এইমাত্র
  • আবারও কমলো সোনার দাম
  • আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৭
  • মাদারীপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • মির্জাপুরের বৃষ্টি প্রার্থনায় অঝোরে কাঁদলেন মুসল্লিরা
  • ভালুকায় খেটে খাওয়া মানুষের মাঝে স্যালাইন ও পানি বিতরণ
  • রাবিতে জীববিজ্ঞানে ‘ট্রান্সলেশনাল’ গবেষণার ওপর সম্মেলন অনুষ্ঠিত
  • 'সংসদ সদস্যরা উপজেলা প্রার্থীর হয়ে প্রচারণা করলে ব্যবস্থা নেওয়া হবে'
  • বেরোবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • ইবিতে পরিক্ষা কক্ষে নেই শিক্ষক!
  • চট্টগ্রামে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক
  • আজ শনিবার, ১৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ এপ্রিল, ২০২৪
    রাজনীতি

    যারা জিয়ার স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক করে তারা স্বাধীনতাবিরোধী: ফখরুল

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ০৩:২২ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ০৩:২২ পিএম

    যারা জিয়ার স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক করে তারা স্বাধীনতাবিরোধী: ফখরুল

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ০৩:২২ পিএম

    স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছেন, এটা নিয়ে কোন বিতর্ক চলে না। যারা এ নিয়ে বিতর্ক করে তারা স্বাধীনতাবিরোধী শক্তি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বুধবার (২৭ মার্চ) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি বক্তব্য দেন।

    মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ বারবার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করে বাকশাল কায়েম করেছিলেন শেখ মুজিবুর রহমান৷ এখন তারাই আবার জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দেয় না। অথচ, স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছেন, ‘এটা নিয়ে বিতর্ক করলে স্বাধীনতা হতো না। যারা বিতর্ক সৃষ্টি করে তারা স্বাধীনতাবিরোধী শক্তি।’

    তিনি অভিযোগ করে বলেন, বিএনপি যারা করে তাদের জমি, ঘরবাড়ি, ব্যবসা দখল করে নিচ্ছে আওয়ামী লীগ। এটা বর্ণবাদ ছাড়া কিছু না। দেশটাকে দুভাগে ভাগ করে সাম্প্রদায়িকতা সৃষ্টি করছে তারা। এ দুভাগের মধ্যে একটা হচ্ছে আওয়ামী লীগ, আরেকটা হচ্ছে বিরোধী দল।

    গোটা দেশকে গিলে ফেলে, লুট করে, টাকা পাচার করে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব৷

    একই অনুষ্ঠানে অংশ নিয়ে ড. আবদুল মঈন খান বলেন, বর্তমান সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও আওয়ামী লীগ নিজে তা বিশ্বাস করে না।

    এ বিএনপি নেতা আরও বলেন, বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে আন্দোলন করছে বিএনপি। আওয়ামী লীগের মতো লগি-বৈঠার রাজনীতি করে না বিএনপি। যতদিন পর্যন্ত জনগণের অধিকার ফিরে না পাবে, ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বিএনপি।

    আর দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, শেখ মুজিব অনেক বড় নেতা। তাকে সবাই শ্রদ্ধা করেন। কিন্তু সব কৃতিত্ব তার একার নয়। এসব মুক্তিযোদ্ধাদের দিতে হবে, কারণ তারা রণাঙ্গনে যুদ্ধ করেছেন, শত্রুর মোকাবিলা করেছেন।

    তিনি বলেন, জিয়াউর রহমানের ঘোষণায় মানুষ উজ্জীবিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। মুক্তিযুদ্ধ না হলে দেশ আজও পাকিস্তান থাকতো, যা ইতিহাসে লেখা নেই। বরং বিকৃত করা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস।

    এমএইচ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…