এইমাত্র
  • ট্রাম্পের জয়কে ‘ন্যায্য ও স্বচ্ছ’ বললেন বাইডেন
  • রাজধানীতে বেড়েছে সবজির দাম, পেঁপে ছাড়া বাকি সব ১০০ টাকা ছাড়িয়ে
  • সুইজারল্যান্ডের বিমানবন্দরে হেনস্তার শিকার আসিফ নজরুল
  • ধূমপানের পর নামাজ আদায় করলে কি তা কবুল হবে?
  • নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • দুপুরে রাজধানীতে বিএনপির র‍্যালি, বক্তব্য রাখবেন তারেক রহমান
  • ইসরাইলের বিমান হামলায় গাজা-লেবাননজুড়ে নিহত শতাধিক
  • ১১ বছর আগের হত্যাকাণ্ডে সাবেক এমপি তাহজীব সিদ্দিকী গ্রেপ্তার
  • শুক্রবার বন্ধ থাকছে রাজধানীর যেসকল মার্কেট
  • অবৈধ অভিবাসীদের তাড়ানোর কোন বিকল্প নেই: ট্রাম্প
  • আজ শুক্রবার, ২৪ কার্তিক, ১৪৩১ | ৮ নভেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা করতেন তারা

    জামাল হোসেন বাপ্পা, বাগেরহাট প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৬ পিএম
    জামাল হোসেন বাপ্পা, বাগেরহাট প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৬ পিএম

    বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা করতেন তারা

    জামাল হোসেন বাপ্পা, বাগেরহাট প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৬ পিএম

    বাগেরহাটের ফকিরহাটে ২৪ কেজি গাঁজা ও ৩৬০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ।

    শনিবার (২৪ ফেব্রুয়ারী) ভোররাতে ফকিরহাট সদর ইউনিয়নের উত্তর পাড়াগ্রামের একটি ভাড়া বাসা থেকে মদকসহ তাদের গ্রেপ্তার করা হয়। ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

    গ্রেপ্তার কৃতরা হলো, খুলনার রূপসা থানার রামনগর গ্রামের জালাল মোল্লার ছেলে সাজ্জাদ মোল্লা (৩৫),কক্সবাজার জেলার চকরিয়া নার জগরখালী গ্রামের নুরুল আলমের ছেলে আলী আলম (২৮),যশোর কোতোয়ালি থানার মোড়ালী মোড় এলাকার সোহরাব হোসেনের ছেলে সাগর (২৮), ও বাগেরহাটের ফকিরহাট উপজেলার উওরপাড়া গ্রামের গাজী রজব আলীর ছেলে গাজী বদরুল (৫০)।

    পুলিশ জানায়, বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের লেগীর পুকুরের পাশে মৃত হামিজ উদ্দিন গাজীর ছেলে ইব্রাহিম গাজীর বাসা ভাড়া নিয়ে মাদকের কারবার করছিলেন গ্রেপ্তারকৃত আসামীরা।

    গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলমের নেতৃত্বে এসআই ওহিদুজ্জামান,এসআই অনুপরায়, এএসআই আব্দুল্লাহ আল-মামুন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে ওই বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।এসময় পুলিশ গ্রেপ্তার কৃতদের ভাড়া কক্ষে থেকে ২৪ কেজি গাঁজা, ৩৬০ পিস ইয়াবা ও ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মটরসাইকেল জব্দ করেন।

    ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম জানান, গ্রেপ্তারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত ঘটনাস্থলসহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল বলে গোয়েন্দা তথ্য ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু ও আদালতে প্রেরণের আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান এ কর্মকর্তা।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…