কুমিল্লা সিটি কর্পোরেশনের নেউরা এলাকায় এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। নিহতের নাম শাহ আলম (৩৮)। সে নগরীর চর্থা এলাকার নূরু মিয়ার ছোট ছেলে।
এছাড়া শাহ আলম মহানগর সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিনের ছোট ভাই। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভুইয়া।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের মাথায়, ঘাড়ে ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কেন এ হত্যাকাণ্ড, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এমআর