এইমাত্র
  • হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু, পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক
  • আবহাওয়ার পূর্বাভাসে সুখবর নেই, তাপমাত্রা আরও বাড়তে পারে
  • ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি
  • গা'জায় শরণার্থী শিবিরে ই'রাইলি হামলায় নিহত ১৫
  • কোটি টাকার মাদক আইসসহ সংগীতশিল্পী আটক
  • টেকনাফে অপহরণ চক্রের আরও দুই সন্ত্রাসী আটক
  • মানিকগঞ্জে বৃষ্টির আশায় ইসতিস্কার নামাজ আদায় ও দোয়া
  • চট্টগ্রামে ডাস্টবিনে মিলল নবজাতকের মরদেহ
  • গাছ লাগিয়ে গিনেজ বুকে জায়গা করতে চায় ছাত্রলীগ
  • বাগেরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ জনের
  • আজ শনিবার, ১৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ এপ্রিল, ২০২৪
    দেশজুড়ে

    রাজবাড়ীতে ভাঙ্গা ব্রিজে সাইকেল নিয়ে পরে এক বৃদ্ধ গুরুতর আহত

    সৈয়দ মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ১১:৫৫ এএম
    সৈয়দ মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ১১:৫৫ এএম

    রাজবাড়ীতে ভাঙ্গা ব্রিজে সাইকেল নিয়ে পরে এক বৃদ্ধ গুরুতর আহত

    সৈয়দ মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ১১:৫৫ এএম

    রাজবাড়ীতে ভাঙ্গা ব্রিজ থেকে বাইসাইকেল নিয়ে ব্রিজের নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন এক বৃদ্ধ। আহত ব্যক্তির নাম রমজান বেপারী (৬০) তিনি জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ গ্রামের বাসিন্দা।

    বুধবার (২৭ মার্চ) বেলা সাড়ে চারটার সময় উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী গ্রামে অবস্থিত চত্রা নদীর ব্রিজে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান ঘটনার সময় আহত রমজান বেপারী সাইকেল চালিয়ে ব্রিজের উপর ওঠে আসেন। এ সময় অপর পাশ থেকে একটি ভ্যান এসে তার মুখোমুখি হয় এ সময় ভ্যান গাড়িটাকে সাইট দিতে গিয়ে পা ফসকে সাইকেলসহ ব্রিজের নিচে পড়ে যান তিনি। ব্রিজের রেলিং ভাঙ্গা থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেয়।

    বিল চত্রা গ্রামের বাসিন্দা ইয়াকুব আলী বলেন, এটা এখন আর ব্রিজ নেই আমাদের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে এই ব্রিজটি। বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ এখান দিয়ে যাতায়াত করে, সামনেই ঐতিহ্যবাহী বাগদুলীর হাট। এই হাটে কৃষক ও ব্যবসায়ীরা ক্রয়-বিক্রয়ের জন্য দূর-দূরান্ত থেকে আসেন। ব্রিজের অবস্থা বেহাল হাওয়ায় এই হাটে এখন আর আগের মত কৃষক-ব্যবসায়ীরা আসেন না।

    স্থানীয় আরেকজন বলেন, কয়েক বছর আগেই ব্রিজের রেলিং ভেঙ্গে গেছে, কিছুদিন হল ব্রিজের মাঝখানে ভেঙ্গে গেছে। সেখানে বাঁশের চরাট দিয়ে কোন মত যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। কৃষি পণ্য বোঝাই ভর্তি গাড়ি নিয়ে ব্রিজের উপরে উঠলে থরথর করে কাপে ভয়ে থাকি কোন সময় যেন ভেঙ্গে নিচে পড়ে মৃত্যু হয়। তিনি আরো বলেন ব্রিজটি এত সরু একটি ভ্যান উঠলে আরেকটি সাইকেল যাওয়ার মত অবস্থা থাকে না যার কারণেই গতকাল এই দুর্ঘটনাটি ঘটেছে।

    মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহ প্রামানিক বলেন, ব্রিজটি অনেক আগেই ভেঙ্গে গেছে আমি ফ্রি ফ্রি বাঁশ দিয়ে ব্রিজটি মেরামত করে যাতায়াতের ব্যবস্থা করেছি। কর্তৃপক্ষকে জানিয়েছি তারা বলেছে বাজেট নেই। এখানে অবশ্যই একটি নতুন ব্রিজ প্রয়োজন।

    উপজেলা প্রকৌশলী এলজিইডি কর্মকর্তা জাকির হাসান বলেন, নতুন ব্রিজের জন্য চাহিদা পত্র পাঠানো হয়েছে অনুমোদন হয়ে আসলেই টেন্ডার দিয়ে কাজ শুরু করা হবে। সেই সাথে সবাইকে একটু সাবধান হয়ে চলাচল করার পরামর্শ দিয়েছেন তিনি।

    এআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…