ঝালকাঠির নলছিটিতে ভাড়ায় চালিত মোটরসাইকেল সমিতির সভাপতি ও শ্রমিকলীগ কর্মী ইমরান হোসেন হাওলাদার (৩২) কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন ।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পৌরসভার নান্দিকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইমরানের বড় ভাই মোহাম্মদ রাসেল। নিহত ইমরান হোসেন খাজুরিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে।
জানা গেছে, শনিবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে ইমরানকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে। স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়েছে।
নিহত ইমরানের বড় ভাই রাসেল হাওলাদার জানান, আমার চাচতো ভাই আলমিন হাওলাদার সহ ৬ থেকে ৭ জন রামদা নিয়ে ওরে দাওয়া করেছে। আমার ভাইরে এমন কোপান কোপাইছে হাসপাতাল পর্যন্ত আনতে পারিনি। ও শুধু এতটুকু বলেছে আলমিন আমারে কোপাইছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মুরাদ আলী বলেন, আমি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছি। মৃত্যুর সংবাদ জানতে পারিনি।
এমআর