সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি নিশ্চিত করতে সারাদেশে ন্যায় জয়পুরহাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
এর অংশ হিসেবে সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় শহরের নতুনহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। বাজারে অভিযানের মুহূর্তে সাধারণ ক্রেতারাও পেঁয়াজ কিনতে হুমড়ি খেয়ে পড়েন।
এসময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, পেঁয়াজের দাম নিয়ে বাজারে কারসাজি শুরু হয়েছে। প্রতি কেজিতে ৮০-১০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। তারপরও বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, ব্যবসায়ীরা বলছেন, ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ায় এটা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞার আগে যে পেঁয়াজটা বাজারে ঢুকেছে সেটারও দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি নিশ্চিত করতে জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সালেহীন তানভীর গাজীর নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এআই