার
  • সারাদেশে ৫৫০ মামলায় গ্রেপ্তার ৬ হাজারের বেশি
  • অপরাধীদের দ্রুততম সময়ে বিচারের আওতায় আনা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • আজ শনিবার, ১২ শ্রাবণ, ১৪৩১ | ২৭ জুলাই, ২০২৪
    দেশজুড়ে

    স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় সাবেক সভাপতিকে কার্যালয়ে বসতে দিলেন না সম্পাদক

    মোহাম্মদ ইকবাল হোসাঈন, ফেনী প্রতিনিধি প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ০৮:০৯ পিএম
    মোহাম্মদ ইকবাল হোসাঈন, ফেনী প্রতিনিধি প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ০৮:০৯ পিএম

    স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় সাবেক সভাপতিকে কার্যালয়ে বসতে দিলেন না সম্পাদক

    মোহাম্মদ ইকবাল হোসাঈন, ফেনী প্রতিনিধি প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ০৮:০৯ পিএম

    ফেনী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেড এম কামরুল আনামকে দলীয় কার্যালয়ে বসতে দেননি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম খোকন।

    দলীয় সাইনবোর্ড ব্যবহার করে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধাচারণ করে স্বতন্ত্র প্রার্থী হলে কোন ব্যক্তি আওয়ামী লীগের অফিসে আসতে পারবে না বলে জানান মেয়র খোকন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ২৮ নভেম্বর মঙ্গলবার সকালে সোনাগাজী পৌরসভাস্থ জিরোপয়েন্ট দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকনসহ নেতাকর্মীরা বসে ছিলেন। কিছুক্ষণ পরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কামরুল আনাম নিজের সমর্থকদের নিয়ে অফিসে প্রবেশ করেন। তাৎক্ষণিক মেয়র উঠে দাঁড়িয়ে কামরুল আনামকে জিজ্ঞেস করেন স্বতন্ত্র প্রার্থী হবেন কি না? উত্তরে তিনি হ্যা বলেন।

    মেয়র খোকন তাৎক্ষণিক কামরুল আনামকে অফিস থেকে বেরিয়ে যেতে বলেন।

    মেয়র বলেন, দলের সাথে মীরজাফরি মনোভাব রেখে কেউ আওয়ামী লীগের কার্যালয়ে আসতে পারবে না। কামরুল আনাম দলের প্রধানের ঘোষণা অনুযায়ী প্রার্থী হচ্ছেন জানালেও মেয়র তা শুনতে চাননি। সবশেষে কামরুল আনাম নৌকার বিরুদ্ধে নয় বলে অফিস থেকে বেরিয়ে যান।

    কামরুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের অফিসে গিয়ে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করতে চেয়ারে বসা মাত্রই সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন আমাকে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলীয় অফিসে বসতে বারণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থী থাকার নির্দেশ দিয়েছেন এজন্যই প্রার্থী হয়েছি। তাহলে; কেন দলীয় অফিসে বসতে পারবো না? এমন কথা জানালেন। মেয়র বলেন না তারপরও নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়া প্রার্থী ছাড়া নির্বাচন পর্যন্ত কেউ আসতে পারবে না।

    আওয়ামীলীগ সাধারন সম্পাদক খোকন বলেন, দলীয় মনোনয়ন চেয়ে আবার স্বতন্ত্র প্রার্থী কিসের? আমাদের দলের গঠনতন্ত্র বিরোধী কাউকে অফিসে আসতে দেওয়া হবে না। অন্য দলের স্বতন্ত্র প্রার্থী হতে পারে আমাদের দলে নয়।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…