শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে বগুড়ার শেরপুরে সামিট স্কুল এ্যান্ড কলেজে ২০২৩ সালের উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ ডিসেম্বর) দুই শিফটে শেরপুর উপজেলার ২৫টি সদস্য কিন্ডারগার্টেন স্কুলের মধ্যে ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ২য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৬৬৬ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন শেরপুর উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
তারা বলেন, শেরপুর উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন একটি মেধা বিকাশমূলক প্রতিষ্ঠান। আমরা শিক্ষার্থীদের মেধা বিকাশ, সততা, চারিত্রিক মাধুর্যতা সৃষ্টি, মৌলিক মানবীয় গুণাবলি অর্জনসহ সমাজ ও রাষ্ট্রের জন্য যোগ্য ও আদর্শ নাগরিক তৈরিতে কাজ করে যাচ্ছি। গত ২০০০ সাল থেকে এ বৃত্তি পরীক্ষা চলমান রয়েছে, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।