লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুল আলম সাদাত ও তার স্ত্রী পাটিকাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহানা ফেরদৌসী সীমা দলীয় পদ পদবী থেকে পদত্যাগ করেছেন।
আজ শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের মাসিক সভায় উপস্থিত থেকে স্বামী-স্ত্রী দুজনই পদত্যাগের ঘোষণা দেন।
আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে মজিবুল আলম সাদাত জানান, তিনি ও তার স্ত্রী অনেক আগেই দলীয় পদ-পদবী থেকে পদত্যাগ করেছেন।
উল্লেখ্য, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগ করছেন মজিবুল আলম সাদাত।
এফএস