এইমাত্র
  • তিন সমন্বয়কের খোঁজে ডিবি কার্যালয়ে ১২ শিক্ষক, দেখা দিলেন না হারুন
  • সব হত্যাকাণ্ডের দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি ফখরুলের
  • যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের রাষ্ট্রদ্রোহ আইনে বিচারের দাবি
  • রংপুরে পৃথক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩
  • কলেজছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন করায় লজ্জায় আত্মহত্যা
  • তালেবানের চোখ এড়িয়ে অলিম্পিকে মানিজা
  • পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় শীর্ষ দশে ঢাকা
  • বাংলাদেশের জনগণ সহিংসতার শিকার হওয়ায় আমরা মর্মাহত: কানাডা হাইকমিশন
  • দুর্নীতির অভিযোগে রাশিয়ার সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী গ্রেপ্তার
  • সারাদেশে ৫৫০ মামলায় গ্রেপ্তার ৬ হাজারের বেশি
  • আজ শনিবার, ১২ শ্রাবণ, ১৪৩১ | ২৭ জুলাই, ২০২৪
    দেশজুড়ে

    নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২

    সুমন মিয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ০১:১৩ এএম
    সুমন মিয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ০১:১৩ এএম

    নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২

    সুমন মিয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ০১:১৩ এএম

    নারায়ণগঞ্জের মদনপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী মিশুকের চালক সহ এক যাত্রী নিহত হয়েছেন। মিশুকের আরো ২ যাত্রী আহত হয়েছেন।

    মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে মদনপুর ইস্পাহানি বাজারে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

    নিহতরা হলেন, মিশুক চালক মো. কালু মিয়া(৪৫) বন্দরের বাঙাল বাড়ি এলাকার সদর আলীর ছেলে। আবু কালাম( ২৪) সোনারগাঁয়ের সনমান্দী গ্রামের আবদুল কাদির মিয়ার ছেলে৷ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নিহত আবু কালামের ছোট ভাই ওমর ফারুক(২০), তার খালাতো ভাই শাওন(১৮) ।

    জানা যায়, দুপুরের দিকে নারায়ণগঞ্জ মদনপুর ইস্পাহানি বাজার মহসিনের বেবির গ্যারেজের সামনের সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। পরে উপস্থিত লোকজন মিশুকে থাকা তিন ভাই ও চালকসহ চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আবু কালামকে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মৃত ঘোষণা করেন। তারপরে চিকিৎসাধীন মিশুক চালক চালক কালু মিয়া মারা যান।

    ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ঢাকা মেডিকেল হাসপাতালে দুইজন মারা গেছেন। আবু কালাম নামে একজনকে হাসপাতালে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই মারা যান ও অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, ট্রাকটি আটক করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…