গাজীপুরে গাড়ির ধাক্কায় মুমিরা আক্তার (৩২) নামে এক পোশাক কারখানার শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা।
শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ৮ টার দিকে গাজীপুর মহানগরীর কুনিয়া তারগাছ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্দ শ্রমিকরা গাজীপুর সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বেশকিছু গণপরিবহনে ভাঙচুর চালায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার সকালে গাজীপুর মহানগরীর কুনিয়া তারগাছ এলাকায় বার্নহার্ডট টেক্সটাইল নামে তৈরি পোশাক কারখানার শ্রমিক মুনিরা আক্তার সড়ক পার হওয়ার সময় গাজীপুর সিটি কর্পোরেশনের ময়লা পরিবহনের গাড়িটি তাকে ধাক্কা দেয়। এতে ওই নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিভিন্ন পোশাক শ্রমিকরা উত্তেজিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এবং গাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার উপ- পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় স্থানীয় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। তারা বিভিন্ন যানবাহন ভাঙচুর করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
এমআর