রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ দিয়ে প্রথম ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শুক্রবার (৮ডিসেম্বর) সকাল ১০টায় ৫০৩টি কেন্দ্রে একযোগে এক ঘণ্টার লিখিত পরীক্ষা (এমসিকিউ) শুরু হবে হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের তথ্যানুযায়ী, ২ হাজার ৭৭২টি শূন্যপদে আবেদন করেছেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন চাকরিপ্রার্থী। সেই হিসাবে প্রতি পদের বিপরীতে লড়বেন ১৩০ জন।
প্রথম ধাপে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষা যে ১৮ জেলায় অনুষ্ঠিত হচ্ছে সেগুলো হলো- রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার।
পিএম