ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিভাগীয় স্কুল, মাদ্রাসা, বিতর্ক, উপস্থিত বক্ততা কবিতা আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুয়েল আহমেদ। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, ত্রিশাল নজরুল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিএসসিসহ আরও অনেকে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ধানীখোলা উচ্চ বিদ্যালয়,বইলর রহমানিয়া উচ্চ বিদ্যালয়, কাঁঠাল হাই স্কুল এন্ড কলেজ,আহাম্মদাবাদ উচ্চ বিদ্যালয়,রামপুর উচ্চ বিদ্যালয়,বাগান ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, রায়েরগ্রাম শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, আখরাইল উচ্চ বিদ্যালয়, বিয়ারা পাটুলি রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয়, পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়, সানকিভাঙ্গা উচ্চবিদ্যালয়, আমিরাবাড়ী গুজিয়াম মাধ্যমিক বিদ্যালয় ও শুকতারা বিদ্যানিকেতন।
উল্লেখ্য, উক্ত ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান ইউনিয়ন পর্যায়ে বিজয়ী হয়ে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পান।
এআই